**(ক-গ / খ-ঘ ছন্দে লেখা একটি কিশোর কবিতা)**
চল সখিনা আজকে যাবো তেরো নদীর পার
প্রাক-বোশেখে যেথায় বসে কালীতলার মেলা।
সেখানে থেকে আনবো কিনে সপ্ত ফুলের হার
চোখ জুড়িয়ে দেখবো সেথা সাপ-বানরের খেলা।
—
নারে ছোটন আর যাবোনা ঐ না বটের তলে
নিত্য নাকি ঐখানেতে ভূত-পেত্নীর বাস।
খোকা খুকুর রক্তে নাকি ওদের দিবস চলে
কাল খেয়েছে দশটা গরু,বিশটা পাতিহাঁস।
—
ওসব কিছু সত্য না রে কল্প কথার মালা
সেথায় আছে রঙের মানুষ,নানান রঙের সাজ।
শুনবো জারি-ভাটিয়ালী,মন্ত্রমুগ্ধ পালা
আনবো কিনে পুতুল,ঘুড়ি শেষ বিকালে আজ।
———————-0 0———————-
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
ভীষণ ভালো লাগলো লেখা ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
কামাল উদ্দিন
দুর্দান্ত হয়েছে ভাই, কোথাও এতটুকু ছন্দ পতন নাই। শুভ রাত্রি।
হালিম নজরুল
অফুরান ভালবাসা ভাই।
ছাইরাছ হেলাল
জটিল ছন্দ,
তবুও
পড়তে আনন্দ।
হালিম নজরুল
ভালবাসা রইল ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ছন্দের যাদুকর হয়ে গেলেন তো। ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
হালিম নজরুল
ওরে বাবা! এইটা কি কন! একটু চেষ্টা মাত্র।
প্রদীপ চক্রবর্তী
চমৎকার একটা কবিতা উপহার দিলেন।
শুভকামনা দাদা।
হালিম নজরুল
শুভকামনা দাদা।
জিসান শা ইকরাম
ছন্দের কবিতা ভালো লাগলো।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাইজান।
আরজু মুক্তা
আর দুই লািন লিখলে দারুণ একটা সনেট হতো।
ছন্দে মিল ভালো লাগলো
হালিম নজরুল
তাই নাকি! খেয়াল করিনি তো।
রেহানা বীথি
আমি ছন্দ মেলাতে গেলে ঘেমে যাই। সেকারণে ওপথ মাড়াই না। দারুণ লাগলো আপনার অপূর্ব কবিতাটা।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা আপু।
নীরা সাদীয়া
ছন্দে ছন্দে দারুন লাগলো পড়তে।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল।