
মেঘেদের আড়াল থেকে উঁকি দিতে দিতে নেমে এলো
এক ঝাঁক পরী, ছ’হাজার ডানার ফেরারি পাখিতে সওয়ার হয়ে;
গোল গোল চোখ মেখে, দুরন্ত-চূড়ান্ত হাসি-খুশি, প্রণয় কাতর,
বিবসনা রজনীগন্ধার ফুলে ফুলে, মেঘেস্তুপে কাঁচা মোনালিসা যেন;
দিনান্তের লুকিয়ে রাখা কুতকুতে গোলাপ হাতে উন্মুখ লক্ষ লক্ষ হাত
(লাইভ ভিউ প্রায় ৩৭ মিলিয়ন, লাইক ১.৮ মিলিয়ন, ১৪৮ হাজার শেয়ার)!
এঁটো গলিতে নিষ্ফলের হাহাকার!! কী জানি কী হয়!!
পায়রা উত্তল ছফেদ ডানায় আবাহনে, উতলা সবাই বাঁকে-ঝাঁকে,
অগ্নি-নির্বাপণ যখন ব্যাথা কাতর, কাণ্ডজ্ঞানহীন মূঢ় শুধুই নিষ্ফল শ্রমে,
রক্তাক্ত আহাজারি জাহাজ-ডুবির মত; ওড়াউড়ি প্রেত চিৎকারে!!
ওদিকে এখন জমাট নীরবতা!
পরারা (পরীর পুংলিঙ্গ) এখন তলোয়ার লুকিয়ে খুব-ই গোপনে
প্রাণ ভয়ে ফ্যালফ্যালে কাষ্ঠ হাসি হাসে, কাঁকর পথে হেঁটে হেঁটে!
কখন আবার মরণ-ডাক আসে!
একটু সাহসী হয়ে পরীদের চোখে চোখ রেখে
দাঁত কিড়মিড় করে (এই চাঞ্চে) জিজ্ঞেস করতে ইচ্ছে করে
এত্ত দিন ‘কুথায়’ ছিলে?
সমুদ্র সেঁচা মুক্তো হাসি মুখে নিয়ে ধ্বনি-গমগম কত স্মৃতি কত গান
ছলকে-বলকে ক্ষণে ক্ষণে, গুনি রঙ নিবিড় কেশরাজি,
মায়াবির দীঘল তনু নিয়ে, লুকোবে আবার ঐ মেঘেদের দেশে,
জলের উপর হেঁটে হেঁটে;
ছবি নেটের।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
” লাইভ ভিউ ৩৭ মিলিয়ন,
লাইক ১.৮ মিলিয়ন,
১৪৮ হাজার শেয়ার ” এমন দেখে সত্যি খুব অবাক হয়ে গিয়েছি।
মানুষের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই?
ছাইরাছ হেলাল
অপ্রাপ্তি ফুটে উঠেছে, কাজের সুযোগ পাচ্ছে না বলে তারা খুবই উদ্বিগ্ন্ন!!
ধন্যবাদ।
হালিমা আক্তার
পরী যখন নীল কষ্টে হাহাকার করে করছিল প্রলাপ। এতো লাইক ভিউয়ার পরারা মুখোশ এঁটে দাঁতে খিলান দিয়ে চোখ রেখে ছিলো মোবাইল/কম্পিউটার স্ক্রিনে।হায় পরী আজ ডানা কাটা পরী। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
উল্টোদিকের কথা কেউ ই বলছে না।
শুভ কামনা আপনার জন্য ও।
আরজু মুক্তা
পরীকে সামনে রেখে যারা দাঁত খিলাল করে তাদেরও সামনে আনা হোক। দেখি তাদের লাইক শেয়ার ভিউ কতো হয়?
ইন শেডে ভালোই বোঝালেন।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
আসলে আমরা শুধুই একচোখা হয়ে দেখছি। ‘পরাদের’ কথা আসলেই সব খামোস!!
বেশী আর কইতে পারলাম কৈ!
ভাল থাকবেন।
আরজু মুক্তা
পরারা থাক চোখের আড়ালে। পরীরা দিনে আসুক
ছাইরাছ হেলাল
পরাদের ও দেখতে ইচ্ছে করে যে!!
আলমগীর সরকার লিটন
বেশ কল্পনিক ভাবনার চিত্রছবি কবি দা অনেক শুভেচ্ছা রইল
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকেও।
সুপর্ণা ফাল্গুনী
রাতের পরী দিনের আলোতে সবার কাছে এঁটো হয়ে যায়, নষ্টা হয়ে যায়। অথচ যাদের জন্য রাতের পরী তারাই সবার আগে তাকে ধিক্কার দেয়, গালি দেয়। এসব এলিট শ্রেণীর মানুষের চরিত্র সবার ই জানা কিন্তু অর্থ, সম্পদ আর শক্তি তে এরা এদেশের প্রশাসন কে হাত করে রাখে সেখানে সাধারণ একটা মেয়ে কতটুকু নিজেকে রক্ষা করতে পারে এসব রাক্ষস, হায়েনার থাবা থেকে। সাধারণ মানুষ ও এসব জানে, বুঝে তবুও দেখুন সবাই কিভাবে মেয়েটাকেই দোষারোপ করছে। এরাই আড়ালে আবডালে উন্মুক্ত মাংসপিণ্ড খুঁজে বেড়ায়। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
আমার কাছে বিষয়টি দ্বিপাক্ষিক, ঢালাও দোষারফের বিষয় না। কে ঠিক কে বেঠিক সে বিচারে যেতে চাই না।
হুজুগ আর হুল্লোড় আমাদের খুব প্রিয়, যদিও খুবই সাময়িক একটি বিষয়।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
মোটেই সাময়িক নয়। এসব আগেও ছিল , আছে , থাকবে। আগে প্রকাশের এতো সহজ, সুলভ রাস্তা ছিলো না। দোষ দু’পক্ষের ই । ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
আমরা কিন্তু একটি পক্ষকে পাচ্ছি!!
বোরহানুল ইসলাম লিটন
চিড়াওয়ারার দশা দেখে
দইওয়ার দৌড়,
হায়রে কালের ঘোর,
বোয়াল বাঁচে গভীর জলে
ছিঁচকে পুঁটি চোর!
মুগ্ধতা রাখলাম নিরন্তর পাতায়।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
কে যে কখন কাকে টেনে নীচে নামাচ্ছে বোঝা বড় দায়।
ভাল থাকুন।
তৌহিদুল ইসলাম
রাত যত বাড়ে এইসব পরীদের লাইভে আনাগোনাও বাড়ে। পুরুষ হিসেবে নিজেকে নিষ্ক্রয় রাখা ছাড়া গতি নেই। বাঁক দেখা মিলিয়ন ভিউয়ারের পাশে আপনি আমি নগন্য।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
জটিল দ্বিপাক্ষিক বিষয়, আমরা আর কতটুকুই বা দেখি জানি!!
শুভেচ্ছা।
রিতু জাহান
বিব্রত আমরা জাতি হিসেবে।
মর্মাহত মানুষ হিসেবে।
আর কিছু বলার নেই,,,,
ছাইরাছ হেলাল
আমাদের শুধুই দেখে যাওয়া, অবাক-বিষাদ মন নিয়ে।
ভাল থাকবেন।