করোনা একটু কম ভয়াবহ!

রাফি আরাফাত ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ০১:১৮:৩১অপরাহ্ন অন্যান্য ২৮ মন্তব্য

কালকে করোনা ভাইরাসে আক্রান্ত হইছে ৩ জন,এখন অব্দি একজনও মরে নি। কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় এখন অব্দি ৫ জন মারা গেছে। করোনার থেকেও বড় ভাইরাস দেশে এখনো আছে।

ভাবুন কোথায় দাঁড়িয়ে আছেন। মাস্ক কিনতে গিয়ে পিছনের গাড়ি আসে চাপা দিতে পারে কিন্তু। করোনার আপডেট পড়তে পড়তে রাস্তা পার হতে গিয়ে চাপা পরতে পারেন কিন্তু। করোনা হলেও কিছুদিন বাঁচবেন,কিন্তু গাড়ির নিচে পরলে কিন্তু সেই সুযোগ নাই।

কি করবেন এখন আপনারা ভালো জানেন। মাস্ক কেনার আগে এটা ভাবেন এই মাস্ক পরার আগে যেন চাপা পরে না মরি।

শুভ কামনা সবার জন্য!

৮৯৮জন ৭৭০জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ