#কি এমন প্রয়োজন ছিল হঠাৎ করে ‘ জয়বাংলা ‘ বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলার ? যে রন হুংকারে ১৯৭১ এ পাকি সেনা এবং রাজাকারদের আত্মা কেপে উঠত । যে ‘ জয়বাংলা ‘ – বলতে বলতে ১৯৭১ এ মুক্তিকামী জনতা বদ্যভুমিতে পাকিদের বুলেটে প্রান দিয়েছে । একটি শ্লোগান দেশের শত্রু ব্যাতিত আর সবার মুখেই তো উচ্চারিত হতো। সে জয়বাংলা ধ্বনি কি আপনারও শরীর পুড়ে যেতো ? যেমনটা যেত পাকিদের ?
#কেনই বা মীমাংসিত বাঙ্গালী জাতী থেকে বাংলাদেশী হয়ে গেলো ?
#রাতারাতি পাল্টে গিয়ে ”বাংলাদেশ বেতার ” হয়ে গেলো ” রেডিও বাংলাদেশ ” – কেউ কি দাবী জানিয়েছিল এই নাম পরিবর্তনের ? নাকি বাংলা বলতে সমস্যা হচ্ছিল এই জাতির ?
#বিমান বাংলাদেশ হয়ে গেলো ” বাংলাদেশ এয়ারলাইন্স ” – যেন পাকিস্তান এয়ারলাইন্সের ঘ্রান কিছুটা হলেও পাওয়া যায় , এজন্য ?
#পাঠ্য পুস্তক থেকে ” পাকিস্থানি হানাদার বাহিনী ” পাল্টে হয়ে গেলো শুধু ” হানাদার বাহিনী ” । রাজাকারদের স্থলে পাঠ্যপুস্তকে স্থান করে নিল ” দুষ্কৃতিকারী ” । পাকিস্থান হানাদার বাহিনী আর রাজাকার লিখতে কেউ কি নিষেধ করেছিল জনাব ?
#একমাত্র সরকারী টিভি এবং বেতার এ আপনি জীবিত থাকা অবস্থায় এবং সাত্তার সাহেব যতদিন ছিলেন , উচ্চারিত হয়নি পাকিস্থানি হানাদার বাহিনী এবং রাজাকার , আলবদর , আলসামস ‘ শব্দ সমুহ ।
#বেতার এবং টিভি থেকে দেশের গান হিসেবে নিষিদ্ধ করে দিলেন , ১৯৭১ এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান সমুহ । কেন জনাব ? এই গান কি আপনার গায়ে জ্বালা পোড়া সৃষ্টি করেছিল ?
#বেতারে প্রচারিত হতে থাকলো উর্দু গান । বংলা বাদ দিয়ে এই উর্দু প্রীতি কেন ছিল আপনার ?
#জেল থেকে ছেড়ে দিলেন সাজাপ্রাপ্ত ৭০০+ রাজাকার , আলবদর , আলসামস , শান্তি কমিটর কালপ্রিটদের । অধ্যাদেশ দিয়ে বন্ধ করে দিলেন ‘ যুদ্ধাপরাধী বিচারের ৯৩ টি আদালত। মুক্ত করে দিলেন ১১০০০+ পাকিস্থানি দোসরদের । কেউ কি আন্দোলন করেছিল তাদের মুক্তির বিষয়ে ?
১৯৭৫ সন দেখা আমরা যারা জীবিত আছি – তারা কেউই এসব ভুলিনি ।
বিড়ালের গোঁফ দেখেই বুঝেছিলাম , আপনি কেমন বিড়াল ।
২১টি মন্তব্য
শুন্য শুন্যালয়
দারুন বলেছেন… যারা বলে আমি বিএনপি করি, তবে জামাত কে সাপোর্ট করিনা, তাদের জন্য এই পোস্ট…
মা মাটি দেশ
আপু কাদের সিদ্দিকিকে এবং ড.কামালকে আপনারা এখন কি বলবেন?আর মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক জেনারেল ওসমানির কথা কি কারো মনে আছে?দোষত্রুটি সবার মাঝেই আছে মাঝ খানে আমরা সাঃরা চিপা বাশে পড়ে মুক্তি নিয়ে চিৎকার করছি (y)
জিসান শা ইকরাম
আপনি যদি বিএনপি সমর্থন করেন , জিজ্ঞেস করুন আপনার নেতাদের এই সব প্রশ্ন । যে কোন দল করা ব্যক্তির স্বাধীন ইচ্ছে । কিন্তু প্রশ্নের উত্তর জানা একজন আধুনিক শিক্ষিত মানুষের জন্য অত্যন্ত জরুরী।
স্বপ্ন নীলা
অসাধারণ লিখেছেন, তরুন প্রজন্মের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে
জিসান শা ইকরাম
এসব প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে দেশের আজকের রাজিনিতির অনেক কিছু ।
মা মাটি দেশ
সুন্দর বাস্তব সম্মেলিত পোষ্ট।ভারত যেমন সবাই জয় হিং বলে আমাদেরও জয় বাংলা বলা উচিত ছিল এখানেই আমাদের দোষ কারো সৃষ্টি কেউ আমরা স্বীকার করিনা ,করিনা বলে দেশপ্রেম আসে না।৭৪/৭৫ আমার দেখা হয়নি শুধু বলব আমরা বাঙ্গালী জাতি এত অকৃতজ্ঞ যে…. যে আমারে দিল জম্ম তাকেই করি ধ্বংস।
জিসান শা ইকরাম
কোনই দরকার ছিল না জয়বাংলা পরিবর্তনের ।
পরিবর্তন করা হয়েছে কারন – এই জয়বংলা রাজাকার এবং পাকিদের অপ্রিয় ছিল ।
লীলাবতী
সুন্দর যুক্তিপুর্ন পোষ্ট ।
জিসান শা ইকরাম
জেনারেলের সমর্থকদের এই সব প্রশ্ন জিজ্ঞেস করবেন ।
ছাইরাছ হেলাল
এ রকম অনেক অনেক পরিবর্তনই আমাদের কোন কাজে আসেনি ।
জিসান শা ইকরাম
কিন্তু এসব প্রশ্ন তো করেনা কেউ ।
নীলকন্ঠ জয়
দেশ প্রেমিক ওরাই এখন। বড় আফসোস। -{@
জিসান শা ইকরাম
হ্যা , তারাও মুক্তিযুদ্ধের দল :D)
রিমি রুম্মান
অনেক কেন’র একটিই জবাব…
জিসান শা ইকরাম
জবাব , রাজাকার প্রেম ।
খসড়া
হা হা হা স্যালুট আপনাকে। আপনি জেনারেল নন আমার মত আমজনতা।
জিসান শা ইকরাম
হুম , ম্যাংগো পিপল 🙂
শিশির কনা
এসব তথ্য জানতামনা জিসান ভাই । জিয়া এসব করেছেন , ভাবতেই অবাক লাগে। ছিঃ
জিসান শা ইকরাম
রাজনীতিকেই প্রশ্ন বিদ্ধ করে দিয়েছেন তিনি।
বনলতা সেন
গোঁফ দেখে কি সত্যিই চেনা বা চেনানো যায় ?
জিসান শা ইকরাম
কিছুটা তো যায় ———