কিছু গানে প্রাণ থাকে
কিছু গান প্রাণে থাকে,
কিছু গানে হই ছন্নছাড়া
কিছু গানে ভেতর ডাকে………………
চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি
ব্যান্ডঃ Old school
গানের কথাঃ আহসানুস সাকিব
পোস্ট আইডিয়া চুরি ফ্রমঃ ব্লগার সজীব এবং খেয়ালী মেয়ে
চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেওয়া হামি
রোজ রাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ
ও বুড়ি, তুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ
কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ
সে ঘোড়া
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি
কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে
বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই, কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে………………
আলাদিন আর জাদুর জ্বীনি
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় তো নেই কোনো
আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে
আছে সাগর তীরে
সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি
কেড়ে নিলো কে সেই আজব সময়………… কে রে তুই?
৭২টি মন্তব্য
লীলাবতী
অনেক দিন পরে ব্লগে এসে এত কিউট একটা পোষ্ট পেলাম 🙂 তাও শুন্য আপুর কাছে।আপু তোমাকে এত্ত গুলন ভালবাসা।
শুন্য শুন্যালয়
আপনি খুব পঁচা হয়েছেন, নিয়মিত আসেন না এখানে। গানটা শুনুন, অনেক অনেক চমৎকার একটি গান। এত্তো ভালোবাসা আপনার জন্যেও।
লীলাবতী
শুনছি আর শুনছি।আপনি অনেক আধুনিক একটা আপু।কত নতুন ব্যান্ডের খোঁজ রাখেন।আমি কত ব্যাক ডেটেট ভাবাই যায় না 🙂
শুন্য শুন্যালয়
এটা বছর ৩/৪ আগের গান। পুরনোই খাঁটি, এন্টিক। তাই আপনিও অনেক দামী 🙂
লীলাবতী
পুরনোই খাঁটি, এন্টিক।কিন্তু থাকবে জাদুঘরে 🙂 কোন কাজে আসবে না 🙁
শুন্য শুন্যালয়
জাদুঘরের দিন শেষ গো ভত্তাবতী, এখন এন্টিক সবাই নিজের কাছে রাখে। আপনার মনে হয় পুরনো জিনিস পছন্দ নয়, আমার কিন্তু পুরনোর প্রতি লোভ বেশি, সে দিন কিংবা মানুষ কিংবা সম্পদ হোক।
লীলাবতী
Old school ব্যান্ড এর নামই এই প্রথম শুনলাম।কত কিছু জানিনা আমি 🙁 সিন্দাবাদের ফটো দেখে :D)
শুন্য শুন্যালয়
ব্যাপার না অনেক কিছুই প্রথমবারের মতো জানতে হয়। এতো কিছু থাকতে দুস্টু মেয়ে দুস্টু ছবির দিকেই নজর দিয়েছে। 🙂
লীলাবতী
যাক দুষ্ট তে উন্নতি হয়েছে আমার 🙂 ঢং থেকে বাঁচলাম 😛
শুন্য শুন্যালয়
বাঁচলেন কি, বলেন নতুন নাম সংযোজিত হলো। আমি পুরনো ভুলিনা ঢংগী। 🙂
লীলাবতী
🙁 আচ্ছা ঠিকাছে, কোন সমস্যা? 🙂
রিপন তালুকদার
দারুন লেগেছে !
শুন্য শুন্যালয়
ধন্যবাদ রিপন ভাই।
খেয়ালী মেয়ে
খুব সুন্দর একটা গান (y)
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি——————এ চারটা লাইন আমার তটস্ত 🙂
আমার ভাইয়াকে আমি এই চারটা লাইন সময় অসময়ে শোনাই, কারণ সে আমার একটা মাত্র বোনকে আমার কাজলাদিদিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমাকে একা করে 🙁
আমিও একটা সময় যখন আকাশে একটা সুন্দর চাঁদ উঁকি মারতো খুব বেশি নস্টালজিক হয়ে এফবিতে কাজলা দিদিকে নিয়ে কয়েকটা পোস্টও করেছিলাম…………
ধন্যবাদ আপু গানটা শেয়ার করার জন্য–ছবিগুলো খুব সুন্দর–আলাদিনের যাদুর প্রদীপটা যদি পেতাম, কত্তো ভালো হতো -{@
প্রথম ছবিটা আমার পিচ্চিবেলার, তখন আমি এভাবেই চাঁদ দেখতাম 🙂
আর শেষ ছবিটা আমার বুড়িবেলার, এখন আমি এভাবেই চাঁদ দেখি 🙂
পোস্ট আইডিয়া চুরি ফ্রম—-এ লাইনটাতে আমার নাম কিভাবে আসলো ;?
শুন্য শুন্যালয়
গানটা আসলে আমাদের সবারই মনের কথা বলেছে। শুধু ভাইয়া কেন আমরাও শুনতে চাই তোমার গান। কবে শোনাবে?
আলাদিনের প্রদীপ পেলে কি কি চাইবে ঠিক করেছো? প্রদীপটা পেয়েও যেতে পারো।
ছবি দেখে আমারও মনে হচ্ছিল মেয়েটাকে চেনা চেনা লাগছে, খেয়ালী মেয়ে নয়তো!! 🙂
তোমার নামটা যে কিভাবে এলো আমিও বুঝতে পারছিনা, ভূতের আছড় নেই তো???
খেয়ালী মেয়ে
উফফফফফফ কর্কশ কন্ঠ, ভাইয়ার জন্য একদম পারফেক্ট…
এখনো ঠিক করিনি, তবে প্রদীপ পেলে ঠিকই চেয়ে নিবো…
হুমমমম ছবির মেয়েটা আমিই, তুমি আমাকে চিনতে এত্তো সময় নিলা 🙁
ভূতের আছড় থাকতেও পারে না……তবে মনে হচ্ছে সব ভূতের আছড়ে বোধ হয় ক্ষতি হয় না 🙂
শুন্য শুন্যালয়
যতই সময় নিইনা কেনো, চিনে আমি ঠিক নিয়েছি। ভূতের আছড়ে লেট কমপ্লিকেশন এখনই এড়িয়ে যাওয়া যাচ্ছেনা। 🙂
খেয়ালী মেয়ে
হায়!!!!হায়!!! উপরের কমেন্টস এ আমিতো লিখেছিলাম ভূতের আছড় থাকতেও পারে…কিন্তু এই না টা আসলো কোথায় থেকে?…এটা র্নিঘাত ভূুউউউউউউউউতেএএএএএএএএএএররররররর কাজজজজজজ
শুন্য শুন্যালয়
ভূত আর পরী কাছাকাছিই 😀
খেয়ালী মেয়ে
অ্যাই লাভ ভূত (3
অরণ্য
আমারও গেয়ে উঠতে ইচ্ছে করল। ভাল লাগলো।
শুন্য শুন্যালয়
ইচ্ছে করলে গেয়েই ফেলুন। নিজে শুনুন আমাদেরকেও শোনান। 🙂
অরণ্য
আমি বুড়ো মানুষ। আমার কি কি সব বুড়ো বয়সের গান মনে পড়ছে চাঁদ নিয়ে। এই যেমন ধরুন, সাইফের গাওয়া একটি গান…
“চাঁদের সাথে জেগে মধ্যরাতে
নিঃসঙ্গ কাটে যে প্রহর আমার
একা একা কথা বলি তারার সাথে
ঘাসের শিশিরে ঘুমিয়ে আকাশ
ঘুমিয়ে পড়েছে
ঝিঁঝিঁ আর ডাকে না।
আমার কেন ঘুম আসেনা
আমার কেন ঘুম আসেনা
তুমি বল না
তুমি বল না
চাঁদের সাথে জেগে মধ্যরাতে…”
কিংবা ধরুন, মান্নাদের…
“ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে…”
কিংবা ধরুন, জেমসের গাওয়া…
“এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে
আমার জানালা ধরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর একফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস… হয়েছি উদাস…”
শুন্য শুন্যালয়
আপনি দেখি চাঁদ নিয়ে গান খুঁজছেন। বৃষ্টি নিয়ে গান খুঁজুন, লীলাবতীর মাথা খারাপ করে দিন। লিঙ্ক লিঙ্ক দিতে দিতে যেন হাত ব্যথা হয়ে যায়। 🙂
আমি আর একফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস… হয়েছি উদাস…” আহ, কতদিন পর লাইনটা মনে করিয়ে দিলেন। সকাল থেকে জেমস এর গান শুনলাম আজ। যতটা পথ তুমি চিনে রেখেছ, ততটাই পথ আমি চিনে রেখেছি…… কখনো কোন পথের মাঝে দেখা হয়ে যদি… তারায় তারায় রটিয়ে দেব… ফিলিং সেরাম 🙂
অরণ্য
হুম! মাঝখানে কিছুদিন গানের অতি আবেশ থেকে দূরে ছিলাম। সোনেলা আমাকে প্রভাবিত করছে। অনেক গান আসছে কিন্তু লিংক সব পেয়ে উঠছি না। অনেকেই গান গান নিয়ে মেতেছেন, তা বেশ ভাল লাগছে। আপনার চাঁদ নিয়ে আর গান চাই? বলুন আমি লিখে যাই।
শুন্য শুন্যালয়
চাঁদ নিয়ে আপনি বরং একটা পোস্ট দিয়ে ফেলুন। গানের আবেশ থেকে আপনি দূরে ছিলেন, এতো সাংঘাতিক কথা, পেরেছিলেন? :p
লীলাবতী
ভাইয়া চাঁদ এর গান নিয়ে আপনি একটা পোস্ট দিন।গানে গানে ভরে যাক সোনেলা 🙂
অরণ্য
আলাদা পোস্ট দেবার সময় পাব না হয়তো। চাইলেআপনার মত করে “কে কে তোরা চন্দ্রাহত আয় লিখে দে গান” এরকম শিরোনাম দিয়ে একটা পোস্ট ছেড়ে দেয়া জেতে পারে। ব্যস, আমরা মেতে উঠব তখন চাঁদ নিয়ে, চাঁদের গান নিয়ে।
শুন্য শুন্যালয়
দিয়ে দিন লীলাবতী দির মতো গানের বাহার চন্দ্রাহত।
ব্লগার সজীব
আজ একটি পোষ্ট দেবো ভেবেছিলাম,কিন্তু এসে দেখি হেভি ওয়েট ব্লগারদের পোষ্ট প্রথম পাতায়।কবে যে হেভি ওয়েট হবো? 🙁
শুন্য শুন্যালয়
আপনার ওয়েট কতো ভাই?
ব্লগার সজীব
অসাধারন এক গান,আর গানের সাথে মিলিয়ে ফটো কালেকশন।গানের কথা গুলো এত ভাল লেগেছে আপু যা প্রকাশে অক্ষম আমি।কোথায় হারালো সেই দিন।সময় কেঁড়ে নিলো আসলেই দৈত্য দানো।
আমার নামটা কেন আসলো পোষ্টে?আমি কি এমন জানি গানের? খেয়ালী আপুর নাম ঠিক আছে 🙂
শুন্য শুন্যালয়
হুম গানটা প্রিয় আমার খুব। কোথায় হারালো সেইসব দিন, সময়ই হচ্ছে সেই দৈত্যদানো। আমিও কনফিউজড কিভাবে এলো এই নাম। আপনারা দুজনে মিলে ঠিক করুন কার নাম ঠিক আছে।
খেয়ালী মেয়ে
সজীব ভাইয়ার নামটা ঠিক আছে আপু 🙂
ব্লগার সজীব
পরী আপুর নাম ঠিক আছে,আমার গানের পোষ্ট কোন পোষ্টই না।
খেয়ালী মেয়ে
খেয়ালী আপুর নাম ক্যামনে ঠিক আছে :@
শুন্য শুন্যালয়
এখনো ডিসিশান হয়নি? কাইজ্জা কইরা লাভ নাই, মারামারি না হইলে হবেনা। রেজাল্ট জানাইয়েন আমারে।
রিমি রুম্মান
কথায় ছবিতে, সুরে অসাধারন রকমের ভাললাগায় হারিয়ে গিয়েছিলাম। ধন্যবাদ দিতে হয়। কিন্তু দিবো না। আপনজনদের ধন্যবাদ দেই না … 🙂
শুন্য শুন্যালয়
তাহলে তো আমিও আপনাকে ধন্যবাদ দিতে পারছিনা, কারন আমিও আপনাকে আপনজন মানি। এ গানটা আমাকে ফেলে আসা জগতে নিয়ে যায়। অনেক বেশি প্রিয় গান। ভালো থাকুন আপু।
জিসান শা ইকরাম
গানের চেয়েও মুগ্ধ হয়েছি কথার সাথে মিলিয়ে ছবি সংগ্রহে।
গানটিও অবশ্য নতুন শুনলাম।
চালু থাকুক এমন সৃষ্টিশীল পোষ্ট।
শুন্য শুন্যালয়
না ভাইয়া, গানটির কাছে সবকিছুই ফিকে। একবার ভেবেছিলাম শুধু গানটিই দিই।
এটা সৃষ্টিশীল নয়, আইডিয়া কপি পোস্ট। 🙂
ব্লগার সজীব
কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে
বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই, কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে– এবার এই কটি লাইনের উপর চোখ গেলো 🙁
শুন্য শুন্যালয়
ও বুড়ি, তুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ… এটা আমাকে স্পর্শ করে, ইন ফ্যাক্ট পুরো গানটাই।
কৃন্তনিকা
Old school এর এই গানটি ভীষণ প্রিয় আমার।
গানটির সাথে অদ্ভুত সুন্দর করে সাজিয়েছেন ছবিগুলো…
বারবার দেখতে ইচ্ছে হয়…
(y) (y) (y)
শুন্য শুন্যালয়
আমারও ভীষণ প্রিয় গান এটি।
ভালো লাগলেই খুশি আমি। অনেক অনেক ধন্যবাদ কৃন্তনিকা।। -{@
স্বপ্ন নীলা
আমিতো অফিসে বসেই সেই রূপ কথার রাজ্যে হারিয়ে গিয়েছিলাম গো আপু !!! লেখায়, ছবিতে, গল্প বলার যাদুতে আর সূরের ঝংকারে আমি হারিয়ে গিয়েছিলাম সেই রূপকথার রাজ্যে —-ইস কলিগের ডাকে সম্মিত ফিরে পেলাম ——- ”ইস — কাজের আর সময় পেল না যেন- এত সুন্দর করে কল্পনার রাজ্যে অবগাহন করছিলাম আর এই সময় কাজ, দূর ছাই ভাল লাগে না”
অসাধারণ, অসাধারণ — এই ধরণের কাজকেই বুঝি বলে সৃজনশীলতা
স্যালুট
শুন্য শুন্যালয়
আপু ধন্যবাদ আপনাকে। আমি শুধু কথার সাথে মিলিয়ে ছবি খুঁজে নিয়েছি, এ তেমন কিছু নয়। গানটা শুনলে আসলেই অন্য এক অনুভূতি হয়।
নুসরাত মৌরিন
ছবি আর গানের কথা-ছোট্টবেলার রূপকথার কথাই যেন মনে করিয়ে দিল।
আহ্ কি দারুন ছিল দিনগুলো…।চাঁদের বুড়ি আজো হয়ত চড়কা কাটে-খবর রাখা হয় না!! 🙁
শুন্য শুন্যালয়
হ্যাঁ কত না দারুন ছিল সে দিনগুলো। চাঁদের বুড়ির খবর রাখবার সময় যে হয়না মৌরিন। অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো।
ইমন
আপনার ছবি গুলা নতুন মাত্রা যোগ করলো গানটায়। শুভেচছা আপনাকে। 🙂
শুন্য শুন্যালয়
মন্তব্যের জন্য ধন্যবাদ ইমন।
স্বপ্ন
গানটায় ভেতরটা কেঁপে উঠলো আপু।নিজের ছোট বেলাকে খুঁজে পেলাম গানে।সুন্দর সময় গুলো দৈত্য দানো কেড়ে নিলো আপু 🙁
গানের সাথে ফটো মিলিয়ে যেন স্লাইড শো দেখলাম।
শুন্য শুন্যালয়
গানের কথাগুলো ভীষণ সুন্দর। আপনিও তো গানের সাথে সুন্দর সব ছবি জুড়ে দেন। মাঝে মাঝে হারিয়ে যাওয়া ভালো। 🙂
ছাইরাছ হেলাল
খুব সুন্দর গান শুনলাম। কথাগুলো আরও সুন্দর।
শুন্য শুন্যালয়
হুম পছন্দের গান এটি।
নীলাঞ্জনা নীলা
শুন্য এ কি গান শোনালেন বলেন তো।ভিতরটা যে শুন্যতায় হু হু করে উঠলো।গানের কথাগুলো মাথা থেকে কবে নামবে কে জানে।ছবি সংগ্রহেও অবিভুত।
শুন্য শুন্যালয়
হুম অনেক সুন্দর না গানটা আপু? গানের লেখককে অনেক অভিবাদন এমন লেখার জন্য।
মেহেরী তাজ
আপু আমি আপনার পোষ্টের মন্তব্যে গিয়ে বোকা বনে গেছিলাম। ভাবছিলাম কি ব্যপার লীলাবতী আপু নিজের মন্তব্যের জবাব নিজে দেয় ক্যান…..? পরে বুঝলাম না আপনি আপনার ছবি চেঞ্জ করেছেন।
সে যাক অনেক কিঊটি লাগছে আপু।
শুন্য শুন্যালয়
এ হচ্ছে জয়ী, আমার ছেলের সাথে এক ক্লাসে পড়ে। হুম, খুব কিউট সে। অনেকদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে। মিস করছিলাম তোমাকে। কেমন হলো এক্সাম? ঘুনপোকা আর আগুন নিয়ে নিশ্চয়ই ভালো ছিলে? 🙂
মেহেরী তাজ
আমি সোনেলায় আসতে পেরে আমার ভালো লাগছে আপু।
এক্সাম শেষ হয় নি। কেমিস্ট্রি ছাড়া বাঁকি গুলো ভালো হয়েছে।
ঘুনপোকা আর আগুন!!!!??
আহারে বেচারা গুলা…..
শুন্য শুন্যালয়
এক্সাম শেষ হোক, ঘরের মেয়ে পুরোপুরি ঘরে ফিরে আসুক। ভালো হবে এক্সাম ইনশাল্লাহ।
শিশির কনা
কত সুন্দর ছবি ভাল সাজিয়ে গানের সাথে মিল করে দিলেন আপু।নিজেদের মানুষ এত কিছু পারে ভাবতেই ভালো লাগে।গানের সাথে সাথে দৃশ্যপটে ছবি গুলো যেন চলমান।ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ শিশির কনা।
অরুনি মায়া
সেই ছোট্ট বেলায় ফিরে গেলাম।
অনেক ভাল লাগল,,,,
শুন্য শুন্যালয়
হুম, গানটি আমার খুব প্রিয়। ধন্যবাদ আপু।
নীলাঞ্জনা নীলা
ছোটবেলা, নাহ ভাবতে গেলেই খেই হারিয়ে ফেলি। মন খারাপ করার কোনো মানে নেই।
শুন্য আপু এবার তোমার তরুণী বেলা নিয়ে বলো। প্রথম (3 :p 😀
শুন্য শুন্যালয়
প্রথম প্রেম আর শেষ প্রেম একসাথে লিখে দিমুনে 🙂 ভাবতেছি বাকিগুলা কি বাদই দেব, নাকি তাও লিখুম? ;?
নীলাঞ্জনা নীলা
আরে সব লিখো। ইস লিষ্ট কি একসাথে এখনই শুরু করবো? চলো একসাথেই দেই। :D) :D)
শুন্য শুন্যালয়
করো করো তুমি শুরু করো। তোমার লেখা কপি করে এদিক ওদিক করে দিমুনে 😀
ছাইরাছ হেলাল
আবারো শুনলাম,
আপনার একটি হলে আরও ভাল লাগত।
শুন্য শুন্যালয়
না বাপু, আমি আর গান দিমু না। আমি গাইমু জন্ম থেকে জ্বলছি মাগো, আপনার গান শোনা বাদ দিয়া কইবেন ঘটনা কি। 🙁
দুস্টামি করলাম ভাইয়া। দেখি দিয়ে দেব একদিন। আপনার গান কবে শুনবো?
ছাইরাছ হেলাল
ঘটনা তো ল্যাক্তেই আছি,
কিচ্ছু না। কাউয়া তাল মাত্র।
অপেক্ষা আর সয় না, লেখা দিন।