
এখন করোনা কাল
আসুক ফিরে সময়, কাটুক দু:সময়।
দিন যায় মাস ভয়ে আতঙ্কে কাটে বারমাস
কখন আসে খবর কাগজের প্রথম পাতায়
অজানা ঘাতক দরজায় নাড়ে কড়া
জীবনের পাতায় দেয়না কেউ সাড়া
প্রতিবেশী আজ দেখে না চোখ তুলে
বলে না কেউ আর থাকো নির্ভয়ে
পাশে আছি আজো যদি যাও পথ ভুলে।
বন্ধু কতদিন হয় না দেখা
কাটে না সময় এক সাথে পথচলা
কথার মাঝে খুনশুটি হাসি আলাপন
যেখানে আজ ভর করে ভয়
আতঙ্কে কেটে যায় ক্ষণ
তবু ও হতো সময়ে সময়ে দূরালাপন
এখন তাও গেছ ভুলে বিষন্নতায় ছেয়ে গেছে মন।
তবু ও আশায় বাঁধি বুক
ফিরে পাবে পথ ঘটে যাওয়া জীবনের ছন্দপতন
আনন্দে উতলা হবে আমার হাসি খুশী মন
ফিরে পাবে প্রাণ, বেঘোরে হারানো জীবনের গান
পাখিরা গাইবে গান, শিল্পীরা ফিরে পাক সুরের তান।
এখন করোনা কাল, সাবধানে থাকো বন্ধু
ফিরে পাবে জীবনের সুর, তাল ও ছন্দালয়
আসুক ফিরে সময়, কাটুক যে দু:সময়।
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সাবধানে থাকতে থাকতে সাবধানতা কখন যেন বিরক্তি নিয়ে আসে।
এ অনিঃশেষ অপেক্ষা আমাদের শ্রান্তির শেষ বিন্দু দেখাচ্ছে।
জানি বিধাতার করুণা ভিন্ন কোন রাস্তা নেই।
সে অপেক্ষায় দিন গুনি।
সুপায়ন বড়ুয়া
মহরাজ আসে প্রথম পাতায়
আশার বাণী নিয়ে
তিনি ও আজ থাকে আমার মতো
ধৈর্যকে বলী দিয়ে
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
এখন করোনা কাল, সাবধানে থাকো বন্ধু
ফিরে পাবে জীবনের সুর, তাল ও ছন্দালয়
আসুক ফিরে সময়, কাটুক যে দু:সময়।…
এই কথা গুলো এখন নিজেই নিজেকে বলতে পারি না দাদা। মনের জোর চলে যাচ্ছে দিন-মাসের আতংক সয়ে। অন্ধকার দিন, অনিশ্চিত আগামী সব কিছু গ্রাস করে নিচ্ছে। সুদূর আগামীতে আশা পুরণ হবে কিনা জানা নেই, তবুও চাই আলো আসুক। নব প্রজন্মের মুক্ত হাসির আলোয় উজ্জীবিত হোক সমস্ত পৃথিবী।
ভালো থাকুন দাদা,
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
তবুই তো আপু থাকি আশায়
সোনালী দিনের প্রত্যাশায়।
মনোবল রাখি অটুট
যাক না কেটে দুরাশায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা সবকিছুতেই এখন সীমিত আকার ধারণ করেছে। আড্ডা, ঘোরাঘুরি, একসাথে পথচলা, কারো মৃত্যু এখন সবকিছুতেই যেন পানসে রং ধারণ করেছে। আগের স্বাভাবিক আচরণ গুলোই এখন অস্বাভাবিক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
স্বাভাবিক আচরণ আর প্রত্যাশিত নয় দিদি
সবাই ভয়ে আতঙ্কে আছে। বলতে পারেন
পরিবেশ বাধ্য করেছে।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
অসাধারণ লেখনী
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
আতা স্বপন
করোনা কাল। সাবধান থাকা জরুরী। কিন্তু একঘেয়ে হয়ে গেছে। কেন জানিনা মরন দেখতে দেখতে মরনকে এখন তেমন ভয়ংকর মনে হয় না।
তবুও সাবধানতাই মূল কথা। ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
আবার ভয়ে থাকতে থাকতে দড়িকে ও সাপ মনে হচ্ছে। সাবধানতার বিকল্প নাই।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
জীবনের পাতায় দেয়না কেউ সাড়া
প্রতিবেশী আজ দেখে না চোখ তুলে
বলে না কেউ আর থাকো নির্ভয়ে
পাশে আছি আজো যদি যাও পথ ভুলে।
————-ভাললাগা পঙিক্ত
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান। ভাল লাগার জন্য
ভাল থাকবেন সবসময়। শুভকামনা।
বন্যা লিপি
অসহনীয় হয়ে উঠছি দিন দিন, করোনাকালের এই দুঃসময় কবে কাটবে স্রষ্টা জানেন ভালো।
ফোনকলেও আর কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না।সাবধানে থাকতে থাকতেও সাবধানতায় শিথিলতা চলে আসছে। যা থাকে কপালে। মরতে তো হবেই যেভাবে চাইবেন মহান স্রষ্টা।
তবু বলি ভালো থাকবেন। সাদধানে থাকবেন।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
তবুতো থাকি আশায়। কেটে যায় দিন
আসুক ফিরে আবার সবারি সুদিন।
ভাল থাকবেন সবসময়। শুভকামনা।
বন্যা লিপি
সাদধানে> সাবধানে
পার্থ সারথি পোদ্দার
সমসাময়িক কবিতাটি বেশ ভালো লেগেছে।
বর্তমান বাস্তবতায় অনেকটাই প্রাসঙ্গিক।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাল লাগার জন্য।
কেটে যায় সময় সুদিনের জন্য।
ভাল থাকবেন সবসময়। শুভকামনা।
শান্ত চৌধুরী
তবু ও আশায় বাঁধি বুক
ফিরে পাবে পথ ঘটে যাওয়া জীবনের ছন্দপতন
আনন্দে উতলা হবে আমার হাসি খুশী মন
ফিরে পাবে প্রাণ, বেঘোরে হারানো জীবনের গান
পাখিরা গাইবে গান, শিল্পীরা ফিরে পাক সুরের তান।
প্রাণ ফিরে আসুক প্রণে
সতত শুভ কামনা সতত
সুপায়ন বড়ুয়া
আবার আসুক ফিরে প্রাণ
গেয়ে যাব জীবনের গান।
ভাল থাকবেন সবসময়। শুভকামনা।
কামাল উদ্দিন
সবার একই অপেক্ষা কবে দূর হবে এই করোনা কাল……ভালো থাকবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
করোনা পরিসমাপ্তির আশায় দিন গুনে যাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
আজ অনেকদিন পরে এক বড় মিলাদে গেলাম। প্রচুর বন্ধু বান্ধব পরিচিত জনের সাথে দেখা। অনেকদিন পরেই দেখা সবার সাথে। সবার মাঝেই উচ্ছাস তবে সাবধানী প্রকাশ। আমাদের প্রকাশটাও পালটে দিলো করোনা।
সব স্বাভাবিক হোক আবার।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সহমত। সবাই সাবধানী আচরন করছে
কেউ অসবাধনায় বিপদ ডাকছে।
সুদিনের প্রতীক্ষায় কাটে দিন।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
তৌহিদ
এই গুমোট সময় আর ভালো লাগছেনা। কতদিন কত জনের সাথে দেখা হয়না, মন খুলে গল্প হয়না! কেটে যাক এই বিষণ্ণতা।
ভালো থাকুন দাদা।
সুপায়ন বড়ুয়া
কখন কাটবে এই দু:সময়
ততদিন থাকি প্রতীক্ষায়।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
আরজু মুক্তা
আর ভালো লাগেনা।
সুসময় আসুক
সুপায়ন বড়ুয়া
কি আর করা। ধৈর্য্য ধরা।
সাবধানে থাকা।
ভাল থাকবেন। শুভ কামনা।
নিরব সাগর
কাটুক দুঃসময় সবার চাওয়া
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা