জীবনানন্দের হেমন্তের চাঁদ যখন বলে,
“অবগাহন কর আকাশের নীল সমুদ্রে”……
একান্তই অভিমানে আমার শ্রাবণের চাঁদ,
এ কোন জলধারায় নিজেকে রেখেছে লুকিয়ে…..?
অজানা এ কোন খেয়ালে, দু’চোখের পাতা ভিজে গেলো শ্রাবণের জলে?….
কেনো তোমার ছায়ারূপ দেখি বার বার, আমার মনের গহীনে?……..
অভিমানী মন—
অভিমানী শ্রাবণ—
অভিমানী চাঁদ—
অভিমানী ছায়া—
সবাই মিলে দু’চোখে বয়ে দিল এ কোন জলধারা…..?
ব্যর্থ আমি বলে যাই,
ত্রন্দসী পৃথিবী আজ না হয় আর একটু কাঁদুক……..
তার কান্নার জলে ধুয়ে মুছে যাক সমস্ত জঞ্জাল….
বিনিময়ে হেসে উঠুক এক প্রসন্ন সকাল……..
(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)
২২টি মন্তব্য
অরণ্য
প্রসন্ন সকাল যেন আসে এমনিতেই প্রতিদিন। 🙂
জঞ্জাল সরাতে পৃথিবী কাঁদলে কাঁদুক।
খেয়ালী মেয়ে
হুমমমম জঞ্জাল সরাতে পৃথিবী কাঁদুক আরো একটু…..
লীলাবতী
অভিমানী মন কতকিছু বলে যায়।কান্নার পরে হেসে উঠুক এক প্রসন্ন সকাল।হাসবে পরী আপু হাসবে 🙂 এত্ত ভাল লেখে কিভাবে পরী? 🙂
খেয়ালী মেয়ে
সবাই প্রাণ খুলে হাসুক এটাই চাওয়া…….
ভালো লেখে, তাও আবার পরী, কখনোই না………….
অলিভার
“”জীবনানন্দের হেমন্তের চাঁদ যখন বলে,
“অবগাহন কর আকাশের নীল সমুদ্রে”……
একান্তই অভিমানে আমার শ্রাবণের চাঁদ,
এ কোন জলধারায় নিজেকে রেখেছে লুকিয়ে…..?”” — চমৎকার কয়েক লাইন :c
এলোমেলো ভাবনায় যে ইচ্ছের প্রকাশ ঘটেছে তার পূর্ণতা ঘটুক। হেসে উঠুক সব জঞ্জাল ছড়িয়ে এক প্রসন্ন সকাল :v
অনুভূতির প্রকাশে ভালোলাগা জানালাম 🙂
খেয়ালী মেয়ে
হেসে উঠুক সব জঞ্জাল ছড়িয়ে এক প্রসন্ন সকাল……..
ছাইরাছ হেলাল
অভিমানী চাঁদ, মায়া শ্রাবণী ধারায় সব সব মুছে যাক আপত্তি নেই,
বিনিময়ে শুধু প্রচ্ছন্ন প্রসন্ন সকাল আমাদের চাই ই।
এমন সুন্দর করে কবে যে লিখতে পারব কে জানে! আফসোস।
দারুণ হয়েছে কিন্তু।
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশ্ কি বিনয়ী আফসোস!!!!!!!!!!!!!
সীমান্ত উন্মাদ
শ্রাবন ধারা যদি কষ্টের পাহাড় বেয়ে নেমে সুন্দর ঝরনা তৈরি করে খেয়ালী মেয়ে চিন্তার জগতে এই ভাবনা এনে দিয়ে সুন্দর শব্দচয়নে প্রকাশ পাইয়ে দেয়। তবে তা চলুক। কিন্তু প্রতিটি সকালের সূর্যে যেন তা ঝিকমিক করে এই কামনাই থাকবে সীমান্ত উন্মাদের।
শুভকামনা নিরন্তর।
খেয়ালী মেয়ে
প্রতিটি সকালের সূর্যে যেন ঝিকমিক করে এমন চাওয়া খেয়ালী মেয়েরও…….
জিসান শা ইকরাম
শ্রাবণের ধারার তাহলে উপকারিতা আছে বুঝা যাচ্ছে 🙂
খেয়ালী মেয়ে
সবকিছুরই যে ভালো/খারাপ ২টা দিক আছে জিসান ভাইয়া 🙂
শুন্য শুন্যালয়
বাহ্, এ কোন অভিমানি. শ্রাবন, এ কোন খেয়ালি মেয়ে? বারবার পড়ছি। চাঁদের বিষন্ন কিংবা অভিশপ্ত ছায়া ফেলে বেরিয়ে পড়ুক এক ফালি সকাল। ভীষন সুন্দর পরী। -{@
খেয়ালী মেয়ে
শুন্য আপু এযে তোমাদেরই এলোমেলো ভাবনার খেয়ালী মেয়েটা 🙂
চাঁদের বিষন্ন কিংবা অভিশপ্ত ছায়া ফেলে বেরিয়ে পড়ুক এক ফালি সকাল, বাহ!!!কি সুন্দর করে বলেছো -{@
মিথুন
বৃষ্টির পর সবকিছু কেমন সতেজ হয়ে ফিরে আসে। চমৎকার খেয়ালী মনের এলোমেলো ভাবনা……
খেয়ালী মেয়ে
ধুয়ে মুছে যাক সব জঞ্জাল 🙂
তানজির খান
এলোমেলো ব্যাপারটা ভাল লাগে!!! ভাল হয়েছে
খেয়ালী মেয়ে
ধন্যবাদ…
স্বপ্ন
শ্রাবণ ধারা কান্নার হলেও ধুয়ে মুছে যায় সব জঞ্জাল।সুন্দর ভাবনা পরী আপু।
খেয়ালী মেয়ে
ধুয়ে মুছে যাক সব জঞ্জাল…………… 🙂
নীলাঞ্জনা নীলা
অনেক সুন্দর একটি কবিতা।
মনের ভেতর কেমন জানি একটা কোমল সুর গুনগুন করছে।
জীবনানন্দের প্রেমে ডুবে আছি সে কি আজ!
এক ভোরে তার হাত ধরেই তো ঘর ছেড়েছিলাম
হেমন্তের সোনালী ধানে চিকচিক করছিলো যখন সূর্যের আলো
হীরের মতো শিশিরবিন্দুতে চুমু খেয়েছিলো
কিশোরী ঠোঁট
একটি আস্ত কবিতা কোলের ওমে রেখে
আমার আনন্দকে জিজ্ঞাসা করেছিলাম,
এই ভালোবাসো আমায়?
জীবন আমায় তারপর থেকেই তো জড়িয়ে আছে
চাঁদের আলোর পশমী চাদর হয়ে,
নক্ষত্রের ছাঁদ হয়ে
বৃষ্টির চুম্বন হয়ে।
খেয়ালী মেয়ের উপর আমি রাগ করেছি। মাথার মধ্যে এমনভাবে কবিতাটি নাড়া দিচ্ছে অনুভূতিকে অস্থির হচ্ছি। তার মানে কবিতা সুপার সুপার সুপার হিট। (y) -{@ (3
খেয়ালী মেয়ে
উফফফফ্ আপু তুমি পারোও বটে…এতো সুন্দর কবিতা!!! অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য -{@