
চার বেহারার চাঁদের পালকিতে- ঘোমটা টেনে জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে তুমি এসো,
তোমায় নিয়ে হাজার স্বপ্নের কথামালা সাজিয়ে রেখেছি বরণ ডালায়।
চড়কা কেটে কেটে মেঘের তুলোয় বুনছো কত শত শ্বেত-বসন;
পয়স্বিনী চন্দ্রিকায় বাসর রচিছো তার-ই আঁচল-বিছানায়।
তোমায় নিয়ে সহস্র কাব্য, গল্প , উপন্যাস রচিত;
তবুও অধরা,অদৃশ্য বলয়ে ঘূর্ণায়মান ধরণীর জন্মলগ্ন থেকে।
কুয়াশামাখা চন্দ্রের শিশিরে অবগাহন করো-গঙ্গাজলের পবিত্রতা কাম্পিল্যে।
ছবি-গুগল
রচনাকাল-১৩ই জানুয়ারী
১৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
কল্পনায় করি অন্তরে চাষ
জানি না কোথায় নিভৃতে গড়া
চাঁদের বুড়ির বাস।
সুন্দর শব্দ ও উপমার খেলা প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
প্রিয় কবি অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অভিনন্দন রইলো প্রথম মন্তব্য এর জন্য 💐💐। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
আরজু মুক্তা
চাঁদের বুড়িকে নিয়ে কল্পনায় অবগাহন।
ভালো লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
পপি তালুকদার
অসাধারণ! নতুন ধরনের কাব্যমালার সাধ নিলাম।
ভালো লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন । অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
সাইদি সাব চাঁদে গেছিল, কী না কী করছে কে জানে!!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣। নাসার টেলিস্কোপে ধরা পড়েনি!!! ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকুন সতত শুভ কামনা নিরন্তর
প্রদীপ চক্রবর্তী
কুয়াশামাখা চন্দ্রের শিশিরে অবগাহন করো-গঙ্গাজলের পবিত্রতা কাম্পিল্যে।
বাহ্!
অনন্য ও অনবদ্য কবিতায় প্রকাশ, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ দাদা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
রোকসানা খন্দকার রুকু
এ এক অনবদ্য অবগাহন। ভালো লাগলো । শুভ কামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
চাঁদ হচ্ছে প্রেমের উপমা। ভাবি যদি চাঁদ না থাকতো কি হতো!
দারুণ কবিতা। শুভকামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। চাঁদ না হলে এতো এতো কাব্য, গল্প, প্রেম হতোইনা মনে হয়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা