
*আমি জন্ম হতেই বর্তমান, আমি অতীত হব মৃত্যুতে। আমি ভবিষ্যত হব আমার রক্তকোষের দ্বি-বিভাজনে……*
যার লেখনীর ধারে বর্তমান ,অতীত, ভবিষ্যতের এমন এক অমোঘ চিত্র ফুটে উঠেছে।
তিনিই তো কালপুরুষ!!!
শরতে যার জন্ম, তাঁর প্রিয় ঋতু শরত হেমন্তই তো হবে! রাশিফল টল আমি খুব একটা বিশ্বাস করিনা ।গ্রহ নক্ষত্রের হিসেব নিকেশ, চন্দ্র সুর্যের টানে জোয়ারভাটা এসবই নির্ধারিত মহান স্রষ্টা রাব্বুল আলামিনের। এমনই কোনো ক্ষনে জন্ম রংপুরের কোনো অভিজাত সম্ভ্রান্ত পরিবারে আদরের ছোট্ট ছেলেটি। কালের বিবর্তনে যার পরিচয় হয়ে উঠেছে কালপুরুষ। ভীষণ ঘরোয়া( হোমোসেপিয়ান ) টাইপ মানুষ তিনি। সোনেলা ব্লগের প্রাণপুরুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিরলস প্রচেষ্টায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের খুব প্রিয় ব্লগার তৌহিদ।
আজ তাঁর জন্মদিন। গতকাল আমার পোষ্ট প্রকাশিত হওয়াতে ২৪ ঘন্টার বাঁধাধরা ছকে আটকে গেছি। নইলে রাত ১২টার পরেই এই শুভেচ্ছা পোষ্ট প্রকাশিত হওয়া উচিত ছিলো। তৌহিদ ভাই এর কাছে সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
সাথে সাথে তাঁকে আমার পক্ষ থেকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা, শুভ কামনা আর অনাগত প্রতিটি দিনের জন্য রইলো শুভাশিস ।
তদুপরি সোনেলা ব্লগের সকল ব্লগার পাঠক এবং শুভানুধ্যায়ী পক্ষ থেকে জানাই রাশি রাশি শুভেচ্ছা শুভ কামনা। ভালো থাকবেন সবসসয় মহান সৃষ্টিকর্তা সকল রহমত আপনার এবং আপনার পরিবারের প্রতি বর্ষন করুন…..আমিন🌹🌹
৩৬টি মন্তব্য
শবনম মোস্তারী
সুপ্রিয় ব্লগার তৌহিদকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।🌹🌹
সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন।
অনেক অনেক শুভকামনা রইলো।
তৌহিদ
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
তৌহিদ ভাইয়ের জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈশ্বর মঙ্গল করুন। বন্যা আপুকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার জন্য শুভেচ্ছা পোস্ট উপহার দেবার জন্য। উনি আমাদের সবার প্রিয় সোনেলার সোনা বাবু। তৌহিদ ভাই ও বন্যা আপুর জন্য বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনাকেও দশমীর শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
কাজ থাকায় শুধু জন্মদিনের শুভেচ্ছা জানালাম, বিস্তারিত মন্তব্য নিয়ে আসছি রাতে।
সহ ব্লগারকে নিয়ে এমন একটি জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ তোমাকে।
হ্যা তিনিই কালপুরুষ।
শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই, সুস্থ থাকুন এটাই প্রার্থনা।
উর্বশী
শুভ জন্মদিন।
এই দিনটি বারে বারে ফিরে আসুক। অনাবিল সুখ,শান্তি সমৃদ্ধি হোক।পৃথিবীর গাছে ফোটা সকল সুবাসিত ফুল তৌহিদ ভাইয়ার জন্য।
বন্যা আপুর জন্যও সুবাসিত ফুল ও বিজয়ার শুভেচ্ছা।
দুজনেই দীর্ঘ জীবি হন। অফুরান শুভ কামনা সব সময়।
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনাকেও শুভেচ্ছা অফুরান।
সুপায়ন বড়ুয়া
“জেনে রেখো আমি আছি
জোনাকির মায়াবী আলো হয়ে; “
পাশে থাকার এই অভয় বানী পাওয়ার পর
আাপনার শুভেচ্ছাটুকু উপড়ি পাওয়া শুধু তৌহিদ ভাইয়ের জন্য প্রযোজ্য।
আমি শুধু বলি।
“শুভ জন্মদিন ভাই
আসুক ফিরে বারে বারে
সুস্থ সবল শরীরে। “
শুভ কামনা আপু।
তৌহিদ
আপ্লুত হলাম ভাই। ভালো থাকুন আপনিও।
তৌহিদ
এমা! এতো এলাহি কান্ড! অভিভূত হলাম আপু। আসছি একটু পরেই।
ধন্যবাদ অশেষ! 🌹
মনির হোসেন মমি
শুভ জন্মদিন প্রিয় ভাইটি।
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া। শুভকামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার তৌহিদ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থাকুন, সব দিন আনন্দে অতিবাহিত হোক এই দোয়া করি।
সহ ব্লগাররের জন্মদিনের শুভেচ্ছায় এত সুন্দর আয়োজনের জন্য আপনাকেও অভিনন্দন সহ ধন্যবাদ প্রিয় ব্লগার বন্যা লিপি ❤️❤️
তৌহিদ
ধন্যবাদ আপু। শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন এটাই প্রার্থনা।
রেজওয়ানা কবির
সবসময় ভালো থাকেন,সুস্থ থাকেন ভাইয়া।
শুভ জন্মদিন💙
এতদিন ভাবতাম হয়ত আপনি রংপুরে থাকেন কিন্তু আপনার জন্মস্থান রংপুর শুনে অতিরিক্ত বেশি ভাল লাগল, আমার জন্মস্থান রংপুর আমার বেড়ে ওঠা, ইনশাল্লাহ তবে দেখা হবে আপনার আর শবনম ভাবীর সাথে কোন একদিন।একই এলাকার বলে কথা,,,, ভালো থাকবেন এই কামনা।
রেজওয়ানা কবির
বন্যা আপুকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য ।
তৌহিদ
ধন্যবাদ আপু। দেখা হবে নিশ্চই।
তৌহিদ
আমি জন্মদিনের বিষয়টি গোপনই রেখেছিলাম। আমার বোনেরা প্রকাশ করেই দিলো। ভালোই হয়েছে, এতসুন্দর একটি শুভেচ্ছা পোষ্ট উপহার পেলাম, সেইসাথে পেলাম সকলের ভালোবাসা।
অনেক ধন্যবাদ বন্যা আপু। আপনাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন, সুস্থ থাকুন এটাই প্রার্থনা।
নাজমুল হুদা
অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ভাইয়া।
ভালো থাকবেন সবসময় 😍
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থেকো।
আলমগীর সরকার লিটন
তৌহিদ দার শুভ জন্মদিন বেঁচে থাকুন অনেক দিন
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা ভাই।
রেহানা বীথি
প্রিয় ছোটভাই তৌহিদকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভালো থাকুন, আনন্দ সঙ্গী হোক সবসময়ের।
তৌহিদ
দোয়া রাখবেন আপু। শুভকামনা আপনার জন্যেও।
মোঃ মজিবর রহমান
সকল নক্ষত্রের মাঝে উজ্জ্বল
সকল লেখায় যাঁর দৃঢ়মান
সব বাঁধা ডিঙ্গিয়ে অগ্রসরমান
তিনিই আমাদের তৌহিদ ভাই।
তৌহিদ
আপ্লুত হলাম ভাই। দোয়া রাখবেন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ আপনার সর্বদা মঙ্গল করুক।
আরজু মুক্তা
সুন্দর সুন্দর লেখনি দিয়ে আমাদের মায়ার বন্ধনে রাখেন। এটা আমাদের চাওয়া।
আর সবসময় চাই আপনি সুস্থ থাকুন।
শুভ হোক প্রতিক্ষণ।
শুভ হোক জন্মদিন।
তৌহিদ
ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্যেও।
খাদিজাতুল কুবরা
তৌহিদ ভাইয়াকে জন্মদিনের অশেষ শুভেচ্ছা জানাচ্ছি।
আর বন্যা আপুকে ধন্যবাদ এতো সুন্দর লেখনীতে প্রিয় ব্লগার তৌহিদ ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছা পোস্ট করার জন্যে।
দু’জনকেই সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। দোয়া রাখবেন।
জিসান শা ইকরাম
ব্লগার তৌহিদ তার বিভিন্ন পোস্ট, পোস্টের লেখার কনটেন্ট, লেখার প্রতি আর আন্তরিকতা, ব্লগের প্রতি তার মমতা, সহ ব্লগারদের প্রতি সন্মান, তাদের উৎসাহ প্রদান ইত্যাদির মাধ্যমে একজন পরিপুর্ন ব্লগার হয়ে উঠেছেন।
তিনি নিজে লেখেন, অন্যদেরও লেখান।
প্রায় সবার ক্ষেত্রেই নিয়মিত শুভেচ্ছা পোষ্ট দেন তিনি।
তার জন্য অনেক অনেক শুভ কামনা।
তৌহিদ
আমি আসলে ব্লগের প্রতি ভালোবাসা থেকেই সহব্লগারদের নিয়ে লিখি। যার ফলশ্রুতিতে আমাকে যে সম্মান সকলে দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ ভাইয়া।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভাই।
রোকসানা খন্দকার রুকু
ফেসবুকে শুভ জন্মদিন জানিয়েছি। অসাধারন লেখনির সাথে চাই আমাদের ভাই সারাজীবন হাসিখুশি দুষ্টুমিষ্টি জীবন কাটাক। কিন্তু মিষ্টি টিষ্টি খাওয়াইয়েন। আমার ডায়া টায়া নাই।
শুভ কামনা।
তৌহিদ
আপনাদের দোয়া সবসমই কাম্য। আপনার জন্যেও শুভকামনা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।