
অনেক গুলো বছর পর দেখা অনির সাথে। রূপা মনে মনে ভাবছে অনিকে কি কফি অফার করবে, ঠিক হবে কী? এই মানুষটার সাথে কফি খেতে কী ভালো লাগবে? প্রিয়জনের সামনে বসে, প্রিয়জনের চোখে চোখ রেখে কফি পানে যে ভালোলাগা/তৃপ্তি পাওয়া যায় তা কী এই মানুষটার সামনে বসে পাওয়া যাবে? সে যা হোক এককাপ কফি অফার করা ভদ্রতা। ভদ্রতার খাতিরে না হয় এককাপ কফি…
-কফি খাবেন তো?
-আমি কফি খাই না। তুমি খাবে তো চলো
-একদিন কফি খেলে কিছু হয় না। চলুন
ওরা কফিশপে গেলো। কিন্তু অনি কফি খাবে না। বাধ্য হয়ে রূপা নিজের জন্য এককাপ কফি ও অনির জন্য একটা টিব্যাগ অর্ডার দিলো। চা খেতে খেতে অনি অনেক অনেক কথা বলছে। রূপা অবাক হয়ে দেখছে অনিকে আর ভাবছে! সময়ের সাথে সাথে মানুষের কতো পরিবর্তন ঘটে। এই সেই অনি যে প্রয়োজন ছাড়া একটা কথাও বলতো না আগে। আর আজ মুখে যেনো কথার খই ফুটছে। এই অনি বড্ড অচেনা রূপার কাছে।
অনি রূপার নিরবতা ভেঙ্গে দিয়ে জানতে চাইলো
-রূপা।
-হুম।
-এতো দিনে একবারও মনে হয়নি একটা ফোন দিয়ে আমি কেমন আছি জানার? যোগাযোগ রাখোনি। সম্পর্ক রক্ষার্থে যোগাযোগটা জরুরি রূপা। এভাবে কোনো সম্পর্ক থাকে না।
অনির কথায় রূপার প্রচণ্ড রাগ হলো। সম্পর্কের কথা বলছে সে, যে কিনা নিজেই একদিন সব সম্পর্ক ভেঙে দিয়েছিল। সে যেনো খুব খোঁজ রেখেছিল। অসহ্য লাগছে কথা গুলো। রূপা অনেক কষ্টে নিজে সামলে নিয়ে বলে…
-সম্পর্ক রক্ষার দ্বায় নিশ্চয়ই আমার একার ছিলো না? আপনি কখনো নিয়েছিলেন আমার খোঁজ? ফোন করেছিলেন আমাকে কখনো?
-আমি খোঁজ করেছি কি না তা তোমার না জানলেও চলবে। কিন্তু তুমি যে ইচ্ছে করে যোগাযোগ করোনি সে আমি জানি।
-ঐ সময় সেটাই কী স্বাভাবিক ছিলো না?
-রূপা আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। চলো তোমাকে পৌঁছে দিই।
-থাক তার আর দরকার নেই। সবে তো সন্ধ্যা, নিজেই যেতে পারবো।
-এই চুপ করো তো। কি তখন থেকে টেস টেস করে কথা বলছো। নানীকে জিজ্ঞেস করতে হবে মুখে মধু দিয়েছিল কি না। হা হা হা হা
রূপা আরও রেগে গিয়ে চুপ করে থাকলো। এবার কফির বিল দেওয়া নিয়ে খানিকটা ঝামেলা হলো। বিল দেবে রূপা কিন্তু অনি দিতে দেবে না। রূপা বললো…
-ঠিক আছে আপনি বিল দেন। আর আমি চলে যাই।
-মানে কী? খুব সাহস তো! ঘুটঘুটে অন্ধকার চারিদিকে
-তাহলে আমাকে বিল দিতে দিন আর চলুন
কফিশপ থেকে বের হয়ে স্টেশনের উপর দিয়ে হাঁটছে…
২৫টি মন্তব্য
সাদিয়া শারমীন
খুব সুন্দর।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ভাল হয়েছে,
কি এবং কী এর ব্যবহার একটু চেক করে দেখবেন।
আচ্ছা, গল্পটি শুধুই দু’জনার? সাথে আর কিছু কি যোগ করা যায়?
আমার কথায় না, মতামত মাত্র।
সুরাইয়া পারভীন
আমি দেখে নেবো ভাইয়া।
গল্পটা তাড়াতাড়ি শেষ করে দেবো। বড়জোর আর দুটো পর্ব।দুজনাতেই শেষ করবো।
আমি রহস্য গল্প লিখবো।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
এস.জেড বাবু
সম্পর্ক রক্ষার দ্বায় নিশ্চয়ই আমার একার ছিলো না? আপনি কখনো নিয়েছিলেন আমার খোঁজ? ফোন করেছিলেন আমাকে কখনো?
শেষটায় দুজনের জন্য দুজনের কেমন টান টান অনুভব করলাম
সুরাইয়া পারভীন
একটা দুর্বলতা থাকবেই। আর গল্পের শেষে রূপার এতোদিনের রাগ/ক্ষোভ কেটে যাবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
দুজনের মধ্যেই যোগাযোগ না রাখার দ্বন্দ্ব চলছে। ভালো লাগছে। গল্প এগিয়ে চলুক। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
সুন্দরভাবে এগিয়ে চলছে গল্প।
পরের পর্বের অপেক্ষায় দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
পুরাতন সম্পর্কটার ঘষামাজা হচ্ছে মনে হচ্ছে,
অনিকে রূপার পাত্তা দেয়াই উচিৎ না।
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
দেখাই যাক না কি হয়?
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
সব কথা অতি সহজ সরল ভাবে চমৎকার উপস্থাপন ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নীরা সাদীয়া
রূপা বেশ ব্যক্তিত্ব সম্পন্ন। যতই পড়ি, কেবলি মনে হয় এটা কোন সত্যি ঘটনা!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
যতই প্রেম জাগুক এসব পাত্তা দেয়া বিবাহিত জীবনে হুমকী কিন্তু!! দেখা যাক কি হয়!!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু।
সুরাইয়া নার্গিস
সুন্দর ভাবে গল্প এগিয়ে যাচ্ছে।
পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম..!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
অনির বউকে মাথায় গেথেছি বলে কথা।
ভাল লাগলো। শুভ কামন্।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
এখন পর্যন্ত গল্পটি দু’জনার, দেখা যাক পরে কি হয়।
সুরাইয়া পারভীন
দুজনাতেই শেষ হয়েছে গল্পটা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়