অভিমানী শ্রাবণ

খেয়ালী মেয়ে ৩১ জুলাই ২০১৫, শুক্রবার, ১০:০৬:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

জীবনানন্দের হেমন্তের চাঁদ যখন বলে,
“অবগাহন কর আকাশের নীল সমুদ্রে”……
একান্তই অভিমানে আমার শ্রাবণের চাঁদ,
এ কোন জলধারায় নিজেকে রেখেছে লুকিয়ে…..?

অজানা এ কোন খেয়ালে, দু’চোখের পাতা ভিজে গেলো শ্রাবণের জলে?….
কেনো তোমার ছায়ারূপ দেখি বার বার, আমার মনের গহীনে?……..

অভিমানী মন—
অভিমানী শ্রাবণ—
অভিমানী চাঁদ—
অভিমানী ছায়া—
সবাই মিলে দু’চোখে বয়ে দিল এ কোন জলধারা…..?
ব্যর্থ আমি বলে যাই,
ত্রন্দসী পৃথিবী আজ না হয় আর একটু কাঁদুক……..
তার কান্নার জলে ধুয়ে মুছে যাক সমস্ত জঞ্জাল….
বিনিময়ে হেসে উঠুক এক প্রসন্ন সকাল……..

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ