
শিশির ভেজা কুহেলিকা আচ্ছন্ন করে রেখেছে তোমার-আমার পথচলা;
তবুও পথ চলছি মহাকালের গর্ভে দুঠোঁটের আমন্ত্রণে।
গন্তব্যবিহীন ছুটে চলায় কালের গর্ভে হারিয়ে যায় উপপাদ্য।
পৌরাণিক-কাব্যে বৃষ্টিভেজা প্রণয় অদৃশ্যের বেড়াজালে বন্দী;
তোমার-আমার হাতযুগলে ফাল্গুনী পূর্ণিমা মাখামাখি;
চোখের মহাসড়কে দীর্ঘ যানজট -পথ আগলায় বিধিনিষেধের ট্রাফিক।
মস্তিষ্কের অনুরণনে সম্পাদ্যের আঁকিবুঁকি; গতিবিদ্যার আগ্রাসনে স্থিতিশীলতার পরাজয় হয়েছে।
স্বপ্ন-ঘেরা পদাবলী জীবন সংগ্রামে কলুষিত, ধূসর মেঘগুলো দলছুট অনাবৃত আকাশের আবক্ষে।
উড়ন্ত বলাকা শরতের কাশবনে আর্তনাদের স্বরলিপি বুনে যায়;
খাঁচায় বন্দী তোমার-আমার সঞ্চারিণী বুনো-শালিকের প্রেম;
যুক্তিবিদ্যার প্রচন্ড বেগে ঝরে পরছে কর্পোরেট মুখোশ।
১৯টি মন্তব্য
মনির হোসেন মমি
মাথার উপর দিয়া গেল যেন জেট বিমান।
হাজিরা দিলাম।আবার আসছি।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্য ধন্যবাদ ও অভিনন্দন ভাইয়া। জেট বিমান 🤣🤣! সমস্যা নেই। পাশে থাকার জন্য কৃতজ্ঞ
মোঃ মজিবর রহমান
সব আছে কিছুই নাই
জীবনটা এভাবেই চলে যাই
আইন আছে প্রয়োগ নাই
মাথা আছে মাথা ব্যাথা নাই
বই আছে পাঠক নাই
বিভিন্ন পথ আছে পথিকের সুরুচি নাই
মায়া আছে আবেগ নাই
ভাই/বোন আছে দরদ নাই
বাবামা আছে কদর/সেবা নাই
সবই আছে দেখার মানুষ নাই।
এই যা বললাম ইচ্ছে নাই।
স্বল্প সময়ে সঠিক বলতে পারলাম না।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অফুরন্ত শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং
সুপর্ণা ফাল্গুনী
শুভ ব্লগিং। ধন্যবাদ ভাইয়া
বোরহানুল ইসলাম লিটন
প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
অতুলণীয় শব্দ চয়ণ ও উপমার সমাহার।
নিঃসন্দেহে হৃদয়ছোঁয়া নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
বেশ কয়েকদিন পর আপনার কবিতা পাঠ করলাম কবি দিদি কেমন আছেন?
ভাল থাকবেন সব সময়
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আছি মোটামুটি। আপনি কেমন আছেন?
নার্গিস রশিদ
অপূর্ব কাব্য । ভালো থাকবেন ।
সুপর্ণা ফাল্গুনী
পড়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন
হালিমা আক্তার
চমৎকার শব্দ শৈলী, অনবদ্য প্রকাশ। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
হেভি যানজট সে তো বুঝতে পারছি, দেখতে পাচ্ছি না সেটাই সত্যি।
যাক, লিখলেন শেষে, অবশেষে।
সুপর্ণা ফাল্গুনী
হুম লিখলাম ভাইয়া, আশীর্বাদ করবেন। কেমন আছেন? শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের ভাল রেখেছেন, আপনিও ভাল থাকবেন।
খাদিজাতুল কুবরা
কি লিখেছেন দিদি ভাই!
জীবন দর্শনের কী অনবদ্য উপলব্ধি!
“তবুও পথ চলছি মহাকালের গর্ভে দুঠোঁটের আমন্ত্রণে।”
এখন এটাই ট্রেন্ড, মুখে মুখ, তালে তাল মিলিয়ে চলা।
“চোখের মহাসড়কে দীর্ঘ যানজট -পথ আগলায় বিধিনিষেধের ট্রাফিক”
অপ্রয়োজনীয় সামাজিক অবকাঠামো কখনো কখনো আমাদেরকে কয়েদ করে রাখে সেটা জেনে ও চুপ থাকি, থাকতে হয়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু । চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞ। শুভ রাত্রি