বর্তমানে জনপ্রিয় ব্রাউজারের মধ্যে একটি হচ্ছে Chrome। এর বিশেষ সকল ফিচার এবং স্ট্যাবিলিটির জন্যে ইতোমধ্যে ব্যবহারকারীর মাঝে নিজের অবস্থান গড়ে নিয়েছে। পাশাপাশি বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে এর দ্বারাই অনেক কাজ সহজে করে নেয়া সম্ভব হচ্ছে।
কিন্তু সমস্যা হচ্ছে এর ডিফল্ট ফন্ট সিস্টেমে বাংলা না থাকায় যখন কোন বাংলা কন্টেন্ট সমৃদ্ধ ওয়েব সাইট ভিজিট করতে চাই তখন সঠিক ভাবে বাংলা দেখা সম্ভব হয় না। তবে ক্রোমের ফন্ট সেটিংস একটু পরিবর্তন করে নিলেই বাংলা এবং ইংরেজি উভয় সাইটের কন্টেন্ট কোন ঝামেলা ব্যতীতই দেখা সম্ভব।
বাংলায় পরিষ্কারভাবে কোন সাইট দেখতে হলে প্রথমেই আপনার সিস্টেমে বাংলা সাপোর্ট এবং বাংলা ফন্ট থাকতে হবে। বাংলা সাপোর্টের জন্যে Windows XP ব্যবহারকারীরা iComplex ইন্সটল করে নিতে পারেন। তবে Windows 7 কিংবা এর পরবর্তী ভার্সনের উইন্ডোজ ব্যবহারকারীদের এটির প্রয়োজন পড়বে না। সিস্টেমের সাথেই এটি দেয়া রয়েছে। তবে সবচেয়ে ভালো হয় সর্বশেষ রিলিজ কৃত Avro Keyboard সফটওয়্যারটি আপনার সিস্টেমে ইন্সটল করে নিতে পারলে।
অভ্র কিবোর্ড ইন্সটল করলে এর সাথেই আপনি বেশ কিছু ইউনিকোড ফন্ট পেয়ে যাবেন। তারপরও আমি সোলাইমান লিপি (SolaimanLipi) ফন্টটি ব্যবহারের কথা বলব। আমার ব্যক্তিগত ব্যবহারের উপর ভিত্তি করে এই ফন্টটিকেই সব দিক থেকে সুবিধাজনক মনে হয়েছে। তবে আপনারা চাইলে ভিন্ন ফন্টও ব্যবহার করতে পারেন।
ফন্ট ইন্সটল করা শেষ হলে আপনার ব্রাউজারটি চালু করুন। এরপর ব্রাউজারের মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন।
এরপর সেটিংস উইন্ডো চালু হলে এর একেবারে নিচের দিকে Show advanced settings… লেখাটিতে ক্লিক করুন।
এরপর Web content সেকশনের Customize fonts… বাটনটিতে ক্লিক করুন।
এরপর Font and encoding বক্স থেকে-
সব শেষে Done বাটনে ক্লিক করে বক্সটি ক্লোজ করুন।
কাজ শেসে ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। এবং কাঙ্ক্ষিত ওয়েব সাইট ভিজিট করলেই পরিবর্তন বুঝতে পারবেন। এরপরও কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন। যথাসম্ভব দ্রুত সেটার সমাধান খুঁজে দিতে চেষ্টা করবো।
১২টি মন্তব্য
লীলাবতী
ক্রমিতে বাংলা ভাংগা ভাংগা আসতো বলে এই ব্রাউজারটি ব্যবহার করিনা।মজিলা ব্যবহার করি।সেটিংস জানলাম,মাঝে ব্যবহার করা যাবে।ধন্যবাদ আপনাকে।
অলিভার
এতটুকু সেটআপ করে নিলে ভাঙ্গা ভাঙ্গা বাংলা আশা করি আর দেখতে হবে না 🙂
মরুভূমির জলদস্যু
আমি এখনো অগ্নি শিয়ালেই আছি।
অলিভার
আগুনের শিয়াল আমার কাছে বেশ ভারি মনে হয়। সেই দিক থেকে আমার জন্যে ক্রোম সুবিধাজনক।
জিসান শা ইকরাম
ফায়ার ফক্সে আছি।
গুগলক্রমির এই সেটিংস শিখলাম।
দরকারী পোষ্ট -{@
অলিভার
আমি তেমন ভাবে ফায়ারফক্সের ভক্ত কোন কালেই ছিলাম না। পূর্বে Opera ব্রাউজার চালাতাম। এরপর সরাসরি ক্রোমে চলে এসেছি। মাঝে মাঝে টেস্ট করার জন্যে ফায়ারফক্সে যেতে হতো। কিন্তু সেটাও প্রয়োজন ফুঁড়লেই শেষ।
ধন্যবাদ ভাইয়া 🙂 -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ফায়ারেই মজা পাচ্ছি -{@
অলিভার
ফায়ারফক্সও অত্যন্ত ভালো এবং সিকিউর ব্রাউজার। সে নিয়ে কোন সন্দেহ নেই 🙂 -{@
খেয়ালী মেয়ে
আমি প্রথম থেকেই গুগল ক্রম ব্যবহার করে আসছি..এতে স্বাচ্ছন্দ্যেবোধ করি–আমার বাংলা ফন্টও ঠিক আছে–তারপরও পোস্টটা গুরুত্বপূর্ণ তাই সংগ্রহে রাখলাম…
অলিভার
ঠিক প্রথম থেকে না হলেও বেশ অনেকদিন ধরেই আছি গুগল ক্রোমের উপর ভিত্তি করে।
শুভ কামনা জানবেন
ব্লগার সজীব
আমি ক্রমি ইউজার,আমার জন্য খুবি উপকারী পোষ্ট।ধন্যবাদ আপনাকে।
অলিভার
আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে পোষ্টটি দেখার জন্যে 🙂
শুভ কামনা জানবেন -{@