খোকা আজ বৌয়ের আঁচলে মুখ লুকায়,
বৌয়ের হাতের কাঁচের চুড়ির শব্দে মাতোয়ারা হয়।
বৌয়ের হাতের রান্না ছাড়া মুখে রোচে না;
শ্বশুর-শাশুড়ির জন্য দামী উপহার আর দামী খাবার ছাড়া চলে না।
বৌয়ের জন্য হপ্তান্তে শাড়ি, চুড়ি, কসমেটিকস আনা চা-ই-ই চাই;
অন্যথায় সংসারে শান্তি কয় পালাই পালাই।
খোকা খুবই ব্যস্ত-তাইতো সময় হয় না বাবা-মায়ের খোঁজ নেবার;
বৌয়ের হাতের পুতুল হয়ে দিগ্বিদিক ছোটাছুটি অফিস আর ঘর।
নিজের বাবা-মা অসুস্থ হলে বলে শুধু সামান্য কিছু,
বৌয়ের বাবা-মা হলে দৌঁড়ায় ডাক্তারের পিছু পিছু।
জন্ম-জন্মান্তরে প্রশ্ন থেকেই যায়-খোকা তুই কার?
ছবি-গুগল
২০টি মন্তব্য
কান্ত রায়
ভালোবাসা জানবেন দিদিভাই 🥰
কতো মায়া নিয়ে লিখেছেন কবিতাটা 🖤
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রথম হবার জন্য অভিনন্দন 🌹🌹। ভালো থেকো সুস্থ থেকো। শুভ সন্ধ্যা
খাদিজাতুল কুবরা
আমি মনে করি খোকা নিজে ও জানেনা সে কার! মানবতার তো নয়ই। আজকালকার খোকারা মাকড়সার মতো বাবা মাকে শুষে ক্যারিয়ার গড়ে তারপর সেই বাবা মাকে বোঝা মনে করে।
সত্যি দুশ্চিন্তা হয় বৈ কি!
অতি আদরের খোকা বড় হয়ে কেমন হবে।
খুব ভালো বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ দিদি ভাই
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। ঠিক বলেছেন আপু। রক্ত চোষা সন্তান সব ভুলে যায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
ফয়জুল মহী
নিঁখুত কাব্য, খুব ভালো লাগলো।
অনাবিল মুগ্ধতা
ভালোবাসা রইল
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সন্ধ্যা
রোকসানা খন্দকার রুকু
খোকা কারুরই না। বাবা মাকে পর করে নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করে।
দারুন হয়েছে😍😍
সুপর্ণা ফাল্গুনী
দারুন বললেন হাসিখুশি আপু। খুব ভালো লাগলো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা
জিসান শা ইকরাম
এমনই হয়ে আসছে আজকাল,
আগে যৌথ পরিবারে মা বাব থাকতো কর্তৃত্বের আসনে।
এখন সে অবস্থা পুরোটাই পালটে গিয়েছে।
মা বাবকে যারা উপেক্ষা করে তারাও পরবির্তিতে উপেক্ষিত হয়, অনেক প্রমান পেয়েছি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই অফুরন্ত ধন্যবাদ আপনাকে। এসব আমাদের চারপাশে অহরহই ঘটছে এবং এর ফল ও সে এ জীবনের শেষে হাতেনাতে পেয়ে যায়।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
তৌহিদ
জন্মদাতা বাবা মাকে এড়িয়ে চলা ইদানিং একটি সামাজিক ব্যধি হয়ে পড়েছে। ধিক্কার জানাই এমন কুলাঙ্গার সন্তানকে।
শুভকামনা আপু
সুপর্ণা ফাল্গুনী
হুম ধিক্কার জানাতেই হবে। তবে তারা ও শেষ জীবনে তাদের সন্তান দ্বারা এমন কুকর্মের ফল ভোগ করে।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
বেশ বাস্তবমুখি ভাবনার প্রকাশ কবি দিদি অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
আরজু মুক্তা
খোকারা বউ আর মায়ের ভালোবাসা গুলিয়ে ফেলে।
এইজন্য সমস্যা
সুপর্ণা ফাল্গুনী
ঠিক, ভালোবাসা গুলিয়ে ফেলে তাইতো একুল ওকুল কোনো কুল ই রক্ষা হয় না শেষপর্যন্ত। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু। অবিরাম ভালোবাসা ও শুভকামনা
ছাইরাছ হেলাল
একেই বলে বউয়ের কুহক আঁচল,
বাবারাও মায়েদের এই আঁচল এড়াতে পেরেছে বলে মনে হয় না।
আহা, কুহকের ব্যঞ্জনা কতই-না মধুর!!
সুপর্ণা ফাল্গুনী
তাতো ঠিকই বাবারাও পারেনি তবে তখন তো বেশীরভাগ যৌথ পরিবার ছিল তাই এখনকার মতো এতোটা খারাপ অবস্থা ছিল না। কুহকের ব্যঞ্জনা কতই না মধুর 😜😜😜। বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
’ওর নয় খোকা
ওরা হলো জগতের বোকা
জনমটা যাবে ওদের খেয়ে খেয়ে ধোকা’
আন্তরিকতায় অনন্য নিবেদন প্রিয় কবি।
ভীষণ ভীষণ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সবসময় শুভ রাত্রি