কি দোষ ছিল আমার?

সীমা সারমিন ১৭ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৭:৩১:০৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

কি দোষ করেছিলাম আমি,
কি ই বা ভুল ছিল আমার?
কেন তুমি এভাবে এলে,
আর কেনই বা চলে গেলে?

এমন একটি সময় ছিল,
যখন তুমি আমাকে বলতে,
নিজের থেকেও অনেক বেশি ভালোবাসো।

কোথায় তোমার সেই ভালবাসা?
তবে কি তুমি আজ তোমার নামটিও ভুলে গেছো যে,
আমাকে তুমি এক মিনিটের জন্যও,
মনে করতে পার না,
বুঝিয়ে দিতে পার না,তুমি আমাকে ভুলে যাও নি
আজ ও ভালোবাসো।

তুমি আমাকে এ ভাবে ভুলে যাবে
সেটা আগে কেন বল নি?
আর ভুলেই যদি যাবে
তবে কেন এসেছিলে আমার জীবনে?

কেউ কাউকে খুন করলে, তোমরা বিচার চাও
খুনির ফাঁসি হোক।
কিন্তু আজ তুমি যা করছ
তার শাস্তি কি হওয়া উচিৎ?
খুনি তো কাউকে খুন করেছে একবার
আর তুমি আমাকে খুন করছ
প্রতি মুহূর্তে শত শত বার।
——সীমা সারমিন——
১৭-০৯-২০১৩ ইং… সন্ধা ৭.৩০

৩৮১২জন ৩৭৮০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ