খুব জানতে ইচ্ছে করে

খেয়ালী মেয়ে ২৩ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১০:২৬:১২অপরাহ্ন একান্ত অনুভূতি, সঙ্গীত ৭২ মন্তব্য

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
Picture14
তুমি কি সেই আগের মতই আছ
নাকি অনেকখানি বদলে গেছ
Picture8
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
Picture9
পূজার ছলে আমারই কথা ভাব বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে
Picture10
এখনো কি সন্ধ্যেবেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে?
Picture12
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
Picture19
আকুল পিয়াসে আমারই তিয়াষে অন্তর কেঁদে মরে
খুব জানতে ইচ্ছে করে
Picture16
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে

 

stock-footage-sad-boy-at-park

সকাল বেলা প্রতিদিনকার মতো ইমেইল চেক করতে গিয়ে উপরের গানের লিংক দুটো পেলাম খুব পরিচিত একটা অ্যাডড্রেস থেকে।তারপর থেকে এই পর্যন্ত যে গানটা কতোবার শুনলাম তার কোন হিসেব নেই।এমন না যে গানটা আমি এই প্রথম শুনলাম।ভাইয়া আপুর কালেকশন থেকে মান্না দের গানটা আমি আগেও শুনেছি।তখন হয়তো আমি একটু ছোট থাকার কারণে গানটা অতটা ভালো লাগেনি।তাই নিজের কালেকশনেও গানটা রাখিনি।কিন্তু আজ গানটা যতো শুনছি ততোই ভাল লাগছে।
হঠাৎ করে মনে হলো সোনেলায় শেয়ার করা যায়।ভাবলাম কিছু ছবিও জুড়ে দেওয়া যায় সাথে, সেই ভাবনা থেকে ছবি খুঁজে বেড়িয়েছি অনেকক্ষণ, কিন্তু মন মতো পাচ্ছি না।তাই শেষঅব্দি যা পেয়েছি তাই জুড়ে দিলাম।আশা করি গানটা অনেকেরই ভালো লাগবে- (এখানে গানের লিংকগুলো মান্না দের না)…..

Picture1

১৫৭৫জন ১৫৭২জন
0 Shares

৭২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ