
এগিয়ে বাঙালি ছুটছে দেশ ভারত টপকিয়ে বাংলাদেশ
বিশ্ব মিডিয়ায় তোলপাড় আজ গর্বিত বাংলাদেশ।
মাথাপিছু আয়ে এগিয়ে গিয়েছে বাঙালির শ্রমে দেশ
ভারত যেখানে ১৮৭৭ ডলারে, ১৮৮৮ ডলারে বাংলাদেশ।
আমার দেশের নাম শুনে যারা নাক দিত ছিটকিয়ে
তারাই আজ বিষ্ময়ে দেখে কান পেতে যায় দিয়ে।
গণহত্যার শ্বশানে যারা ফুল দিয়েছিল রোপণ করেছে বীজ
ফুলে ফলে আজ সুশোভিত দেশ শ্যামল মৃত্তিকায় সজীব।
একাত্তরে যারা হোলি খেলেছিল রিজার্ভ করেছে শূন্য
৪০ বিলিয়ন ডলারে বাংলাদেশ আজ তারা হয়েছে দৈন্য।
ধ্বংসের উপর দাঁড়িয়ে নেতা বপন করেছিল স্বপ্ন
নেতার রক্তে রাঙিয়ে ওরা করেছিল নেতৃত্ব শুন্য।
বন্যা খড়া মঙ্গা পীড়িত পরিচিত ছিল যে দেশ
মাথা উঁচু করে মহামারী রুখে আজ নেত্রী নির্নিমেষ।
লাখ কোটি টাকায় প্রণোদনা দেয় মোবাইলে পাঠায় টাকা
আধাঁর কেটে আলোর পথে সচল রাখে চাকা।
মাথা পিছু আয় অর্ধেকে ছিল ১২টি বছর আগে
নেতৃত্ব গুণে দ্বিগুন হয়ে যায় দুরন্ত দুর্বার বেগে।
তলাবিহীন ঝুড়ি বলে যারা করেছিল উপহাস
তারাই বলে উন্নয়নের রোল মডেল বাঙালির ইতিহাস।
ক্ষুধা সূচক আর নারীর ক্ষমতায়নে আগেই গিয়েছে এগিয়ে
টিকা দান বলুন, শিশু মৃত্যু বলুন ভারত আজও পিছিয়ে।
গড় আয়ুতে অনেক এগিয়ে কমিউনিটি ক্লিনিকের জয়গানে
ধর্ষিতার আত্ননাদ চাপা পড়ে যায় কাক শকুনের কলতানে।
HSBC গ্লোবাল রিসার্জ বলে যায় আজ
২৬ তম দেশ হবে দুই হাজার ত্রিশ সালে।
দুরন্ত দুর্বার সম্মুখ গতিতে এগোবে দেশ
মালয়েশিয়া ফিলিপাইন ভিয়েতনাম পিছনে ফেলে।
দেশটা যখন ঘুরে দাঁড়ায় আজ ভয়ের কারণ হয়
পঁচাত্তরের খুনীরা আবার যদি মাথা চাড়া দিয়ে লয়।
বিবেক যারা বন্দক রেখে কালো চশমায় দেখে দেশ
স্বচ্ছ আয়নায় ভেসে উঠে আজ গর্বিত বাংলাদেশ।
৪১টি মন্তব্য
আরজু মুক্তা
বাংলাদেশ বাঘের মতো এগিয়ে যাবে
পৃথিবী অবাক তাকিয়ে রবে।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু
বাঘের মতো এগোবে দেশ
অবাক পৃথিবী দেখবে বেশ।
শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ
ফয়জুল মহী
সময়োপযোগী অ-সা-ধা-র-ণ উপস্থাপন
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন দাদা। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে/যাবে বিশ্বের দরবারে। অনেক অনেক শুভকামনা রইলো দেশের জন্য
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু
দুর্বার গতিতে এগোবে দেশ
অবাক পৃথিবী দেখবে বেশ।
শুভ কামনা আপনার জন্য।
আলমগীর সরকার লিটন
সত্যই আজ আমরা অনেক গর্বিত কবি দা শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
ভাবনার ছিল যা অতীত
আজই তা বাস্তব গাইব গীত।
জয় বাংলা। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অনেক দিন পর আপনাকে পেলাম ,
সাথে গর্বিত বাংলাদেশ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ মনে রেখেছেন বলে
যেমনি হারাই সময়ের ছলে।
আসি ফিরে বারে বারে
গর্বিত বাংলাদেশ ঘিরে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
হারানোর চান্স্ আপনাকে দিচ্ছি না। ভাই।
সুপায়ন বড়ুয়া
কই আর যাব মহারাজকে ফেলে ?
শুভ কামনা।
মোঃ খুরশীদ আলম
ভারত বাংলাদেশ থেকে কতগুণ বড় জানেন? সেদিক বিবেচনায় বলুনতো বাংলাদেশ যদি ভারতের মতো রাষ্ট্র হতো তাহলে বাংলাদেশ শতভাগ সফল হতো?
আপনি দেশপ্রেমিক। তাই বলে দেশের প্রজেটিভ দিকগুলো চোখে পড়েছে। তবে শতভাগ দেশপ্রেমিক মুদ্রার উভয় পাশ পরখ করে দেখে। আপনি সেটা থেকে দূরে রয়েছেন বলেই মনে হয়। খুন, ধর্ষণ, ঘুষ-দুর্নীতি, বাক স্বাধীনতা হরণ, ভোটের অধিকার কেড়ে নেয়ার চর্চা আপনার দৃষ্টি এড়িয়ে গেছে বলেতো মনে হয়না। তাহলে সেগুলো নিয়েও ধারাবাহিকভাবে লিখুন। আরো লিখুন কিভাবে সমাধান করা যায়। ব্লগারদের কি করা উচিত সে ব্যাপারেও মস্তিষ্কটাকে খাটান। শুভ কামনা রইল।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান আপনার বিষদ মন্তব্যের জন্য।
মন খারাপের দেশে
মানুষ ভালবেসে
ভাল কিছু চোখে পড়লে
লিখে ফেলি হেসে।
ভারত অনেক বড় দেশ আর দাদা গিরি করে
তাই আই এম এফ এর ভারত হারানোর রিপোর্টটা
দেখে একটু ভাল লাগলো মজা ও পেলাম যেভাবে ক্রিকেটে ভারতকে হারানোর পর পাই।
সাম্প্রতিক ধর্ষন সহ সব বিষয়ে বোধ হয় একটু আধটু লেখার চেষ্টা করেছি কাজের অবষরে।
ভাল থাকবেন। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
“সাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়।”
শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
মাথা তুলে দাঁড়াবেই প্রিয়তম দেশ
১৬ কোটি জনতার দেশ বাংলাদেশ।
ভাল থাকবেন। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
বাংলাদেশের সাফল্য অবশ্যই গর্বের।বিশ্বের দরবারে বাংলাদেশ একদিন দৃষ্টান্ত রাখতে সক্ষম হবে সকল সমস্যা কাটিয়ে সে আশা রাখি।
খুব ভালো লিখেছেন দাদা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু
মন খারাপের দেশে
মানুষ ভালবেসে
ভাল কিছু চোখে পড়লে
লিখে ফেলি হেসে।
আপনার আশা পূর্ণ হোক। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ভালো লাগার একটি খবর তবে খুশি হতে পারিনি কারণ আমাদের বেসরকারী দের অবস্থা খুবই শোচনীয়। বেতন নাই, বাজারদর উর্ধ্বমুখী, সহিংসতা, ধর্ষণ এসব নিয়ে একদমই ভালো নেই। আপনার সমসাময়িক লেখা সবসময়ই ভালো লাগে। অনেক দিন পর আপনার লেখা পড়লাম। দাদা ভালো থাকুন সুস্থ থাকুন। মহা অষ্টমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি।
মন খারাপের দেশে
মানুষ ভালবেসে
ভাল কিছু চোখে পড়লে
লিখে ফেলি হেসে।
দ্রব্যমূল্য আর সিন্ডিকেট নিয়ে আমার সোনেলার পদার্পন। একি কাহিনী আজও ঘটছে।
বন্যা দুর্গত সব্জীর বাজারে আলু ব্যাপারী সুযোগ নিচ্ছে।
এটাই মুক্ত বাজার অর্থনীতির কুফল।
ভাল থাকবেন। মহা অষ্টমীর শুভেচ্ছা।
মনির হোসেন মমি
দেশটা যখন ঘুরে দাঁড়ায় আজ ভয়ের কারণ হয়
পঁচাত্তরের খুনীরা আবার যদি মাথা চাড়া দিয়ে লয়।
বিবেক যারা বন্দক রেখে কালো চশমায় দেখে দেশ
স্বচ্ছ আয়নায় ভেসে উঠে আজ গর্বিত বাংলাদেশ।
জয়তু বাংলাদেশ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
বাংলাদেশ এগিয়ে যাবে আপন গতিতে।
নিন্দুকেরা যতই রাখুক সীমিত গন্ডিতে।
জয় বাংলা।
প্রদীপ চক্রবর্তী
দেশটা যখন মাথা উচু করে দাঁড়ায় তখন কিছু প্রেতাত্মারা জেগে উঠতে চায়।
তাদের আগে সমূলে ধ্বংসের প্রয়োজন।
বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে এগিয়ে যাক।
শুভকামনা রইলো প্রিয় মাতৃভূমির জন্য।
বেশ ভালো লিখেছেন, দাদা।
সুপায়ন বড়ুয়া
নদীতে স্রোত থাকলে পলি জমে
গভীরতা নষ্ট করতে পারে না।
আগাছা জমে পানি দুষন হয় না।
দেশ চলুক আপন গতিতে
ওরা বিলীন হোক সময়ের স্রোতে।
ধন্যবাদ। শুভ কামনা দাদা।
মোঃ মজিবর রহমান
স্বর্নে বর্নে শর্ষে গর্জে উঠে দেশ
শুন্যতায় রেখেছিল দেশটা বেশ
হুংকার শুন্য গর্জনে বেধেছিল এক
তারাই এখন ডুবসাঁতারে কাঁদছে এক।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
মুজিব ভাইয়ের ছন্দে
মনটা নাচে আনন্দে
ডুব সাতারে কাঁদুক তারা
কাটুক তাদের মন্দে।
ধন্যবাদ। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মাথা পিছু আয় অর্ধেকে ছিল ১২টি বছর আগে
নেতৃত্ব গুণে দ্বিগুন হয়ে যায় দুরন্ত দুর্বার বেগে।
তলাবিহীন ঝুড়ি বলে যারা করেছিল উপহাস
তারাই বলে উন্নয়নের রোল মডেল বাঙালির ইতিহাস।..
বিশ্বের অন্যসব দেশের সাথে তুলনা করলে খুব বড় নয় আমাদের সবুজ শ্যামল দেশটি। তবুও আমরা গর্বিত নিজ দেশের গৌরবে। ব্যর্থতা/ সফলতার সবটুকু ভাগ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে/ যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।
অনেক দিন পর আপনার লেখা পেলাম দাদা। নিয়মিত লিখুন প্লিজ। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ছোট্ট দেশের বিশাল জনগোষ্টিকে
সম্পদের হাতিয়ার বানিয়ে এগিয়ে যাবে দেশ।
২০৪১ সালে স্বপ্ন দেখি উন্নত বাংলাদেশ।
মন খারাপের দেশে
লেখা বড় শক্ত কাজ বুঝলাম অবশেষে।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ছোট্ট দেশের বিশাল জনগোষ্টিকে
সম্পদের হাতিয়ার বানিয়ে এগিয়ে যাবে দেশ।
২০৪১ সালে স্বপ্ন দেখি উন্নত বাংলাদেশ।
মন খারাপের দেশে
লেখা বড় শক্ত কাজ বুঝলাম অবশেষে।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
শামীম চৌধুরী
দেশের উন্নয়ন হচ্ছে। শুনতে পারলেই ভাল লাগে। গর্ববোধ করি বিশ্বের কাছে উন্নত জাতি পরিচয় পাবার আশায়। তারপরও এই উন্নয়ন বাঁধা দেবার জন্য এক শ্রেনী পিছনে লাগাম টেনে রাখে। অথচ তারা ভাবে না। দেশটাও তাদের।
দারুন তথ্য সমৃদ্ধ লেখা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
আমাকে পছন্দ না হতে পারে
তাই বলে আমার সৃষ্টিকে স্বীকার করতে দ্বিধা কেন ?
যে সৃষ্টির সুবিধাভোগী তারাও।
দেশ উন্নত হলে তারাই আগে লুফে নেবে।
যেমন ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তারাই অপপ্রচারে ব্যস্ত।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
বাংলাদেশ আরও এগিয়ে যাবে, সেই স্বপ্ন দেখি নিরন্তর্। সুন্দর লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
আপনার স্বপ্ন পুরণ হবে
দেশ যাবে এগিয়ে।
নিন্দুকের মুখ বন্ধ হবে
পালিয়ে যাবে লুখিয়ে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অনেক দিন পর ব্লগে এসে,
প্রথম আপনার লেখা পড়লাম, পাঠে মুগ্ধ হলাম।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ।
গর্বিত বাংলাদেশ, এগিয়ে যাবে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। নিয়মিত লিখেন।
সাথে নিয়ে থাকেন।
মা মাটি দেশের কথা ভাবেন।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। নিয়মিত লিখেন।
সাথে নিয়ে থাকেন।
মা মাটি দেশের কথা ভাবেন।
শুভ কামনা।
উর্বশী
বাংলাদেশ এগিয়ে যাক দুর্বার গতিতে।এই সুন্দর স্বপ্ন দেখি, যেখানে থাকবে না কোনো অন্যায়ের চাবিকাঠি। সুন্দর সত্যের মাধ্যমে একটি নতুন পৃথিবী গড়ে উঠবে।
গর্বিত বাংলাদেশ নিয়ে সুন্দর তথ্যবহুল লেখা দাদা। বেশ ভাল লাগলো।ভাল থাকুন,শুভ কামনা সব সময় ।
সুপায়ন বড়ুয়া
কিছুক্ষন আগে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখা
আপনার লেখাটা পড়ে নিজেই আপ্লুত।
আমার আপুর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। আল্লাহ খুনীদের কাছ থেকে বাঁচিয়ে রেখেছে
দু:খী মানুষদের জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
এমন খবরে আমরা গর্বিত হতেই পারি। অথচ এদেশের অপশক্তি সবসময়ই উন্নয়নের বিরোধিতা করে আসছে।
চমৎকার লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই ভাইজান।
এদেশকে যারা মেনে নিতে পারেনি।
হৃদয়ে আজো পাকিস্থানকে ধারন করে
অথচ সব সুবিধা ভোগ করছে।
তারাই দেশের ভাল কোন কিছু সহ্য করতে পারেনা।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।