
স্বপ্নের কল্পনা নাকি কল্পনার স্বপ্ন,
জীবনের মানে কী? জীবনকে দেখে/বুঝে নেয়ার জন্য
কতটুকু মাপজোক নেয়ে যায়/দরকার!হতে পারে স্বপ্নের স্বপ্ন-বিশ্রামটুকু
দেখে নেয়া, কোথাও টাল খেয়ে গেল কী না!গল-গল করে
উগড়ে দেয়া ধুয়ো-চিমনিটার দৈর্ঘ্য-প্রস্থ-জ্যা ঠিক-ঠাক আছে, কী নেই!
অন্য ভাবে বললে,
জীবন তো একটাই, হাঁস-ফাঁস কান্না-হাসি ফেঁসে-যাওয়া ফাঁদে-পড়া,
দেয়াল-চাপে বেঁচে যাওয়া, তাই বলে এক হাত দেখে নেয়া!
প্ররোচনার ডাকে বেঁকে বসা!কূটপ্রশ্নের জ্যাভেলিন ছুড়ে দেয়া!
কী আর হবে তাতে! ছাতা-মাতা!
কুমিরের বিলাসী-হিংস্রতার ডাকে গা-এলিয়ে নত জানু হতে হতে
লুডু খেলে খেলে হেরে গিয়ে ডুবে গেলে কে আর কী-ভাবে এগুবে!
জীবনকে বুঝে নিতে হবে জীবনের-বুকে শক্ত পায়ে দাঁড়িয়ে।
স্বপ্ন-দেখা প্রতিজ্ঞা গুলো ভালোবাসা পেলে বাঁচবে,
শিমুলের চির-বসন্ত-বাগান জীবনের কোলে, ঠিক এঁটে যাবে।
নোটঃ কে লিখেছে বলুন তো! কবি থেকে ব্লগার আপনি?
তবে এই গানটি কিন্তু আপনি লেখেন-নি!
ছবি……নিজ
২২টি মন্তব্য
ফয়জুল মহী
এক রাশ ভালোবাসা ।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
জর্জর মর্মর পরিবেশে দাঁড়িয়ে জীবনকে বুঝে নিতে হবে। দাঁড়াতে হবে শক্ত হাতে। তবে, শীত আসলে; বসন্তের আর দেরি নেই।
ছাইরাছ হেলাল
বসন্ত আসে নিয়ম করে, উঁকি দিয়ে ছুঁয়ে যাওয়ার মত,
ক্ষণিক মাতিয়ে ফের ভেগে যাওয়া, সেই চিরায়ত নিয়ম মেনে।
ভাল থাকবেন আপনি।
সুপর্ণা ফাল্গুনী
“জীবন তো একটাই, হাঁস-ফাঁস কান্না-হাসি ফেঁসে-যাওয়া ফাঁদে-পড়া,
দেয়াল-চাপে বেঁচে যাওয়া, তাই বলে এক হাত দেখে নেয়া!
প্ররোচনার ডাকে বেঁকে বসা!কূটপ্রশ্নের জ্যাভেলিন ছুড়ে দেয়া!
কী আর হবে তাতে! ছাতা-মাতা!” – জীবনের মানে এখানেই চক্রাকারে আবদ্ধ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
জীবনের মানে একটাই, জীবন একবারের,
তাই যুদ্ধ/ভালোবাসা চালু থাকবে শক্ত করে শক্ত ভাবে।
আপনার জন্য ও শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“জীবনকে বুঝে নিতে হবে
জীবনের-বুকে শক্ত পায়ে দাঁড়িয়ে।”
ভাল বলেছেন বন্ধু
তাইতো জীবন এতো বৈচিত্রময়।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অবশ্যই, এখানেই এই বিচিত্রতা।
সব কিছুই বুঝে নিতে হবে কড়ায়-গণ্ডায়।
নিরন্তর ভাল থাকবেন আপনি।
হালিম নজরুল
একরাশ ভাললাগা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
আলমগীর সরকার লিটন
কুমিরের বিলাসী-হিংস্রতার ডাকে গা-এলিয়ে নত জানু হতে হতে
লুডু খেলে খেলে হেরে গিয়ে ডুবে গেলে কে আর কী-ভাবে এগুবে!——–চমৎকার এক ভাবনা
অনেক শুভ কামনা রইল
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
রেহানা বীথি
যে যেমনভাবে দেখি, জীবন তেমনই। ভালোবাসা জীবনীশক্তি। মনে যদি হয় বাড়তি, একসময় দেখা যায় ঠিক এঁটে গেছে। বসন্ত আসুক…. বার বার আসুক!
ছাইরাছ হেলাল
ফিরে ফিরে আসা বসন্তের প্রতীক্ষা আমাদের সবার।
ভাল থাকুন।
নিতাই বাবু
জীবন মানে যুদ্ধক্ষেত্র। জীবন যুদ্ধে কারোর জয়, কারোর ক্ষয়। তবুও জীবন থেকে নেই। কেউ যুদ্ধ করতে আসছে, কেউ যুদ্ধ শেষ করে বিদায় নিচ্ছে। জীবন চক্রাকারে ঘুরছে, বসন্ত আসছে, যাচ্ছে। এভাবেই চলছে জীবের জীবন।
নিজের ধারণায় উপলব্ধি, কবি মহারাজ! শুভকামনা থাকলো।
ছাইরাছ হেলাল
ক্ষণস্থায়ী চলমান জীবন যখন যে ভাবে যার কাছে যেমন করে ধরা দেয়।
আপনার উপলব্ধি খুব ই সঠিক, ভাল থাকবেন অনেক।
সাখিয়ারা আক্তার তন্নী
জীবন মানে আমি যে সুখের পিছনে ঘুরি,
সেই সুখ আমাকে পাত্তা দেয় না।
খুব ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
এটিও জীবনের একটি রূপ,
যা ছুঁতে চাই, তা পাওয়া হয় না;
চিরকালীন বসন্ত আমাদের অধরা-ই থাকে।
সহজ করে বলার জন্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
আপনার তোলা ছবি বলছে বায়ু দূষনে বিপর্যস্ত আজ পৃথিবী।
মাপজোক- হাঁস-ফাঁস কান্না- কুমিরের বিলাসী হওয়া বা শিমুলের চির-বসন্ত-বাগান মিলিয়ে আমার বিপর্যস্ত অবস্থা।
কবি থেকে ব্লগার এর লিঙ্কে চেপে চলে গেলাম ৪ বছর ৪ মাস ২৭ দিন আগে সোনেলায় নিবন্ধিত নাসির সারওয়ার ভাইয়ের ব্লগে, যিনি সর্বশেষ পোষ্ট দিয়াছিলেন ৩ বছর আগে।
সব শেষে একটা ইংরেজী গান শুনলাম, যা আমি কখনো সাধারণত শুনিনা।
………..সব সমিলিয়ে আমি বলতেই পারি আমার বয়স পঞ্চাশ 😀
ছাইরাছ হেলাল
ওই বায়ু দূষণ আমাদের সভ্যতার দান!
এমন হাঁস-ফাঁস বিপর্যস্থতার মাঝেই আমার বাঁচি।
হ্যা, তিনি এখন লেখেন না, পড়েন। সামান্য মন্তব্য ও করেন কালে ভাদ্রে!
আসলে এ গানটি তাকে উদ্দেশ্য করেই দিয়েছি, তিনি বিশারদ মানুষ।
সব মিলিয়ে বয়স কেন মাত্র পঁচিশ বা পচাত্তর নয় কে জানে!
জিসান শা ইকরাম
আমরা চির বসন্তের ভুবনেই থাকতে চাই।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমাদের অনেক চাওয়ার একটি মাত্র!
ধন্যবাদ।