আগুনে গলে যায় পাখি
রৌদ্রের নীচে পড়ে ছায়া
মাটির কাছে নদীর কাছে
রেখে যায় দীর্ঘ দুঃখ-মায়া ।
এপাড়ে’র মেঘ ওপাড়ে যায়
সীমানা বুঝে না কার সে দেশ
খুঁজে এ মন পুরনো স্বপ্ন
ফেলা আসা যত রকম আবেশ ।
কে তুমি ফ্রেমবন্দি এক ঝাঁক
রৌদ্র আগুন পরশ । বলে যাও-
তুমি কোন আকাশের সুরহীন সূর্য
হারানো পুরনো আলো কেনো দাও ।
জানি , তুমি হারিয়ে ফেলছো আমায়
রাখনি চিহ্ন কাছে শব্দে কিম্বা রঙে
তবুও আমি টের পায় তোমায় –
গভীর পথে হেঁটে, মায়ার রেলিঙে ।
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এপাড়ে’র মেঘ ওপাড়ে যায়
সীমানা বুঝে না কার সে দেশ
খুঁজে এ মন পুরনো স্বপ্ন
ফেলা আসা যত রকম আবেশ ।
মেঘ আর পাখি অবাধে উড়ে বেড়ায়-তারা না বুঝে সীমানা না বুঝে দেশ না বুঝে আগুন।
অনন্য অর্ণব
মায়ার রেলিংয়ে প্রিয়জনের পায়ের আওয়াজ… চমৎকার উপলব্ধি।
সঞ্জয় মালাকার
আ
এপাড়ে’র মেঘ ওপাড়ে যায়
সীমানা বুঝে না কার সে দেশ
খুঁজে এ মন পুরনো স্বপ্ন
ফেলা আসা যত রকম আবেশ।
চমৎকার উপলব্ধি দাদা।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানিয়ে গেলাম দাদা।
সাবিনা ইয়াসমিন
ষোলো লাইনে লেখা এক গুচ্ছো কবিতায় শুধুই মায়ার ফুল ফুটতে দেখলাম। 🙂
যখন প্রতিবাদের লেখা লেখেন তখন ক্রোধ উপচে পরে। যখন ভালোবাসার লেখা দেন তাতে রঙ্গিন ফুল ফুটে উঠে। আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹