
আমাকে বসিয়ে রেখে, আর কোথাও যেতে ইচ্ছে করছে-না, যাচ্ছি-ও-না,
যেতে পারি, কিন্তু কেন যাব?
আশ-কথায় পাশ-কথায় চাতুর্যের বাজ ফেলে ঝাঁ ঝাঁ রোদ্দুরে যেতে তো পারি-ই;
পারি না? পারি তো, যাই-ও;
বাঁকা-নয়ন খাড়া-কানের হাতছানি, ঝিরঝিরে ফিন ফিনে বাতাসে হাসির রোদ ফুটিয়ে;
মনোময় চোখ রাঙা ভজন-সাধন, ফন্দি ফিকির অমরাবতীর স্বর্গ-ভোগ ফসল-বিলাসী চাঁদের হাট,
জলে-নদীদের পুনর্জন্মের বাদ বিসম্বাদের বাতাস ফুড়ে;
সোনাবরণ ইচ্ছেগুলো রঙের খেলায় মাতে, উজ্জ্বল জ্যোৎস্নায়, স্বপ্ন বিহারে;
উত্তাপ-নিরুত্তাপের পিদিম জ্বেলে, এক ঝাঁক টিমটিমে মিঠে আলো ছড়িয়ে;
অস্থির ছায়ার হিস-হিসে ইতিউতি/উঁকিঝুঁকি চকিতে,
অতল-স্বপ্নের পাল তোলা নৌকা চড়ে চলে যেতেই পারি, পারি-ই-তো, যাই-ও;
দূর-ভাসা নৌকায় ফিরি, ফের; নাকাল অসুখে;
গুপ্তচরের মত স্ফটিক ঘাটে-ই (সোনেলা) ফিরি! প্রেমে পড়া শব্দের নোঙর এখানে-ই;
নিরাপত্তার টোপরে;
ছিঁচকাঁদুনে আহাম্মকেরা কাঁদে, কাঁদুক, ঋতু ভেদে, অবিশ্বাসের রোশনাইতে;
গামলা গামলা বর্ষণে সেঁধিয়ে গিয়ে, কাঁপন ধরিয়ে;
হা হতোস্মি………… যেতে তো পারি ই, যাব-না, যাচ্ছি-ও-না।
“The more it changes
The more it is the same things.”
ফরাসি প্রবাদ, স্মৃতি থেকে।
গান ও ছবি নেটের।
২৪টি মন্তব্য
আরজু মুক্তা
কঠিন শব্দমালা।
ঠাণ্ডা মাথায় পড়ে মন্তব্য করবো।
ফরাসী প্রবাদটা মনে ধরলো।
ছাইরাছ হেলাল
অপেক্ষা কে বসিয়ে রাখলাম।
রোকসানা খন্দকার রুকু
আসলেই অযথা ইতি উতি ঘোরাঘুরি করে শেষে এই সোনেলার ঘাটেই ফিরতে হয়, হবে। চাইলেও যাওয়া যায় না।
ছাইরাছ হেলাল
আচ্ছা! আগে বলবেন্না!! আমি তো অন্য ঘাটের খবরাখবর নিচ্ছিলাম!!
ভাল থাকুন, থাকি, এ ঘাটে, এইইইইইই ঘাটে।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
চাইলেও কি সবসময় যাওয়া যায়? এ যে এক অদ্ভুত মায়া, বন্ধন। আমিও যাচ্ছিনা , আছি আশেপাশেই, ঘুরেফিরে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
ছাইরাছ হেলাল
মায়ার বন্ধনে বাঁধা সবাই। কুহকের দিকে চোখ রাইখখেন!!
শুভেচ্ছা আপনাকেও।
আরজু মুক্তা
সবাই ভাবে ওপারে সর্বসুখ। গেলেই বোঝা যায়। কতোটা কন্টকময়।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
সব পার দেখে ফেলার অপূর্ব অভিজ্ঞতা!! আহা কন্টক, উহু কন্টক;
ভাল থাকুন, না লিখে হলেও।
ধন্যবাদ।
আরজু মুক্তা
ভালো আর কই থাকা হলো?
দোয়ায় রাখবেন
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের দয়ায় রাখবেন অবশ্যই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাইয়া আপনার লেখাগুলো পড়তে হলে ভাষা জ্ঞান যথেষ্ট থাকতে হবে। বেশ কঠিন। তবুও ভালো লাগা — “অতল-স্বপ্নের পাল তোলা নৌকা চড়ে চলে যেতেই পারি, পারি-ই-তো, যাই-ও;” । সুস্থ আর ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
শুধু প্রাণ থাকলেই হয়, আপনার তা আছে।
নিরাপদে থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
হালিমা আক্তার
আমাকে বসিয়ে রেখে আমি কোথায় যাব। আমি সারাক্ষণ আমার পাশে আছি। একদম কোথাও যা চলবে না।ঘুরেফিরে ঘাটে ফিরে আসতেই হবে।
শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
ঘাটে আমাদের ও সাথে রাখলেই হবে, একটুও না ঘুরে ফিরে।
ভাল থাকুন এই ঘাটে।
সাবিনা ইয়াসমিন
কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে-মনে…
মন যেখানে খুশি যাক, উড়ে বেড়াক। শুধু দিন শেষে ঘরে ফেরা।
আহাম্মকের কাছে নিজের ঘরই নিরাপদ।
ছাইরাছ হেলাল
অবশ্য সত্যিকারে ঘরের ঠিকানা জানা থাকতে হয়!! সবাই তা জানে না।
খালি ঘাটে ঘাটে ঘাট বদলায়।
শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
অতুলণীয় শব্দ সম্ভারে সুন্দর কাব্যিক নিবেদন।
হৃদয়গ্রাহী সমাপ্তিতে মুগ্ধতা নিরন্তর।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
যাবেনই বা কোথায় ঘরতো সোনেলা নীড়, বসে থাকি সবেমিলে একখানে সীল।
ছাইরাছ হেলাল
আমরা সবাই-ই সোনেলা!!
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
আলহামদুল্লাহ, সবাই ভালো থাকি।
ছাইরাছ হেলাল
আপনি আরও ভাল থাকবেন।