গুজব

চাটিগাঁ থেকে বাহার ১ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১১:১১:০৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

গুজব
*
মহারাজার কামলা চাষির খামারে করে হামলা
সদলবলে জোর করে নিয়ে আসে হালের বড় গরু,
অসহায় চাষী জনতার আদালতে পেশ করে মামলা,
মহারাজা জনতারে কয় তোমরা কি বিশ্বাস করো?

মহারাজার মহামতি পুত্র খুঁজে পেল পিকনিকের সূত্র
ছিন্নমূল বিধবা ছখিনার ছিলো গুটা দশেক ছাগল,
বড় ছাগলটি হারিয়ে অপমানে জ্বলে বিধবার গাত্র,
পাবলিকে বিচারিলে মহারাজা কয় বুড়ি হয়েছে পাগল।

চাষির প্রতিবাদী ছেলে গুম হয়ে পাওয়া যায় লাশ
হায় হায় করে জনতা এ কোন দেশে বাস করি আজব!
মহারাজা কয় চারিদিকে মহা-ষড়যন্ত্র করতে আমার সর্বনাশ,
কেউ বিশ্বাস করিও না কারণ এ সবি ছিল রাজ্যের বিরুদ্ধে গুজব!

৬৪৬জন ৫৪৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ