জটিল প্রশ্ন

নীহারিকা ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০১:১৫:১৫অপরাহ্ন রম্য ২৪ মন্তব্য

1509158_598671763557291_89080272_n

দিন দিন নাকি সব কিছু সহজ থেকে সহজতর হচ্ছে। হাতের কাছেই পাওয়া যায় সব কিছু। ব্যাবহারবিধিও সহজ। কিন্তু একটা জিনিসের কোন রকমের পরিবর্তন বা বদল আমার তো চোখে পরছে না। ছোটবেলায় যেমন দেখেছি এখনো তেমনি দেখি। আকৃতি ও গন্ধে কিছুটা পরিবর্তন আসলেও পারষ্পরিক বন্ধনে কোন পরিবর্তন নেই। না আর কিছু না, আমি বলছি মশার কয়েলের কথা। ছোট থেকে যেমন দুটিতে মিশিয়ে জোড়া জোড়া করে প্যাকেটে রাখা দেখতাম, এখনো তেমনি দখি। আর প্রতিবার ওনাদেরকে জোড়া থেকে আলাদা করতে গেলেই সর্বনাশ! এমনি ভালোবাসা, যে ভাঙ্গে কিন্তু মচকায় না 🙁 আমি জীবনে অনেকবার মন শক্ত করে এই জোড়াদের আলাদা করার নিষ্ঠুর কাজটি করতে গিয়েছি এবং খুব কম সংখ্যক বারই সফলকাম হতে পেরেছি। হালকা প্রেমের বন্ধনে আবদ্ধ এমন জুটি পেয়েছি খুব কম, মানে যাদেরকে একটু মোচড়ামুচড়ি করা বা একটু ধমক দিলেই ভয়ে আলাদা হয়ে গেছে। বেশীরভাগ জুটিরই এমন অবস্থা যে, আত্মহত্যা না করে আলাদা হন না বা আলাদা করা যায় না। আহা! কি প্রেম!!! এমন প্রেমিকদের নিয়ে আমি আছি বিপদে। সবই যখন দিন দিন মডার্ণ হচ্ছে, সেক্ষেত্রে ওনাদের জোড়ায় জোড়ায় না রেখে আলাদা আলাদা ভাবে প্যাকেট করলে ক্ষতি কি? এতে আমরা অনাকাংক্ষিত মৃত্যুর হাত থেকে অনেক কয়েলের জীবন রক্ষা করতে পা্রবো বলে আমি মনে করি। এদের আলাদা করলে একটাই সমস্যা হবে যে প্যাকেটটা একটু বড় হবে। তাতে কি? জীবনের চাইতে প্যাকেটের মূল্য নিশ্চই বেশী হতে পারে না।

৭৬৭জন ৭৬৫জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ