খরা কাব্য

বন্যা লিপি ২৯ নভেম্বর ২০২১, সোমবার, ০১:০২:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

ছোট খাটো অক্ষর কুড়িয়ে-টুকিয়ে নিয়ে খোড়া,ল্যাংড়া শব্দ সাজাতে বসি…..ভগ্নাংশের ছিটেফোঁটা  অক্ষরের দৈন্যতা ভোগাতে থাকে অবিরতঃ।  পঞ্চদশ পৃষ্ঠায় এসেই থমকে গ্যাছে আঙুলের যাবতীয় সাড়তা। অসাড়, নির্লিপ্ত চোখের দৃষ্টিতে শুধুই মৃত মাছের জমাট বাঁধা রক্তের ছোপ!

পূর্বাপর হাজারো অক্ষরের জমিনে চাপ চাপ ভুল বানান ; দাঁড়ি,কমা,সেমিকোলন,বিরাম চিহ্ন!

কেবলই হামাগুড়ি দেয়া শিশুর চার হাত পায়ের ছাপ-ছায়া, ছাড় পায়না কিছুতেই বিচারিক কাঠগড়ায়-।

কি যেন লিখতে এসেছিলাম?         ভুলে গিয়ে আবারো ফিরে যাই আলোহীন ল্যাম্পপোষ্টের নীচে, এখানে মাথার উপরে চিরস্থায়ী জায়গা নিয়েছে নিকস কালো মেঘ -, বৃষ্টিহীন পুঞ্জরাশি ভার বহন করে আছে অলিখিত ভোগান্তি………।

 

নোটঃ মহারাজ( ছাইরাস হেলাল) আপনার উস্কানিটুকু বজায় রাখবেন প্লিজ। আমিও খরা কাটিয়ে অক্ষরে ডুব সাঁতার দিতে চাই…. নইলে অস্তিত্ব হারিয়ে নিঃশ্বাস নেয়া যারপরনাই প্রহসন হয়ে যাচ্ছে বড্ড….

৯১৮জন ৭৪৭জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ