কৃষকের হটলাইন

নাজমুল হুদা ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ১২:০৮:১০অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

তোমার নাকি চালু জরুরী হটলাইন
৩৩৩ নম্বরে গোপনে চুমু খেতে খেতে
কথা ছিলো স্ত্রীকে উন্নয়নের ভ্যাকসিন দিব।

হঠাৎ জরুরী সেবার বদৌলতে
প্রেমিক যদি গায়ে মাখে রক্তপাত
পানের কচি পাতা চিবুতে চিবুতে
“প্রেমের গল্প শুনাতে নয়।পঞ্চাশোর্ধ স্ত্রী।
আমাদের গোপন সেবার উপকরণ লাগে না।”

আবার তোমার হটলাইনে—-
যদি নিশ্চয়তা দাও রক্তপাত হবে না
শুধু একটি প্রশ্ন — তাও তোমাকে না
চিবুতে চিবুতে ক্ষুধার্ত স্ত্রীর আলিঙ্গনে
বলব– বউ! ঐ বউ…
“আমগো চেয়ারম্যান বড়,না প্রধানমন্ত্রী বড়?”

অতঃপর, সেদিন সে
বক্ষপরশে ঘুমিয়ে গেলে, তোমাদের চিনে না।

১৭০জন ৩৮৯জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ