
নিজের তালগাছটাকে বড় করে ভাবি
ছোট সরিষা ভাবি না- অন্যের লিচু গাছ
রস খেতে ভালবাসি, থুথু ফেলা জায়গা
বুঝি না কারণ মুখের ভীতর থুথু আছে বলে
শিষ্টাচার দেখি না- গাছের পাতা যতই
ঝরুক না কেনো? আমি স্বচ্ছ, কোন ভুল নাই।
ভাবি না! একদিন তালগাছ ভেঙ্গে পরবে-
অন্যেরটা ভেঙ্গে যাওয়া চেয়ে চেয়ে দেখি
কারণ মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!
বোধশক্তি জাগ্রত হবে- ভাবনার গায়ে ভাবি-
সততার ঘাসফুলে এসো চুম্বন দেই।
১৮ ফাল্গুন ১৪২৬, ০৩ মার্চ ২১
—————————————–
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন
মুগ্ধতা রেখে গেলাম,
শুভেচ্ছা ও শুভকামনা রইল,
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকাবেন—–
পপি তালুকদার
সবাই নিজের টা বড় ভাবে আর সেটাই সমস্যা। সময় থাকতে কেউ ভালো মন্দের পার্থক্য অনুধাবন করতে পারেনা।
ভালো লিখেছেন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি পপি দিদি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকাবেন—–
ছাইরাছ হেলাল
মৃত্যু উপেক্ষার কিছু নয়, যতই আমরা তা ভুলে থাকার চেষ্টা করই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হেলাল দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকাবেন—–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির উপস্থাপন কবি দা।
বেশ মুগ্ধতায় শুভ কামনা নিরন্তর।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকাবেন—–
ইসিয়াক
কারণ মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!
বোধশক্তি জাগ্রত হবে- ভাবনার গায়ে ভাবি-
সততার ঘাসফুলে এসো চুম্বন দেই।
চমৎকার উপলব্ধি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ইসিয়াক দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকাবেন—–
সুপর্ণা ফাল্গুনী
নিজেকে বড় দেখাতেই আমাদের আনন্দ। মৃত্যু কঠিন, সত্য- উপেক্ষা করার কোনো উপায় নেই। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। ভালো থাকুন সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকাবেন—–
আরজু মুক্তা
বেঁচে থাকতে মর্ম বুঝিনা।
খুব সুন্দর উপস্থাপন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু আমার ১০০তম লেখা হয়েছে পাতা আপনার কোন অভিনন্দন লেখা পেলাম না আপু তার মানে আমি প্রিয় হতে পারি নি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকাবেন—–
আরজু মুক্তা
আমি কাল দিবো পোস্ট।
শুভকামনা ভাই
আলমগীর সরকার লিটন
অনেক খুশি হইলাম মুক্তা আপু
সাখাওয়াত হোসেন
চমৎকার লিখেছেন ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর।