চশমাওলা শয়তানের মহান বাণী-২৭:
সারাজীবন একসাথে থাকতে চাই,…. আগে একটা দিন সেভাবে থেকে দেখো…
চশমাওলা শয়তানের মহান বাণী-২৮:
মন চায় শরীর, শরীর খোঁজে মন… কি নিদারুণ অনিয়ম
চশমাওলা শয়তানের মহান বাণী-২৯:
কামে যদি মনই না থাকে, তবে শরীরের কি মূল্য!!! স্পর্শে যদি শিহরণই না থাকে, মন কোথায় শরীরের!!!
চশমাওলা শয়তানের মহান বাণী-৩০:
ধর্মানূভূতিটুকু ৫৭ তেই থাক, আমরা না হয় ৬৯-এ একান্ত সুখানুভূতিটুকু ভাগাভাগি করি
চশমাওলা শয়তানের মহান বাণী-৩১:
তুমি ভালবাসা খোঁজ, আমি ভাল বাসা খুঁজি… ভালবাসার জন্য
৭টি মন্তব্য
মনির হোসেন মমি
আগেরগুলো পড়িনি।প্রতিপর্বে পূর্বপর্বের লিংক যোগ করে সহজে পড়া যায়।
বাড়ীঘর ঠিক না থাকলে আজকাল ভালবাসাটাও টিকে না।
চলুক
তির্থক আহসান রুবেল
এটা অবশ্য শুরুতে করতে পারলে ভাল হতো। যাই হোক, প্রোফাইলে গেলে ৫ এবং ৬ বাদে বাকি সব পাবেন। ৫ এবং ৬ ব্যান খেয়েছে …
আলমগীর সরকার লিটন
খুব ভাবনাময় বাণীগুলো দাদা ভাল থাকবেন
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ, ভাই
কামাল উদ্দিন
৫৭ বা ৬৯, বুঝিনা ক্যান আমি?
তির্থক আহসান রুবেল
হাহাহাহা …. ৫৭ আমিও বুঝি না। পুরোটাই মিথ্যে ব্যবহার মনে হয় ৬৯ যদিও প্রেমের সহযোগীতা। তবে সবার জন্য নয়। অধিক প্রেম লাগে 🙂
কামাল উদ্দিন
এখন থেকে চেষ্টা করবো অধিক প্রেমিক হওয়ার 🙂