
★একান্ত অনুভূতি বিভাগ
ব্লগার মনজুরুল আলম চৌধুরী। ব্লগ, গ্রুপ, পেইজে তার প্রায় সব গুলো লেখাই পাঠক-প্রিয়তা অর্জন করেছে। সবচেয়ে বেশি পাঠক এসেছে ❝ পারিবারিক বন্ধন আলগা নয় সুদৃঢ় করি ❞ পোস্টে। লেখক এই পোস্টে যৌথ পরিবার এবং সমাজ গঠনে পরিবারের ভূমিকা/ প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েছেন। একটি ঐক্যবদ্ধ সু-পরিবারই পারে সমাজের জন্যে একজন ভালো মানুষ তৈরী করতে। স্বার্থপরতা, লোভ, হিংসা পারিবারিক অসুখী পরিবেশ একজন মানুষকে নিমিষেই অমানুষে পরিনত করতে পারে, আর এর প্রভাব একসময় পরিবারের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পরে সর্বত্র। তাই সমাজে ভালো মানুষ গঠনের জন্য প্রতিটি পরিবার থেকে দায়িত্ব নিতে হবে।
❝আসুন লোভ লালসার ঊর্ধ্বে মনুষ্যত্বকে, আত্মার বন্ধনকে স্থান দেই। এবং পারিবারিক বন্ধন আলগা নয় সুদৃঢ় করি। মানবতার জয় হোক।❞ লেখাটির মূল থিম ছিল এটি।
লেখকের লেখার থিম ভালো ছিলো। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তার বক্তব্য ঠিকঠাক মতোই পাঠকের কাছে তুলে ধরতে পেরেছেন। তবে শেষটায় এসে লেখায় কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়েছে। মনে হয়েছে শেষ দুই লাইনের আগের প্যারায় তিনি বেশ তাড়াহুড়ো করেছেন। আশা করছি, লেখক তার আগামী লেখাগুলোয় এই বিষয়টি বিশেষ খেয়াল করবেন।
★গল্প বিভাগ
একজন সাধারণ মানুষের কখন সবকিছু শেষ হয়ে যায়? সাধারণত মৃত্যু হলে আমরা তাদের সবকিছু শেষ হয়ে গেছে ভেবে নিই। কিন্তু আমাদের চারপাশে তাকালে দেখতে পাই জীবিত অনেক মানুষ আছেন যারা সবকিছু শেষ হয়ে গেছে বলে/ভাবে। আর সেই ভাবনায় পরিস্থিতির সাথে বোঝাপড়া না করেই বাকি জীবন পার করে দেয়। আবার এমন মানুষ আছে যারা শেষ বলতে একদম শেষ (মৃত্যু) হওয়াকেই বোঝে। তারা মনে করে যতক্ষণ বেঁচে থাকা এবং নিজের জন্য নিজের মতো বাঁচতে চাওয়া মানুষের জীবনে শেষ সিদ্ধান্ত/শেষ গন্তব্য বা শেষ আশ্রয় বলে কিছু নেই। যেখান থেকে পথচলা শুরু হবে সেখান থেকেই নতুন পথ-দিন, নতুন গন্তব্য, নব-সুচনা।
এমন একটি চমৎকার থিম নিয়ে অনুপ্রেরণাময় গল্পটি লিখেছেন ব্লগার রেজওয়ানা কবির। গল্পের নাম ❝শেষ আশ্রয় ❞ আমি মুগ্ধ তার লেখা গল্প-পাঠে। লেখাটি অন্যান্য গল্পের তুলনায় বেশি পাঠ-প্রিয়তা অর্জন করেছে।
★ছোট গল্প বিভাগ
❝আচ্ছা, মা। নীল শাড়ি কি তোমার খুব পছন্দ? নীল শাড়িটা কি নানু কিনে দিয়েছিলো?❞
আমার সমস্ত মনোযোগ কেড়েছে গল্পের দ্বিতীয় প্রশ্নটি।
আমি ভাবছিলাম এই প্রশ্নের জবাবে লেখক কীভাবে উত্তর লিখবেন, গতানুগতিক উত্তর নাকি অন্যরকম কিছু, যা আমাদের ভাবনার উর্ধ্বে। লেখক এখানে সাধারণ উত্তরটাই দিয়েছেন। তরুণ/তরুণী থাকাকালে যেসব প্রশ্নের উত্তর দিতে মন গর্বে ভরে উঠে বা প্রচারে আত্মতুষ্টি ঘটে, সেসব প্রশ্নের উত্তর দিতেই আবার একটা সময়ে পরিনত নারী/পুরুষদের থমকে যেতে হয়, নাহয় এড়িয়ে যেতে হয়। গর্বিত স্বরে বলা হয় না উপহার দাতা কে ছিলো। হৃদয়ের অলিন্দ স্মৃতির ভারে ন্যুব্জ হতে থাকে, কিন্তু দূরত্ব অতিক্রম করে ফিরে দেখতে ভয় লাগে।
আলোচিত অংশবিশেষ ব্লগার আরজু মুক্তার লেখা ছোট গল্প হঠাৎ বৃষ্টি র। গল্পটি বর্তমানে শীর্ষ পঠিত পোস্টের তালিকায় আছে।
★কবিতা বিভাগ
আমি সব সময় দুটো জিনিস মেনে চলি।
১। অনেক বেশি ভালো লাগা প্রকাশ করি না
২। যেটা কম বুঝি/না-বুঝি ঐ ব্যাপারে কিছু বলি না।
কবিতা পড়তে আমার ভালো লাগে। সোনেলার লেখকদের কিছু কবিতা বুঝি আর বেশির ভাগ লেখাই বুঝতে পারি না। তবুও পড়ি। এখানে আমি কবিতা নিয়ে কিছু বলবো না, বলবো একটি কবিতার শিরোনাম নিয়ে। ❝ চলো ঈশ্বরের ঘুম ভাঙ্গাই ❞ ব্লগার ত্রিস্তানের লেখা একটি কবিতার শিরোনাম এটি। একটি পোস্টের শিরোনাম কতটা গুরুত্বপূর্ণ বা অর্থবহ হতে পারে সেটা উপলব্ধি করার ব্যাপার। অন্তত আমার বেলায় এমনই হয়েছে। আমি যতবার এই শিরোনাম দেখি ততোবারই পোস্টে ক্লিক করি। শুধুমাত্র শিরোনামের কারণে অনেক লেখা পাঠককে আকৃষ্ট করে রাখে। ত্রিস্তান অত্যন্ত বিচক্ষণতার সাথে শিরোনাম দিয়েছেন এটি বলাবাহুল্য।
অন্যান্য ব্লগারদের জন্য এই শিরোনাম নির্বাচিত করার ধরণটা অনুসরন যোগ্য বিষয় হতে পারে। আমরা যেন শুধু লেখায় নয়, শিরোনামে্র ক্ষেত্রেও মনোযোগী হই।
★খ্যাতিমান ব্যক্তিত্ব বিভাগ
প্রিন্সেস ডায়ানার নাম শোনেনি বিশ্বে এমন মানুষ বিরল। আমরা ইতিহাসের পাতায় বিভিন্ন ঐতিহাসিক ব্যাক্তি/ নারীদের নিয়ে লেখা পড়ি। তাদের জীবনে ঘটিত বড়-ছোট সব ধরনের ঘটনা/দূর্ঘটনা সব কিছু জানার প্রতি আমাদের মাঝে অন্যরকম কৌতূহল কাজ করে। প্রিন্সেস ডায়ানার জীবনী অন্যান্য নারীদের চাইতে আলাদা ছিলো। তিনি বড় মাপের সিনেমা-অভিনেত্রী ছিলেন না, অনেক বড় লেখক/গায়ক বা কর্তৃত্বপরায়ণ শাসক ছিলেন না। তিনি প্রথম জীবনে অভিজাত পরিবারের একজন সাধারণ মেয়ের জীবন যাপন করেছেন, পরবর্তীতে তিনি হয়েছিলেন ব্রিটিশ পরিবারের রাজবধু। বিশ্ববাসীর কাছে তিনি পরিচিত পেয়েছিলেন ব্রিটিশ প্রাসাদে আগমন করার পর থেকে। স্বামী/ পরিবার থেকে আলাদা হওয়া এবং দূর্ঘটনায় অকালমৃত্যু বরণ, প্রিন্সেসের যাপিত জীবনের প্রতিটি ধাপ, নিয়ে মনো-ব্যখ্যা সম্বলিত বিস্তারিত পোস্ট দিয়েছেন ব্লগার সৌবর্ণ বাঁধন।
খ্যাতিমান ব্যক্তিত্ব বিভাগে সৌবর্ণ বাঁধন এর ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলস পোস্ট নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু সমালোচনার সুযোগ নেই। এর আগেও তিনি এই বিভাগে অনেক ভালো কিছু পোস্ট দিয়েছেন। তবে প্রিন্সেস ডায়ানা’কে নিয়ে এই পোস্ট সেরা হয়ে থাকবে। সোনেলা ব্লগে এমন বিস্তারিত পোস্ট ইতিপূর্বে আর কোন ব্লগারের কাছ থেকে আসেনি। এমন পোস্ট দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করার জন্য লেখককে ধন্যবাদ ও অভিনন্দন।
★মুভি রিভিউ
মুভি রিভিউ বিভাগে পোস্ট এসেছে একটি। লিখেছেন ব্লগার রোকসানা খন্দকার রুকু–
হিন্দি ভাষায় নির্মিত ভারতীয় মুভি হেলিকপ্টার ইলা হিন্দি মুভি টি তিনি নিজের মতো করে উপস্থাপন করেছেন। চেষ্টা করেছেন প্রচলিত/ প্রফেশনাল রিভিউয়ারদের অনুকরণ না করে নিজের মতামত জানাতে। লেখকের এই বিষয়টি ভালো লেগেছে।
যেকোনো বই, গান, নাটক বা মুভি যেটাই হোক একটা হয়, কিন্তু পাঠক/দর্শক/শ্রোতা নির্দিষ্ট হয় না। প্রতিটি মানুষের বোঝাপড়া আলাদা, দৃষ্টি-দর্শন ভিন্ন হবে। রিভিউ পড়ে মুভিটা দেখার প্রতি আমার আগ্রহ জন্মায়নি। কারণ মুভির মুল বিষয়বস্ত সম্পর্কে পুরোটাই জানা হয়ে গেছে! এটাকে লেখক নেগেটিভ/পজেটিভ দুটোই ভেবে নিতে পারেন।
সোনেলা পেইজ, গ্রুপ এবং ব্লগে তার মুভি রিভিউটি পাঠক দ্বারা সমাদৃত হয়েছে।
★সমসাময়িক বিভাগ
সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্লগে অনেকগুলো লেখা এসেছে পুরো আগষ্ট জুরে। সব গুলো পোস্টে বিভিন্ন সমস্যা, সমাধান ইত্যাদি নিয়ে লেখকরা নিজ-নিজ আলোচনা রেখেছেন। তার মধ্যে ব্যতিক্রমী পোস্ট ছিল ব্লগার তির্থক আহসান রুবেল‘ র লেখা ইলিশ মাছ এবং একটি অমানবিক ঘটনা। ব্যতিক্রমী বলছি এই কারণে, সবাই সমসাময়িক বলতে সরকারি/বেসরকারি/বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের অসংগতি/ সাধারণ মানুষের ভুলত্রুটি ইত্যাদি বিষয় লেখায় তুলে ধরেন। সেখানে সামান্য মাছ নিয়ে কেউ সমসাময়িক লিখেছেন এটাই আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে।
ইলিশ আমাদের জাতীয় মাছ, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই মাছের বিস্তার হয়। আমরা প্রতিদিন খবরের পাতায়/টিভিতে/বাজারে/সুপার মলে/ এমনকি ফুটপাতে হাঁটার সময়ে দেখতে পারি হাজার-হাজার ইলিশ নিয়ে ক্রেতারা বসে থাকেন। দেখি আর ভাবি এত মাছ ধরা পড়ে! এত দাম! এগুলো কারা কেনে? কারা খায়! কারণ আমিও ঐসব মধ্যবিত্তদের দলে যারা এই অমূল্য ইলিশ চাইলেই কিনতে পারি না। নিজেকে বিরত রাখতে হয় এর বহু মূল্যের জন্যে এবং বিক্রেতাদের অসভ্য (বেশিরভাগ ক্ষেত্রে) আচরণের জন্যে। পোস্টে লেখক একটি প্রস্তাব রেখেছেন, এখানে দিলাম।
❝ইলিশ মাছ হচ্ছে এক প্রকার মাগনা মাছ। প্রাকৃতিকভাবে জন্ম এবং বেড়ে ওঠে। এর পেছনে পুকুর, খাবার, চাষাবাদ, শ্রমিক ইত্যাদি কোন খরচই নেই। যেটুকু খরচ সেটা সব সময়ের স্বাভাবিক খরচ। সেই মাছের এত দাম হবে কেন! ইলিশ মাছের দাম সরকারী ভাবে নির্ধারণ করা জরুরী। এখন আর নির্দিষ্ট সিজন নেই ইলিশ মাছের জন্য। সারা বছর বাজারে ইলিশ পাওয়া যায়। সেই মাছ সাধারণ মানুষের পাতে জায়গা নিতে এরকম অনেক অসম্মানজনক ঘটনা হয়ত ঘটছে। সেটা বাজারে কিংবা বাসাতে। ইলিশের দাম নির্ধারণের ব্যপারে জোর পদক্ষেপ সময়ের দাবী❞
লেখকের সাথে সহমত জানাচ্ছি। আমি/ আমরা চাই ইলিশ-নৈরাজ্যের অবসান ঘটুক।
★ইতিহাস বিভাগ
ব্লগার নার্গিস রশিদ লিখেছেন ইতিহাস বিভাগে। এবার তার লেখার বিষয় ছিল আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ধর্মের গোড়াপত্তন, ইতিহাস, বিবর্তন এবং পরিবর্তন সমূহ। ❝ ধর্ম দেশে দেশে, অতীতে, বর্তমানে ❞ নার্গিস রশিদ এর সব গুলো পোস্টই তার নিজস্ব গবেষণা লব্ধ ফল। তার প্রতিটি পোস্ট আমাদের দেখিয়ে দেয় একটা বিষয় নিয়ে মৌলিক লেখা লিখতে হলে কতটা তথ্যযোগ করতে হয় এবং কী পরিমাণ শ্রম দেয়ার পর একটি পোস্ট লেখা সার্থক হতে পারে। ব্লগার নার্গিস কে অনেক ধন্যবাদ তার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত পোস্ট গুলো সোনেলার মাধ্যমে প্রকাশ করার জন্যে। আমরা কৃতজ্ঞ তার প্রতি।
★সমসাময়িক কবিতা বিভাগ
উহু,সোনেলায় এমন কোন বিভাগ এখনো দেয়া হয়নি। কিন্তু থাকা উচিত ছিলো। সোনেলায় কিছু কবি আছেন যারা কবিতায় সমসাময়িক বিষয়বস্তু/ বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গুলো অত্যন্ত স্বচ্ছ ভাষায় কবিতার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন/দিচ্ছেন। ব্লগার হালিমা আক্তার তেমনই একজন। এমনিতে তিনি সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত পোস্ট দেন। এবার কবিতা লিখেছেন। পড়শী মোর কবিতাটিকে আমাদের সমজের রুগ্ন-মানসিকতা সম্পন্ন প্রতিবেশীদের নিয়ে লেখা চমৎকার একটি সমসাময়িক কবিতা বলা চলে। লেখকের প্রতিবাদী মনের স্ফুরণ ঘটেছে এই কবিতায়।
★ছবিব্লগ বিভাগ
সোনেলায় আসা অব্দি বহুজনের ছবিব্লগ পড়েছি/দেখেছি। তাদের বেশিরভাগই প্রফেশনাল ফটোগ্রাফার। তো স্বাভাবিক ভাবেই তাদের তোলা ছবি সুন্দর হবে, উন্নত টাইপের হবে। আর যদি ফটোগ্রাফির পাশাপাশি সে গ্রাফিকস আর্ট ডিজাইনার হিসেবে পরিচিতি লাভ করে তাহলে তার তোলা ছবি গুলো কি সুন্দর না হয়ে পারে! অতি সামান্য ছবি গুলোকে সে অসাধারণ বানিয়ে তুলতে পারে, যদি কিছু বাড়তি সময় ইউজ করে। ব্লগার সুপর্ণা ফাল্গুনী এই প্রথমবার সোনেলায় ছবিব্লগ বিভাগে পোস্ট দিয়েছেন। ক্যাপশনের সাথে ছবির মিল রাখতে হয়তো বেশি তাড়াহুড়ো করেছিলেন। কিন্তু যাইহোক তার কাছ থেকে এমন ব্যতিক্রমী পোস্ট পেয়েছি এটাই সুখের বিষয়। আমরা চাই তিনি আগামীতে এমন করে আরও অনেক-অনেক পোস্ট দিয়ে আমাদের আনন্দিত করবেন। সুপ্রিয় পাঠক, আপনারা চাইলে ব্লগার সুপর্ণা ফাল্গুনী‘র শাপলা ফুলের ছবিব্লগ ❝ শাপলার রাজ্যে কিছুক্ষণ❞ ঘুরে আসতে পারেন। আশা করছি আমার মত-ই পোস্ট পড়ে সকল পাঠকের দৃষ্টি প্রশান্তি লাভ করবে।
অতিরিক্ত কথন-
এই রিভিউ পোস্ট আমার ব্যক্তিগত পাঠ-প্রতিক্রিয়া। সোনেলা ব্লগ আয়োজিত সাপ্তাহিক রিভিউ পোস্ট দেয়ার ব্যাপারটি নিয়ে ব্লগ কর্তৃপক্ষ কাজ করছেন। ব্লগে রেটিং পদ্ধতি চালু হওয়ার পরে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত পোস্ট নিয়ে ব্লগাররা (গ্রুপ এডমিন/মডারেটর/সহ ব্লগার) নিয়মিত রিভিউ পোস্ট দিবেন।
৪১টি মন্তব্য
ত্রিস্তান
গত কয়েক দিন ধরে থুক্কু কয়েক ঘন্টা ধরে আমি একজনকে খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম একট হারানো বিজ্ঞপ্তি ঝুলাবো কি না? যাক অবশেষে আমার চৈতন্য ফিরিয়ে দিয়ে এতো বড় একটা রিভিউ পোস্ট নিয়ে হাজির হলেন। আপনার সরব উপস্থিতি না থাকলে ব্লগ যেন হিমশীতল বরফের নিচে পড়ে থাকে।
সাবিনা ইয়াসমিন
শুনে ভালো লাগলো! অনলাইনের দুনিয়ায় কেউ কারো নয় এটা জেনে-বুঝেই এখানে বিচরণ করি। তবুও যখন শুনি কেউ আমাকে মিস করে/করছে, এই ব্যাপার টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়।
সোনেলা উঠোনে সবাইকেই লাগবে অনন্য, আপনাকেও। নিয়মিত লিখুন। সোনেলার সাথে থাকুন।
শুভ কামনা 🌹🌹
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ আমার পোস্ট নিয়ে আলোচনা করার জন্য। আমি ইতিমধ্যে আমার আইনজীবীর সাথে কথা বলেছি। এই সপ্তাহে আমি প্রথমে ভোক্তা অধিকারে অভিযোগ করবো। তার ফলাফলের উপর নির্ভর করে আমি আদালতে ‘ইলিশ মাছের মূল্য নির্ধারণ’ ইস্যুতে রিট দাখিল করার আগ্রহ জানিয়েছি আইনজীবীকে।
সাবিনা ইয়াসমিন
লেখা যদি জনস্বার্থে হয় তাহলে সেখানে আলোচনা করা আবশ্যক হয়ে পড়ে। আপনার আগ্রহ-উদ্যেগ সফলতা লাভ করুক। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর আয়োজন।
এখানে উল্লেখিত সব লেখা আমার পড়া হয়নি
তবে যেগুলো পড়েছি প্রতিটি লেখাই ভালো লেগেছে।
প্রিয় ব্লগার ‘আরজু মুক্তা’র ’হঠাৎ বৃষ্টি’ আমার কাছে অতুলণীয় মনে হয়েছে।
অনেক অনেক শুভ কামনা রাখলাম আপনার জন্য।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
আপনিও ভালো থাকবেন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে লেখক তার ত্রুটিগুলো কাটিয়ে নিজেকে আরও তৈরি করতে পারবে।
লেখা হলো নিজস্বতা, মনের আনন্দ মিলিয়ে মিশেল একটা অনুভূতি। কারও ভালো লাগলেই কিছুটা বাড়তি আনন্দ যোগ হয়; এর বেশি কিছু না।
সকল সহব্লগারদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা অনেক ভালো লেখেন। এমনি করে সমুজ্জল রাখুন সোনেলা প্রাঙ্গন।
আর পোষ্টদাতার জন্য সত্যিই অনেক কষ্টের এতোগুলো লেখাকে ঝেডে মুছে নেয়াটা। তার জন্য অনেক অনেক ভালোবাসা ও হাতব্যাথার ওষুধ নাপা দেয়া রইলো!!!শুভ সকাল!
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক ধন্যবাদ হাত-ব্যথাকে তুচ্ছে রেখে বিরাটকায় মতামত দেয়ার জন্য।
কিছু নাপা আপনার জন্যেও স্টকে রাখুন, হয়তো শিগগিরই দরকার হবে।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু আপনার বিশ্লেষণ আমাকে লেখার ব্যাপারে উৎসাহিত করার পাশাপাশি লেখার প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। ইন শা আল্লাহ্ আপনার সুন্দর পরামর্শ অনুযায়ী লেখার বিষয়ে আরও সতর্ক এবং যত্নবান হবো। শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
আপনাকে উৎসাহিত করতে পেরেছি জেনে ভালো লাগলো। আমরা যদি সবাই সহব্লগারদের পাশে থাকি, তাদের লেখায় যথাসাধ্য হেল্প করি তাহলে নিজেরাই উপকৃত হবো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সবারই উচিৎ সবাইকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করা। ধন্যবাদ আপু।
আলমগীর সরকার লিটন
আসলেই আমি একটা বিষয় ভুলেই গেছি ব্লগে অনেক দিন যাবৎ লেখালেখি করছি বিষয়গুলো জানি কিন্তু কোথায় জানি প্রশ্ন থেকেই গেলো
তারপরও সেই জায়গাতেই সে পরলাম—————- আজও পরিস্কার হতে পারলাম না
সাবিনা ইয়াসমিন
আপনি কি বলেছেন বুঝিনি লিটন ভাই। কি পরিস্কার নয়?
আলমগীর সরকার লিটন
না বুঝাই ভাল করেছেন প্রিয় সাবিনা আপু বুঝার সদকার নেই
রেজওয়ানা কবির
আশা করি রিভিউ পোস্টে আমরা সকলেই যার যার নিজের লেখার আরও উন্নয়ন ঘটাতে পারবো। আসলে নিজে নিজের ভালো টা বোঝা যায় কিন্তু কোথায় আরও ভালো করলে বেশি ভালো হতো,বা কোথায় ভুল তা অন্যের সাহায্য ছাড়া সম্ভব নয়। সে ক্ষেত্রে সমালোচনা খুবই জরুরী।
আপু আপনাকে ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্ট দেয়ার জন্য। পাশাপাশি সহব্লগারদের ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
সুন্দর মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ।
নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
এ ধরনের রিভিউ পোস্ট ব্লগারদের উৎসাহ বাড়াবে।ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো এমন একটি পোস্ট পেয়ে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আসলে শাপলা বিলের কথাই জানাতে চেয়েছি। বিস্তারিত বা সাহিত্য এখানে নিয়ে আসতে চাইনি। আমার অনুভূতি টাই শেয়ার করেছি। হয়তো আরো সুন্দর করে উপস্থাপন করা যেতো সে ব্যাপারে পরবর্তী পোস্টে ভেবে দেখবো। আপনার মতো শুভাকাঙ্ক্ষী পাশে থাকলে অনেক কিছুই সম্ভব। আশীর্বাদ করবেন। সবার লেখাই পড়েছি এখানে উল্লেখ করা পোস্ট গুলো। সবাই খুব ভালো লিখেছেন, লিখছে। সবার জন্য ই শুভ কামনা রইলো।
ভালোবাসা অফুরান 🌹🌹🌹🌹
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুপর্ণা।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
হালিমা আক্তার
খুব গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। আশাকরি রিভিউ পোস্টের মাধ্যমে আমরা নিজেদের লেখার উত্তরণ ঘটাতে পারবো। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো। শুভ ব্লগিং 🌹🌹
রিতু জাহান
রিভিউ পোস্ট দারুন হইছে
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
সুন্দর বিশ্লেষণে নূতন সংযোজন, নিয়মিত হলে পাঠক-লেখক উপকৃত হবে।
সাবিনা ইয়াসমিন
রিভিউ নিয়মিত হোক। সহব্লগাররা সবাই সবার পাশে থাকবে, এটাই কাম্য।
শুভ ব্লগিং 🌹🌹
আরজু মুক্তা
ভালো লাগলো। পাঠক সমাদৃত হয়েছে ছোট গল্প এজন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা আমার লেখা পড়েন। আর সোনোলাকে শুভেচ্ছা যার জন্য হাতটা তৈরি হয়েছে। সেদিন আমার জন্মদিন ছিলো। তাই চেয়েছিলাম, এমন গল্প দিয়ে সবাইকে লেখার ভালোবাসায় আবদ্ধ করতে। আমি আপ্লুত এবং কৃতজ্ঞ।
নিশ্চয় এই রিভিউ থেকে পাঠকরা জানতে পারবে, অন্যরাও অনেক ভালো লিখেন।
জয়তু সোনেলা।
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
ব্লগে সবাই নিজ-নিজ ক্ষেত্রে অনেক ভালো লেখেন। এখানে ভালো লেখকদের সেরা পোস্ট গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। (ব্যক্তিগত ভাবে)।
মতামতের জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং 🌹🌹
দালান জাহান
সাহিত্য বোদ্ধাদের এমন রিভিউ আমাদের অনেক কিছু শিখতে বলে। ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ ব্লগিং 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর।।।
শুভকামনা রইল সতত।।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভ কামনা আপনাকেও।
শুভ ব্লগিং 🌹🌹
জিসান শা ইকরাম
অপূর্ব ভাই, লেখাটি কেন সুন্দর মনে হলো? !!
জাহাঙ্গীর আলম অপূর্ব
লেখার সার্বিক মান ভালো….
জিসান শা ইকরাম
এই রিভিউ লিখতে গিয়ে সপ্তাহে প্রকাশিত সমস্ত লেখাই আপনাকে পড়তে হয়েছে। এরপর আপনার কাছে সেরা মনে হওয়া লেখাগুলো সম্পর্কে রিভিউ লিখেছেন। এটি অত্যন্ত কস্টসাধ্য কাজ। এত কস্ট করে এই পোস্ট দেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
এমন রিভিউ লেখকদের লেখার উৎসাহ এবং মানোন্নয়নে সাহায্য করবে।
তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে যাদের লেখা এই রিভিউতে যাদের লেখা নেই তারা অনেকেই এই পোস্টে অনুপস্থিত।
শুভ কামনা আপনার জন্য।
সাবিনা ইয়াসমিন
যাদের লেখার রিভিউ দেয়া হয়নি তারা অনেকেই এই পোস্টে আসেননি, এটা দুঃখজনক। আবার আনন্দদায়ক ব্যপার হলো এখানে অনেকেই স্বতঃস্ফূর্ত হয়ে সহব্লগারদের শুভেচ্ছা দিতে এসেছেন যাদের পোস্ট রিভিউতে রাখা হয়নি।
ভালো মন্দ মিলিয়েই জগৎ তৈরি হয়, সোনেলাও এমন সবাইকে নিয়ে গড়া হয়েছে।
মতামতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ এই লেখার জন্য। প্রতিটি লেখা পড়ে বিচার করার মতো এতো নিঃখুত কাজ করতে যে প্রচেষ্টা করতে হয় তা অতুলনীয়। রিভিউ লেখার রীতি যেমন মানুষকে উৎসাহিত করে তেমন সবার মাঝে সাহিত্য সমালোচনার সৃষ্টিশীল বোধকে জাগ্রত করে। রিভিউ হতে পারে যেকোন ব্লগের অন্যতম সৌন্দর্য। এই রীতি অব্যাহত থাকুক। আপনাকে শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখাটির মাণ অনুযায়ী রিভিউ দিতে আমি ব্যর্থ। শুধু চেষ্টা করেছি নিজের ভালোলাগা টুকু প্রকাশ করতে।
আরও অনেক অনেক লিখুন। ভালো থাকুন সৌবর্ণ।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
অসম্ভব কঠিন একটি কাজ বিশ্লেষন আর এই বিশ্লেষন অন্য লেখকগণকে লেখার আগ্রহী করে তোলে। আর আপনার এওি কঠিন কাজের জন্য অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ।
সাবিনা ইয়াসমিন
আপনাকে অশেষ ধন্যবাদ ভাইজান। আপনি/আপনারা পাশে থাকেন বলেই সোনেলায় বিচরণ করতে আনন্দ পাই। যা চাই প্রান খুলে প্রকাশ করি।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা নিরন্তর 🌹🌹
মোঃ মজিবর রহমান
আছি, থাকব ইনশা আল্লাহ।