
আত্মরতির জীবন
ঢেড় তো হলো,
(আমি)তাকে দেখতে চাই, সে চলে গেছে,
প্রশান্ত চিত্তে, প্রশান্তি নিয়ে ভরপেট হেলে-দুলে
রক্তজিহ্বা গুটিয়ে,
অস্থির গভীর সমুদ্র তলদেশে;
খুটে-খুড়ে খাক বালি-মাটি নোংরা পচা,
মহাশূন্যে ভেগে যেতে চাইলে তা-ও যাক-না;
নেংটা হয়ে গা-দুলিয়ে ভেসে বেড়াক
ছায়াপথের নিভৃত কোণে, ভীষণ একাকী,
অশেষ/অনন্ত জীবনে প্রেমে পরুক, আত্মরতির;
ঈশ্বর এভাবেই চুপ করিয়ে দেবেন
তা জানি/মানি-ও, কিন্তু তা কবে!কখন!
বিষাদ শরীরের জোড়া কাঁধে লাশের বোঝা
আর-যে বইতে পারছি-না।
শঙ্খধ্বনি দিয়ে স্তব্ধ-পর্বতের সানু-দেশে
সুপুষ্ট উরু বিছিয়ে ফেসবুকের রাজা/রানী সাজুক
লেপ্টে থাকা রক্তদাগ লুকিয়ে।
ছবি… নেটের
২০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“ঈশ্বর এভাবেই চুপ করিয়ে দেবেন
তা জানি/মানি-ও, কিন্তু তা কবে!কখন!
বিষাদ শরীরের জোড়া কাঁধে লাশের বোঝা
আরযে বইতে পারছি-না।”
তবুতো যেতে হয় ঈশ্বরের কাছে
তিনি যে সবার নিয়ন্তা মানুষের কাছে।
ছাইরাছ হেলাল
হ্যাঁ, আমরা একমাত্র ঈশ্বর কাছেই ক্ষমা প্রার্থনা করি।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
হায়রে করোনা সব কিছু খেয়ে নিয়ে গেল। কবিতা, গল্প, স্বপ্ন সবকিছু এখন করোনাময় হয়ে গেছে। হে ঈশ্বর করোনাকে নিয়ে এবারের মতো করুনা করো মোদের। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
মাথায় এ ভয়ংকর ভয়ের কারণে সব কিছুই এলোমেলো।
আপনি ভাল থাকবেন।
ফয়জুল মহী
অসাধারণ লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।
ছাইরাছ হেলাল
আপনি ও আমাদের দোয়ায় রাখবেন।
ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আমরা সত্যিই জানি
সৃষ্টিকর্তা কখন কিভাবে আমাদের নিশ্চুপ করে দেন?
দিন দিন বেড়ে যাচ্ছে লাশের মিছিল। আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু না সহ্য করেই বা উপায় কী?
মহান রাব্বুল আলামীন আমাদের রক্ষা করুন। আমীন
ছাইরাছ হেলাল
তিনি আমাদের একমাত্র রক্ষা কর্তা।
তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।
ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
বার কয়েকবার পড়তে হবে, এমন উমদা লেখা আপনার হাতেই মানায় 🙂
ছাইরাছ হেলাল
মন দিয়েই না হয় পড়ুন!!
পড়া হলে জানাবেন কিন্তু!!
ভাল থাকবেন।
হালিম নজরুল
শঙ্খধ্বনি দিয়ে স্তব্ধ-পর্বতের সানু-দেশে
সুপুষ্ট উরু বিছিয়ে ফেসবুকের রাজা/রানী সাজুক
লেপ্টে থাকা রক্তদাগ লুকিয়ে।
ছাইরাছ হেলাল
ধুর, এগুলাইন আমি লিখিনি, আপনি কৈ পান এ সব!!
ভাল থাকবেন কবিতায়।
আরজু মুক্তা
সৃষ্টিকর্তা আবার শান্ত হবেন। আমাদের ভুল গুলো ক্ষমা করে দেবেন
ছাইরাছ হেলাল
অবশ্যই তিনি আমাদের ক্ষমায় রাখবেন, এ প্রার্থনাই করি।
আমি ঠিক-ঠাক দেখছি তো!!
এত দিনে তো আমাদের চল্লিশা হয়ে যাওয়ার কথা।
নিরাপদে থাকুন।
রেহানা বীথি
চলে যাক, তাকে আর দেখতে চাই না। এ লাশের বোঝা বড় ভারি।
অসাধারণ লিখেছেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
এগুলো কোন লেখাই না, করোনা ছাড়া মাথায় কিচ্ছু নেই।
আমরা তাঁর থেকেই ক্ষমা প্রত্যাশা করি।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অভিশাপ দিলেন নাকি!
ছাইরাছ হেলাল
হুম, দিলাম তো।
এস.জেড বাবু
ছবিটা দারুন
ছাইরাছ হেলাল
ফাঁকিবাজ হতে চাচ্ছেন!
ধন্যবাদ।