আর উঁকি দেয় না মরণ ।
জুতোর মধ্যে মোজার মত
লুকিয়ে থাকে ধুকপুক
আমি ছদ্মবেশি মরণ ,
অনেক আগেই সে দেহ
জীবনকে দিয়েছে তর্পন ।
আমি আছি
মায়ের আঁচলে আধুলি হয়ে বাঁধা
আমি আছি
সমাজের আড়ালে নুলো অক্সিজেনে
আমার দেহে-
আর উঁকি দেয় না মরণ
দীঘল চোখের মত ছলনায় হাসে
মরণের নাকে –
আমি খোদাই ক’রা নিঃশ্বাস নথ ;
আর-
এই আসা যাওয়া ‘
দরজায় ঝুলে থাকা শিকল
কখন তাতে তালা পড়বে
কে জানে ।
আমার সদর দরজা খোলা আছে
জন্মান্তরবাদের গীতার প্রচ্ছদে
আঠারো দিনে পাল্টে গেলো
জ্ঞাতীর অপমৃত্যুর ইতিহাস ।
বিধবাদের সিঁদুরে তাই-
আমি দেখতে পায় অর্জুনের মুখ
অর্জুনের তীরের ফালায়
আমি ছিলাম যুদ্ধ জয়ের রক্তাক্ত বাণ….।
২৫টি মন্তব্য
সুরাইয়া পারভীন
জুতোর মধ্যে মোজার মত
লুকিয়ে থাকে ধুকপুক
আমি ছদ্মবেশি মরণ ,
অনেক আগেই সে দেহ
জীবনকে দিয়েছে তর্পন ।
চমৎকার আনকোমন শব্দ চয়ন। দারুণ প্রকাশ
দেবজ্যোতি কাজল
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
বিধবাদের সিঁদুরে তাই-
আমি দেখতে পায় অর্জুনের মুখ
অর্জুনের তীরের ফালায়
আমি ছিলাম যুদ্ধ জয়ের রক্তাক্ত বাণ….। অসাধারণ লেগেছে এতো টুকু। শুভ কামনা রইলো
দেবজ্যোতি কাজল
অশেষ ধন্যবাদ
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন ।
সুপায়ন বড়ুয়া
বিধবাদের সিঁদুরে তাই-
আমি দেখতে পায় অর্জুনের মুখ
অর্জুনের তীরের ফালায়
আমি ছিলাম যুদ্ধ জয়ের রক্তাক্ত বাণ….।
ভালোই তো হলো
শুভ কামনা রইলো
দেবজ্যোতি কাজল
আপনাকেও শুভকামনা
সাবিনা ইয়াসমিন
ভাবনা আর শব্দ প্রয়োগে মুগ্ধতা। এক কথায় অসাধারণ।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম।
নিয়মিত লিখুন, আমাদের মাঝে থাকুন।
শুভ কামনা 🌹🌹
দেবজ্যোতি কাজল
চেষ্টা করব ।
সাদিয়া শারমীন
ভালো লাগলো।
দেবজ্যোতি কাজল
কেনো ভালো লাগল ?
নাজমুল হুদা
কবিতা সব সময় ভালো লাগে পড়তে।
শুভ কামনা রইল।
দেবজ্যোতি কাজল
মানুষ তো কবিতা পড়া ভুলেই গেছে
নাজমুল হুদা
কেউ কেউ ভুলে নাই।
কবিতা পড়া ব্যতীত কেউ সাহিত্যের স্বাদ নিতে বুঝবে না।
মনির হোসেন মমি
গভীর ভাবনার বিষয় এমন করে ভাবে কয়জনায়।
খুব ভাল লাগল কবিতা।
সোনেলায় অভিনন্দন ও শুভ কামনা।
দেবজ্যোতি কাজল
আপনাকেও শুভকামনা
এস.জেড বাবু
আমার সদর দরজা খোলা আছে
জন্মান্তরবাদের গীতার প্রচ্ছদে
আঠারো দিনে পাল্টে গেলো
জ্ঞাতীর অপমৃত্যুর ইতিহাস ।
ভিন্নধর্মী একটা লিখা পড়লাম, মুগ্ধতা
অভিনন্দন আপনাকে।
দেবজ্যোতি কাজল
আমিও মুগ্ধ হলাম আমার কবিতা পড়ার জন্য
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়,
নিয়মিত লেখুন, অন্যদের লেখা পড়ুন।
শুভ কামনা।
দেবজ্যোতি কাজল
চেষ্টা করব
আরজু মুক্তা
স্বাগতম।
কবিতা বরাবরি ভালো লাগে।
দেবজ্যোতি কাজল
মানুষ কবিতা পড়া ভুলে গেছে ।
আপনি আশার আলো
সঞ্জয় মালাকার
জুতোর মধ্যে মোজার মত
লুকিয়ে থাকে ধুকপুক
আমি ছদ্মবেশি মরণ ,
অনেক আগেই সে দেহ
জীবনকে দিয়েছে তর্পন ।
চমৎকার আনকোমন শব্দ চয়ন। দারুণ রচনাশৈলী কবিতা।
দেবজ্যোতি কাজল
ধন্যবাদ……আমার কবিতা পড়ার জন্য
সঞ্জয় মালাকার
আপনাকেও ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময়। শুভেচ্ছা জানাবেন