
অনেকদিন পর ডাকপিওনের ডাকাডাকি
চিঠি এসেছে———চিঠি!
ইমেইলের যুগে চিঠি!!
ঠিকানা পড়েই চিনলাম
তোমার হাতের লিখা;
আমি নিরেট স্পন্দনহীন
ভুলে গেলাম আমার ব্যস্ততা।
কালের সাক্ষী জমিদার বাড়ি
লোহার কপাট–স্মৃতিকে নাড়িয়ে দিলো।
ঐ দূরের মেঠোপথ রেললাইন
এখন হাটুরের চলার শব্দে প্রকম্পিত
বদলে যাওয়া স্মৃতিগুলো
কষ্ট নামক অপদার্থ!!
চশমার গ্লাস মোটা হয়েছে
পিয়ানোতে ধূলো জমেছে!!
সময়ের কাছে হেরে গেলেও
তোমাকে ভোলা কঠিন:
তোমার ভালো থাকাটাই
আমার পথচলার প্রেরণা!!
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
ব্যাক্তিগত চিঠি এখন আর পাইনা।
বড় আকাংখিত চিঠি,
বয়স যতই হোন না কেন? বদল যাক সব কিছু,
বিশেষ করে আলাদা একজনের চিঠি, নিজেকে এলোমেলো করে দেয়।
ভাল কবিতা ।
শুভ কামনা।
আরজু মুক্তা
চিঠি মানে মনের জানালায় বসে অবিরত কথা বলা।
শুভকামনা
শিরিন হক
ঠিকানা পড়েই চিনলাম
তোমার হাতের লিখা;
আমি নিরেট স্পন্দনহীন
ভুলে গেলাম আমার ব্যস্ততা।
দাড়ুন লিখেেন। ভালোলাগলো শুদ্বরূপ
আরজু মুক্তা
আমি অনুপ্রাণিত!
শুভকামনা
ছাইরাছ হেলাল
পরপারে গিয়েও ভালোবাসা চালু রেখেছে মনে হচ্ছে,
এতো বিরলপ্রজ!!
আরজু মুক্তা
ভালোবাসা এমনও হয়।
শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
ব্যক্তিগত চিঠি এখন পাইনা।
প্রিয়জনেরা ভুলে গেছে চিঠির কদর।
ইমেইল আর ইন্টারনেটের বাওতাবাজিতে প্রিয়জনের হাতের ভুলে ভরা চিঠি আজ ভাটা পড়ে আছে।
তবুও প্রিয়জনকে ভুলে যাওয়া যে কঠিন।
প্রিয়জন ভালোবাসার এক অনুপ্রেরণা।
..
ভালো লেখনী দিদি।
আরজু মুক্তা
শুভকামনা।
চিঠি লুখেছে বৌ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে
মনির হোসেন মমি
ডাক পিয়নের চিঠি এখন যেন কেবলি স্মৃতি।খুব সুন্দর লিখেছেন।
আরজু মুক্তা
শুভকামনা।
উৎসাহ বেড়ে গেলো
রাফি আরাফাত
ঠিকানা পড়েই চিনলাম
তোমার হাতের লিখা;
আমি নিরেট স্পন্দনহীন
ভুলে গেলাম আমার ব্যস্ততা।
লাইন কয়টা কপি করে রাখলাম আপু। খুবই ভালো লাগছে৷।
আরজু মুক্তা
ভালো লাগলো।
শুভকামনা।
ইঞ্জা
বেশ রোমান্টিক কাব্য কথা, ভালো লাগা রইলো আপু।
আরজু মুক্তা
শুভকামনা ভাই।
ব্যস্ততার মাঝেও পড়েছেন
ইঞ্জা
আপু আপনার লেখা পড়বোনা কেমনে হয়। 😊
শামীম চৌধুরী
চশমার গ্লাস মোটা হয়েছে
পিয়ানোতে ধূলো জমেছে!!
সময়ের কাছে হেরে গেলেও
তোমাকে ভোলা কঠিন:
তোমার ভালো থাকাটাই
আমার পথচলার প্রেরণা
এই প্রেরনা নিয়েই আগামীতে পথ চলুন এই কামনাই করি।
আরজু মুক্তা
শুভেচ্ছা অবিরাম।
তৌহিদ
কতদিন কাউকে চিঠি লিখিনা! আপনার লেখা পড়ে আপ্লুত হলাম আপু।
আরজু মুক্তা
আগের ঠিকানায় একটা চিঠি লিখতে পারেন।
দেখা যাক চিঠি কই যায়?
তৌহিদ
আইজকাই দিমু হ হ!! 😃😃