খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছ
নাকি অনেকখানি বদলে গেছ
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাব বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে
এখনো কি সন্ধ্যেবেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে?
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
আকুল পিয়াসে আমারই তিয়াষে অন্তর কেঁদে মরে
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
সকাল বেলা প্রতিদিনকার মতো ইমেইল চেক করতে গিয়ে উপরের গানের লিংক দুটো পেলাম খুব পরিচিত একটা অ্যাডড্রেস থেকে।তারপর থেকে এই পর্যন্ত যে গানটা কতোবার শুনলাম তার কোন হিসেব নেই।এমন না যে গানটা আমি এই প্রথম শুনলাম।ভাইয়া আপুর কালেকশন থেকে মান্না দের গানটা আমি আগেও শুনেছি।তখন হয়তো আমি একটু ছোট থাকার কারণে গানটা অতটা ভালো লাগেনি।তাই নিজের কালেকশনেও গানটা রাখিনি।কিন্তু আজ গানটা যতো শুনছি ততোই ভাল লাগছে।
হঠাৎ করে মনে হলো সোনেলায় শেয়ার করা যায়।ভাবলাম কিছু ছবিও জুড়ে দেওয়া যায় সাথে, সেই ভাবনা থেকে ছবি খুঁজে বেড়িয়েছি অনেকক্ষণ, কিন্তু মন মতো পাচ্ছি না।তাই শেষঅব্দি যা পেয়েছি তাই জুড়ে দিলাম।আশা করি গানটা অনেকেরই ভালো লাগবে- (এখানে গানের লিংকগুলো মান্না দের না)…..
৭২টি মন্তব্য
জিসান শা ইকরাম
একটা সময়ে এই গানটা যে কত শুনেছি তার হিসেব নেই। অত্যন্ত প্রিয় গানের কথার সাথে ছবি মিলিয়ে দারুন এক পোষ্ট দিলেন।
খেয়ালী মেয়ে
জিসান ভাইয়া অনেকককককককক ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
গানের কথার সাথে ফটো খুঁজে পোষ্ট দেয়া সহজ কথা নয়।আপুকে যিনি এই গানের লিংক দিয়েছেন,তাকে শুভেচ্ছা।আর পরী আপুকেও ধন্যবাদ এখানে শেয়ারের জন্য।
খেয়ালী মেয়ে
ফটো খুঁজে পোস্ট দেয়া যে সহজ কথা নয় তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি…
আপনাকেও অনেক ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
কিভাবে খুঁজে পাওয়া যাবে ফটো আপু?শিখায়ে দেন।
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশ মানুষ যে কত্তো ঢং করতে পারে ^:^
লীলাবতী
আমি আর কিছু বললাম না 🙂
ব্লগার সজীব
আমাকে তো আর কেউ ঢংগি বলে না,একজনকে বলে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপুকে যে কি বলে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না সাত সকালে এমন একটি গানের স্পর্শ পেলাম যা ছিল এক সময়কার আমার অনুভূতির শিরায় উপশিরায়।শুনলেই মন শান্ত হয়ে যায়।
খেয়ালী মেয়ে
🙂
আজ দুদিন ধরে আমি শুধু এই গানটাই শুনছি, একটু বেশিই ভালো লেগে গেছে গানটা…
কৃন্তনিকা
গানটা আমার খুবই প্রিয়…
সকালে গানটা মনে করিয়ে দিয়ে মনটা ভালো করে দিল খেয়ালী মেয়ে…
খেয়ালী মেয়ে
গানটা শোনার পর থেকে আমারও প্রিয় হয়ে গেছে.. 🙂
শুন্য শুন্যালয়
দারুন!! এত্তো সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ছবি পেলে কেমন করে? গানটি প্রিয় তো অবশ্যই, তবে তোমার ছবির গুনে ভালো লাগা কএকশ গুন বেড়েছে। লিঙ্ক এর গানটা মোটামুটি ভালোই গেয়েছে। আমিতো ভেবেছিলাম পরীর গাওয়া গান শুনবো।
অনেক অনেক সুন্দর হইছে পোস্ট।
খেয়ালী মেয়ে
উফফফফ ছবি মিলেছে?…
আর আমি ভাবছি কিচ্ছু হয়নি, পোস্টটা বোধ হয় তোমাদের ভালো লাগবে না……
আপুরেএএএএএএএ আমার গানতো সবাইকে শোনানোর মতো না 🙁
শুন্য শুন্যালয়
ছবিগুলো সব পারফেক্ট হয়েছে।এরপর থেকে লাগলে তোমাকে ছবি খুঁজে দিতে বলবো। তোমার গান সবাইকে শোনানোর মতো না মানে!! ইশ, শুধু একজনকে শোনালে হবে? আমরা সবাই শুনতে চাই। চাই, চাই চাই।
খেয়ালী মেয়ে
তুমি নিজে কত্তো সুন্দর সব ছবি তোলো, তোমাকে কখনো ছবি খুঁজতে হবে না বুঝছো…প্রয়োজনে আমি তোমাকে ছবির জন্য নক করবো 🙂
ইশশশ পঁচা কন্ঠটা একজনকে শোনালে অন্তত রক্ষা পাওয়া যাবে, কিন্তু সবাইকে শোনালে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে..
অরণ্য
বহুদিন পরে সোনেলায় ঢুকতে ঢুকতে গান শুনছি। অনেকটা আগের দিনের বইমেলায় ঢোকার অনুভূতিকে ছুঁয়ে গেল আমার। খেয়ালী মেয়েকে অনেক ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
🙂
বহুদিন পর সোনেলাতে আসলেন…
এতোদিন কোন অরণ্যে ডুব দিয়েছিলেন?…
অরণ্য
কর্মারণ্য! এখনও সে অরণ্যেতেই আছি। ডুব সাঁতার থেকে এখন বুক সাঁতারে। নট ব্যাড!
খেয়ালী মেয়ে
ভালোই তো, একদিক দিয়ে সাঁতার প্র্যাকটিস হচ্ছে, সব নাকি একদিন পানির নিচে তলিয়ে যাবে, অন্তত আপনি সাঁতরিয়ে উঠতে পারবেন, নট ব্যাড :p
সঞ্জয় কুমার
ছবির সাথে গানের কথা গুলো খুবই সুন্দর মিল আছে । এমন গান শুনলে প্রেমিকা না থাকলেও মনেহয় তাঁকে মিস করি
খেয়ালী মেয়ে
🙂
এমন গান শুনলে অনেকে মনে করে ছ্যাঁকা খেয়েছে বুঝি–অনেকজনকে তো বুঝানোই যায় না যে, এমন গান শুনতে হলে ছ্যাঁকা খেতে হয় না 🙂
ইমন
🙂
খেয়ালী মেয়ে
🙂
লীলাবতী
পরী আপু,এত্ত সুন্দর গানের সাথে মিলানো ছবিগুলো খুঁজে পেলে কিভাবে?তোমার কাছে ছবি খোঁজার টিপস নিতে হবে দেখছি।ওন্নেক ভাল লেগেছে আপু।গানটি শুনে আজ অনেক অনেক মজা পেয়েছি।প্রিয় গান গুলো নিয়ে এমন পোষ্ট আরো দিও আপু।
খেয়ালী মেয়ে
আমি ভাবছি ছবিগুলো কিচ্ছু মিলেনি–অনেক টেনশনে ছিলাম….তোমাদের কমেন্টস পড়ে এখন মনে হচ্ছে না কিছুটা হলেও মিলাতে পেরেছি 🙂
টিপস?…তাও আবার আমার থেকে?…লজ্জা দাও ক্যান আপু?…
লীলাবতী
খুব মিলেছে পরী আপু।হুম তোমার কাছ থেকেই নিতে হবে 🙂 কারন গানের সাথে ছবির পারফেক্ট মিল।
খেয়ালী মেয়ে
🙂
ব্লগার সজীব
আমিও টিপস নেবো 🙂
খেয়ালী মেয়ে
মানুষজন কথা রাখে না…
আমরাও মানুষজনকে টিপস দিমুনা, হুউউউউউউ :@
সীমান্ত উন্মাদ
গানের কথার সাথে মিল রেখে ছবির সেটিংটা ভালো হইছে। উন্মাদ তাই খুব জানতে ইচ্ছে করেঃ
তুমি কি এখনও হাসো আর গান গাও
মনের নদীতে এখনও কি বাও ময়ূরকণ্ঠী নাও?? (নাও মানে নৌকা)
মজা করলাম মাইন্ড কইরেনা। উপরের প্রশ্নের লাইন দুইটা আপনার সুন্দর পোষ্টের জন্য আপনারে উৎসর্গ করে দিলাম।
খেয়ালী মেয়ে
উফফফফফফফ্ কী সুন্দর ২টা লাইন–এমন লাইনের জন্য কেউ মাইন্ড করে না–অনেক ধন্যবাদ লাইন ২টার জন্য 🙂
সীমান্ত উন্মাদ
লাইন দুইটা ভালো লেগেছে যেনে খুশিত হইলাম।
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি হৃদয়ে অনুভূতি জাগান গান। কেউ শুনে ভাললাগেনি বলতে পারবেনা।
সুন্দর আপনাকে শুভেচ্ছা অবিরত
খেয়ালী মেয়ে
তাইতো দেখছি…এখনো পর্যন্ত কেউ বলেনি যে, ভালো লাগেনি 🙂
রিমি রুম্মান
পোস্টটি দেখতে দেখতে গানটি গাইলাম আরেকবার। খুব কাছ থেকে মান্না দে কে গাইতে দেখেছিলাম শেষের দিকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, অশ্রুজলে 🙁
খেয়ালী মেয়ে
আপনি তো দেখি অনেক ভাগ্যবতী আপু, মান্না দের মতো কিংবদন্তীর গান কাছ থেকে শোনা ভাগ্যের ব্যাপার…
স্বপ্ন নীলা
গানটি আমার খুবই প্রিয় — আজ নতুন করে আপু তোমার পোস্টে আরো একবার প্রিয় হলো— এত সুন্দর ছবিতে গানটিকে ফুটিয়ে তুলেছো আপু !!! অসাধারণ
খেয়ালী মেয়ে
হুমমমমম গানটি যে আমারও প্রিয় হয়ে গেছে 🙂
নীলাঞ্জনা নীলা
খেয়ালী মেয়ে খেয়ালের বসে এমন মিলিয়ে ফটো কালেক্ট করলো কিভাবে? স্নানটি সেরে পূজার ফুল তুলে ফটোর দিকে তাকিয়েই আছি।অসাধারন।
খেয়ালী মেয়ে
সত্যি আপু খেয়ালীপনা থেকেই পোস্টটি দেওয়া…ছবিও ঠিক খেয়ালীপনার মাঝে থেকেই কালেক্ট করা,কোন রকম চিন্তা ভাবনা করা ছাড়াই পোস্ট করে দিলাম 🙂
ছাইরাছ হেলাল
অবশ্যই প্রাণ ছুঁয়ে যাওয়ার মতই গান।
তবে যে লিংক দিয়েছে তাকে জানালে আরও ভাল হবে।
খেয়ালী মেয়ে
আচ্ছা জানিয়ে দিবো 🙂
জুলিয়াস সিজার
খুব সুন্দর।
খেয়ালী মেয়ে
🙂
লীলাবতী
সবাই গানের সাথে ছবি মিলিয়ে কত সুন্দর সুন্দর পোষ্ট দেয়,আমার কোন গুনই নেই 🙁 আমি কিছুই পারিনা 🙁
খেয়ালী মেয়ে
ওওওওওওও তাই নাকি????????????
সেলিব্রেটিরা অবশ্য এভাবেই বলে থাকে, বুঝছো কিছু লীলাবতী আপু -{@
লীলাবতী
হ্যা আপু,আমার কোন গুনই নেই 🙁 সেলিব্রিটি আবার কে ? কাউকে দেখছি না তো।
খেয়ালী মেয়ে
ঠিকতো তোমার কোন গুণই নেই–এখন কি হবে তোমার ;?
কিভাবে তোমার বিবাহ দিবো ;?
সেলিব্রেটি এভাবে দেখা যায় না…একটু আয়নার সামনে দাঁড়াও..সেলিব্রেটির সাথে দেখা হয়ে যাবে 🙂
লীলাবতী
গুন থাকলে কি ভর্তাকে ভত্তা বলি?আমার কি হবে আপু? 🙁 আপনি খুব দুষ্ট।বিয়ের কথা কৌশলে জেনে নিলেন 🙂
আমার আয়না ঘোলাটে 😛
খেয়ালী মেয়ে
আসলেই তোমার কি হবে আপু?–পাত্রপক্ষকে আমরা কিভাবে বলবো যে তোমার কোন গুণ নেই…তুমি পুরাই বেগুণ 🙁
আর বিয়ের কথা না জানলে তোমার জন্য পাত্র দেখবো কিভাবে 🙂
তবে তুমি যে সেলিব্রেটি এটাতে কোন সন্দেহ নেই…বিকজ সেলিব্রেটিরাই ভর্তাকে ভত্তা বলে.. বেশি স্টাইলিশ হলে যা হয় আর কি :p
বুঝছি তুমি পাউডার বেশি মাখো মুখে, আর ঐ পাউডার উড়ে উড়ে গিয়ে আয়নাতে বসে আয়নাটাকে ঘোলাটে করে ফেলেছে…
ব্লগার সজীব
পরী আপু নতুন পোষ্ট চাই।
খেয়ালী মেয়ে
পোস্ট তো দিতে চাই, কিন্তু কেউ যে আইডিয়া দেয় না 🙁
ব্লগার সজীব
আমাদের পরী আপু তার বুদ্দুটাকে নিয়ে মেঘের দেশে বাড়ি ঘর বানাচ্ছে,বসবাস করছে।মেঘের দেশে সবচেয়ে বড় সুখের খবর হচ্ছে,সেখানে তেলাপোকা নেই 🙂 এমন পোষ্ট দিন।
খেয়ালী মেয়ে
সত্যি তো এমন করেতো কখনো ভাবিনি….থ্যাঙ্কু আমি আপনেরে পুরাই দুষ্ট টাইপের মনে করি, আপনি যে কিঞ্চিৎ সুইটও আছেন সেটা জানতে এত্তো দেরি হইলো আমার 🙁
মেঘের দেশে সবচেয়ে বড় সুখের খবর হচ্ছে,সেখানে তেলাপোকা নেই–দারুন খবর 🙂
ব্লগার সজীব
আমি সুইট শুনে আমার মুখে বিশাল হাসি 🙂 আপনি এত্তগুলা একটা ভালো আপু 🙂
অনিকেত নন্দিনী
জীবনে প্রথমবার এই গান শোনার সময় থেকে এই পর্যন্ত এমন কোনোবার নেই যে এই গান শুনলে চোখ ভেজেনা। কী আছে জানিনা তবে কান্না পায় খুব। ;(
খেয়ালী মেয়ে
হুমমমম গানটা সত্যিই হৃদয়ছোঁয়া…
আশা জাগানিয়া
এই সোনেলা ব্লগে না আসলে জানতেই পারতামনা যে গানের পোষ্ট এত সুন্দর হতে পারে। অন্যান্য ব্লগে শুধু গানের কথা আর লিংক টা শেয়ার করা হয়। আর এখানে দেখলাম আপনি,শুন্য শুন্যালয় গানের সাথে মিলিয়ে ছবি দিয়ে দিয়েছেন।গান যেন দেখতে পাচ্ছি এখন। খুবই চমৎকার হয়েছে আপু।
খেয়ালী মেয়ে
অনেক ধন্যবাদ 🙂
লীলাবতী
খেয়ালী মেয়ের খেয়ালী পোষ্ট কি আমরা আর পাবো না? আমরা কি এমন খেয়ালী মেয়ে চেয়েছিলাম?:(
খেয়ালী মেয়ে
লীলাবতী আপু তোমার বলার অপেক্ষায় ছিলাম–
দেখো তুমি বলেছো আর আমি পোস্ট দিতে একটুও দেরি করি নাই 🙂
লীলাবতী
আমি তো অবাক হয়ে গিয়েছি পরী আপু।কমেন্ট করে প্রথম পেইজে গিয়েই দেখি তোমার পোষ্ট 🙂
খেয়ালী মেয়ে
এটাই বোধ হয় তোমার আর আমার মাঝে টেলিপ্যাথি টাইপের কিছু একটা হবে আপু -{@
মেহেরী তাজ
খুব বাজে একটা সময় গানটা মাথায় ঢুকলো…..!!! এখন আমার কি হবে??? আমার অনেক পছন্দের একটা গান…..
খেয়ালী মেয়ে
গান শুনতে শুনতে বাজে সময়টাকে আনন্দময় করে তুলো……..
মিথুন
আপনারা দেখছি সবাই গুনী। এতো সুন্দর করে গান সাজিয়েছেন কিভাবে? ছবিগুলো কথা বলছে গানের। অসাধারণ লাগলো ……
খেয়ালী মেয়ে
আমরা আমরাই তো আপু, তাই মনে হয় সবকিছু সুন্দর -{@
শিশির কনা
বাহ বাহ বাহ ! সোনেলা তো দেখি গান ময় হয়ে গিয়েছে।অসাধারন ছবি কালেকশন গানের কথার সাথে মেলানো।
খুবই ভালো লাগলো পরী আপু 🙂
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂 -{@
তানজির খান
মান্নাদের এই গানটার সাথে আমার মজার স্মৃতি আছে তা হলো যখন এই গানটার গভীরতা কিছুই বুঝতাম না তখন থেকেই কেন যেন এই গানটা ভাল লাগতো। মনে আছে কম্পিউটার শিখতাম যার কাছে উনি একদিন বলছিলেন তুমি এখানে আসলেই কেন এই শুনো? তখন আমি ক্লাশ এইটে পরতাম। আপনার প্রিয় মানুষ আর আপনি দু জনেই উত্তর খুজে পান এই কামনা থাকলো।
খেয়ালী মেয়ে
🙂