দ্বিধাগ্রস্ত টলমাটাল এক জীবনে,
স্বর্গীয় এক অলোর জন্য আমি অপেক্ষা করেছি অনন্তকাল।
আমি অপেক্ষা করেছি, সত্যের জন্য।
আমার বুকের মাঝে আকাঙ্খার দীপালি অনন্তকাল ধরে নিভে আছে, জাগতিক জীবন চাকার তলে। তাই হৃদয় হয়েছে অবস মোর।
অজয় কোনো আকাঙ্খাই তাই লালন করতে ভুলে গেছি।
আমি তো জেনেছি, নারীর জীবনের সব লক্ষ্যই দদুল্যমান।
দানে পাওয়া ক্ষণিক আলোর ঝলকানি
আমার সহ্য হয় না।
দয়ায় পাওয়া দানের সুখ যে আমার নয়।
তাই অবস করে রেখেছি, হৃদয়ের অনুভূতি সম।
কিন্তু, তপ্ত হৃদয়, বড়ই বেহায়া তুমি, শীতল হতে চাইলে, পবিত্র এক শীতল ছায়ার মায়ায়।
ছায়ার মায়া শক্ত হাতে ধরে বলল,”এগিয়ে চল মুক্ত আবেগে সম্মুখ পানে।
বিছিয়ে রেখেছি তোমার জন্য, শিশিরভেজা জোৎস্নাধৌত রূপালী ঘাস, যাকে তুমি বল, ঘাসবুক। তুমি মাড়িয়ে চল, কোনো ভয় নেই এই দেখ শক্ত করে ধরেছি এই হাত।
কেউ তোমার চলার পথে বিঘ্ন ঘটাবে না, কিন্তু বড় বেশী উতলা তুমি, তোমার এই উতলা হওয়াতে আমার ভয়।
৩১টি মন্তব্য
ইকবাল কবীর
খুব সুন্দর লিখেছেন। ভালো লেগেছে।
মৌনতা রিতু
ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
লীলাবতী
স্বর্গীয় অলোর দেখা পাওয়া যাবেই একসময় আপু। তবে প্রাপ্তি পুর্ন হলে বাঁচার আকাংখ্যা কমে যাবে বলেই আমার ধারনা। আমাদের সবার মন শান্ত হোক।
খুবই ভাল লিখেছেন আপু। লেখার মাঝের স্পেস এত বেশি কেন? 🙂
মৌনতা রিতু
হুমমম। স্পেস যে বেশী কেন এই টাই তো বুঝতেছি না।
;?
ইনজা
সুন্দর লিখণীতে মুগ্ধতা।
মৌনতা রিতু
ধন্যবাদ সাথে রইল শুভকামনা।
দীপংকর চন্দ
//স্বর্গীয় এক অলোর জন্য আমি অপেক্ষা করেছি অনন্তকাল।//
অনিন্দ্যসুন্দর আলোতে উদ্ভাসিত হোক জীবন।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন কবি। সবসময়।
মৌনতা রিতু
আপনার মন্তব্যে প্রতিমন্তব্যে কি বলি ! ;?
আপনার চিঠির কবিতাতেই তো আটকে থাকি।
ব্লগার সজীব
আপু দিন দিন আপনার লেখার মান উন্নত হচ্ছে। যত দিন যাচ্ছে ততই আপনি আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আপনার ভাবনার বিচিত্রতা অবাক করে আমাকে। লেখা চলুক।
মৌনতা রিতু
সজীব ভাই, আপনার লেখা কৈ ?
হাসি চাই হাসি চাই।
ইলিয়াস মাসুদ
খুব সুন্দর,বিশেষ করে হৃদয় অবস করে রাখা তো দারুন
মৌনতা রিতু
তবুও থাকে না অবস।
ধন্যবাদ।
আর্বনীল
সুন্দর লিখেছেন… অনেক ভালো লাগা রেখে গেলাম…
মৌনতা রিতু
ধন্যবাদ। 🙂
খসড়া
অন্যের উতলায় কবির ভয়। কবি তুমি যদি উতলা হও তবে?
মৌনতা রিতু
কবি উতলা হবে না। কবি বড় শান্ত ।
:D) :D) :p
জিসান শা ইকরাম
আলো আসবেই
সত্য প্রতিষ্ঠিত হবেই।
দয়ায় পাওয়া জীবন আমরা চাই না, যোগ্যতর এবং শ্রেয়তর হয়েই বেঁচে থাকতে চাই।
লেখা সম্পর্কে যা বলার তা সজীব বলে দিয়েছে
নতুন আলোর দেখা পাওয়া, আলোয় উদ্ভাসিত এক মৌনতাকে দেখছি এখন।
শুভ কামনা।
মৌনতা রিতু
শুভকামনা। থ্যাংকু ভাইয়া।
নীলাঞ্জনা নীলা
প্রতিটি লাইন কথা বলে।
“আমি অপেক্ষা করছি, সত্যের জন্য।”
“নারীর জীবনের সব লক্ষ্যই দোদুল্যমান। “
মৌনতা রিতু
নীলাআপু, তোমার ভালোলেগেছে ?
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
-{@
মেহেরী তাজ
আপু সব কিছু পেয়ে গেলে বাঁচতে ইচ্ছে করবে না! কছু জিনিস নাপাওয়া থেকে যাওয়াই ভালো!
বলেন আছেন কেমন??
মৌনতা রিতু
তোমারে মাইর মাইর। ছিলা কোথায় ? খবর নাই ! চিন্তা হয়না বুঝি ? ও বুঝছি নওগাঁর পোকা ধরা আম খাচ্ছ? নওগাঁর সব গাছের আমে পোকা হয় কেন ? ;?
মেহেরী তাজ
আচ্ছা মাইর হোক…
কিন্তু নওগাঁর আমে পোকা সে আপনাকে কে কে কে বলছে??? :@
এক্সাম ছিলো আপু। এবার চলে এসেছি…
স্বপ্ন
খুবই ভালো লেগেছে আপনার এই কবিতা। যার জন্য এই লেখা তার চলার পথ মসৃন হোক।
মৌনতা রিতু
ধন্যবাদ। শুভকামনা।
অনিকেত নন্দিনী
হৃদয়ের অনুভূতি কি আসলেই অবশ করে রাখা যায়? ;?
মৌনতা রিতু
কখনো কখনো সত্যি অবস হয়ে যায়।
ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কবিতার প্রত্যাকটি লাইনেই অর্থের ভিন্নতা তবে সূর অসূরের ছায়ার -{@
আমি তো জেনেছি, নারীর জীবনের সব লক্ষ্যই দদুল্যমান….১০০%সত্য।
মৌনতা রিতু
অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
অয়োময় অবান্তর
হুতুম মুগ্ধকারী কবিতা। কবি ও কবিতা দুজনই ভাল থাকুন।