চলো দেখি মিথ্যে ভোর।

রিতু জাহান ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ০৬:৩৫:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

কদম গাছটি কাটা পড়েছে
ইট পাথরের দেয়ালের চাপে
গ্রিল ছেড়ে দৃষ্টি আজ তাই আরো দূর বহুদূর দিগন্তের কোণে,
আলোর গোধূলি তার পর্দা নামায়
বুকে নিয়ে সন্ধ্যা তারা।
বক পাখি নীড়ে ফেরে
তোমার ও আকাশে সপ্তর্ষিও জাগে।
নীরব নিশ্চুপ এ আমার দখিনের বারান্দা
রাতের প্রথম প্রহর শেষ প্রায়
এখন রাতের দ্বি প্রহর একটা দশ।
সপ্তর্ষি ঐ মাথার উপর।
ঝোপঝাড় ডিঙ্গিয়ে ঘাস পাতায় বনমর্মর তুলে বন কেয়ার সুবাস
সুপারী ফুলের মাদকতা মিলেমিশে ধুন হয়ে ঠায় বসে থাকা।
আচমকাই মনে হয়,
তীব্র অপেক্ষায়
ভালবাসার নীলকুরিঞ্জী হয়ে ফুটে উঠি
কোনো এক পর্বতচূড়ায়।
এখন রাতের শেষ প্রহর
তারার আলোর মিথ্যে সকাল।
সপ্তর্ষিও ঐ পশ্চিমে প্রায়,
চাঁদের আলো আর মিথ্যে ভোর
এ এক মায়ালোক।
আকাশের রঙ বদলে একটু একটু আলোর দরজা খোলে
মোরগ ডাকা ভোর।
আকস্মাৎ এ কাক ডাকা ভোর নয়,

চলো দেখি মোরগ ডাকা ভোর।

,,,রিতু,,,কুড়িগ্রাম।
২.১১.১৮.

৭০৩জন ৭০৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ