
শান্ত-সুনসান-সুন্দর রোদ-চঞ্চল নিরালম্ব নীরবতা
ফাইরুজের গানে, টানা কাঁচ-জানালায়, এফোঁড়-ওফোঁড় দৃষ্টিতে,
সবুজ সমারোহে, পাখিদের কিচির-মিচিরে,
বেআব্রু ফুলেদের ঘ্রাণে, ঝুলে থাকা থোকা থোকা
সবুজ হলুদ-সবুজ আমে;
আহ্লাদী প্রভাতে মূখ মুখে এ নয় কোন হেঁজিপেঁজি ভাবনা,
এ এক পোষা শ্রবণ-সুন্দর দৃষ্টি-সুন্দরতা,
প্রশস্ত প্রশান্ত ক্ষীণ শব্দ-ঘ্রাণ, যোগাযোগবিচ্ছিন্নতা;
ব্যাকরণ-বহির্ভূতভাবে দিক-চিহ্নহীন বিতৃষ্ণার বিপরীতে।
স্বর্ণলতার মত জড়িয়ে আছে পেন্টি সারিকস্কি,
দাঁড়িয়ে থাকা জানলায়, নিখোঁজ-নিরুদ্দেশ-ভাবনার
শরণাপন্ন হলে, মিলবে কী অনন্ত-স্থায়ী আলোছায়া-মন!!
ছবি নেটের।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অন্যরকম মনে হলো কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
আরজু মুক্তা
কবিতা যদি কবির আয়না হয় ; কবিতাই ভালো করে পড়ি। কবিকেই বুঝি।
পরগাছারাই ভালো আছে। কোন কিছুর ঝামেলা তার নাই। তবুও দূর থেকে পরগাছার ফুল গুলো মাঝ মাঝে মায়া ছড়ায়।
ছাইরাছ হেলাল
কথা খুব দামী বলেই মনে হচ্ছে, কিন্তু এইহানে কোন কবি-ও নাই, কবিতা-ও নাই!!
পরগাছা যখন ফুল মেলে জড়িয়ে থাকে তখন কার সাধ্য তাকে আলাদা করে!!
অনেক ভাল থাকবেন আপনি।
তৌহিদুল ইসলাম
কবিতা হোক নিজের মতো, ব্যাকরণ বহির্ভূত। সবসময় নিয়ম মানতে বইয়েই গেছে। যা মনে আসে তাই লিখবো। ওটাই আমার কবিতা, প্রকৃতির মত সতেজ।
ঈদ মোবারক ভাই।
ছাইরাছ হেলাল
মনের উপর জবরদস্তি নেই, শুধু শান্তি আর শান্তিতে বসবাস।
আপনাকেও ইদের শুভেচ্ছা, ভাল থাকুন।
পপি তালুকদার
প্রকৃতি সাজে নিজস্ব ঢংয়ে , তেমনি মানুষ তার রঙে রূপে।কখনো – কখনো নিয়মের শৃঙ্খল ভেঙে আপন মহিমায় আবির্ভাব ঘটে।
বেশ শান্তি শান্তি ভাব কবিতায়।
ছাইরাছ হেলাল
আপনার শান্তি দেখে শান্তি শান্তি লাগছে। আপনার রঙে রঙ্গীন হওয়ার আনন্দই আসল আনন্দ।
ভাল থাকুন, লেখা তো পাচ্ছিনে আপনার!! অতি দ্রুত কাজে নেমে পড়ুন।
অবশ্য-ই ধন্যবাদ।
হালিমা আক্তার
প্রকৃতি কোন নিয়ম নীতি মেনে চলে না। তেমনি কবির কলম চলতে চায় নিজের গতিতে। খুব ভালো লাগলো। শুভকামনা।
ছাইরাছ হেলাল
প্রকৃতি নিজ রঙে রঙ্গীন
আমরা-ও তাতে-ই বিলীন।
ভাল থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
মনের মুকুরে জেগে উঠা মুখ
তাইতো প্রকৃতির ছোঁয়ায় মিলে
জীবনের সুখ।
সুন্দর হৃদয়ছোঁয়া নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
দারুন ছন্দবদ্ধ মন্তব্য, প্রকৃতির নিটোল ছোঁয়ায় আমরা ও ছুঁই মনের মুকুর।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতেই হবে, কবিতার স্বর্ণলতারা বেআব্রু হয়ে প্রকাশিত হোক সৌন্দর্যের পসরা সাজিয়ে মহারাজের ডায়েরীতে। অনেক দিন পর আপনার লেখা পেলাম। কেমন আছেন? ভালো থাকবেন সুস্থ থাকবেন
ছাইরাছ হেলাল
আপনাদের একটু রেস্ট দিলাম, যা হাঁসফাঁস অবস্থা মন্তব্য দিতে দিতে(আপনাদের)!!
তৈরি হয়ে যান এবার আবার (আরে নাহ্)!!
তা আপনার লেখা কৈ? নূতনের ডায়েরি!!
প্রকৃতির সৌন্দর্য-ই আসল সৌন্দর্য যা আমারা দেখেও দেখি-না, বুঝেও বুঝি-না।
আর মহারাজ বলে কিচ্ছুটি নেই, সব-ই ক্ষণিক মিডিয়ার সৃষ্টি-চমক!!
ডায়েরির অপেক্ষা করতেই আছি।
নদীকুলে ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
কিছু যদি না বুঝি আমার কি দোষ বলেন!
ধন্যবাদ ও শুভকামনা।
ছাইরাছ হেলাল
কক্ষণো আপনার দোষ ছিল না, থাকবে-ও না, আগাম জানিয়ে দিলাম।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
স্বর্ণলতার মায়ায় জড়িয়ে থাকুক কবির ভুবন,
* ফাইরুজ এর গান তো পেলামনা, মিউজিক পেলাম লিংকে।
ছাইরাছ হেলাল
প্রথমে একটু মিউজিক, পরে সুন্দর গান আছে।
ভাল থাকুন।