
আজো প্রতিবাদের ভাষা বলতে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’;
প্রার্থনা বলতে আজো বুঝি রবি ঠাকুরের, ‘বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা’।
বর্ষার উদ্দামতা মানেই, ‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে’।
আজো পৃথিবীর বুকে ফিরে আসার নাম জীবনানন্দের, ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’;
নারীর সৌন্দর্য মানেই ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য।
আজো দেশ বন্দনা বলতে দ্বিজেন্দ্রলাল রায়ের, ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’;
আজো ক্ষুধার্তের হাহাকার বলতে সুকান্তের, ’ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি’।
আজো স্বাধীনতা মানে শামসুর রাহমানের,’ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’;
আজো ছন্দের জাদুকর বলতে সত্যেন্দ্রনাথ দত্তের, ‘কোন্ দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল?
কোন্ দেশেতে চলতে গেলেই, দলতে হয় রে দুর্বা কোমল’?
আজো বসন্ত মানেই সুভাষ মুখোপাধ্যায়ের, ‘ ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত’;
আজো হাসির ফোয়ারা মানেই সুকুমার রায়ের, ‘কুমড়ো পটাশ, ভয় পেয়ো না, রামগরুড়ের ছানা, সৎপাত্র, গোঁফচুরি’।
আক্ষেপের ধ্রুপদী সুর মানেই সুনীলের, ‘কেউ কথা রাখেনি’;
আজো ভালোবাসা মানেই নির্মলেন্দু গুণের, আমি বলছি না ভালোবাসতেই হবে’।
পাগলীর প্রতি প্রেম মানেই জয় গোস্বামীর, ‘ পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন’।
যুদ্ধের নৃশংসতা মানেই রুদ্র মুহম্মদের, ‘আজো বাতাসে লাশের গন্ধ পাই’;
আজো ভালো থাকার নাম, ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’।
ছবি-গুগল
৩২টি মন্তব্য
রিমি রুম্মান
কী সুন্দর উপমা দিলে দিদি! মুগ্ধ হলাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। মিষ্টি আপুর মিষ্টি মন্তব্য। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
অনন্য ভাবধারায় অসাধারণ একটা কবিতা লিখলেন, দিদি।
দেশ, দ্রোহ, প্রেম, প্রকৃতি সবকিছু কবিতায় অবগাহন করেছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। চমৎকার মন্তব্য এর জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
জাকিয়া জেসমিন যূথী
অসাধারণ সুন্দর তোমার কবিতাটি পড়ে সক্কাল সক্কাল মন ভরে ভরে স্নিগ্ধতায়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ তোমাকে। 😍😍 ভালো থেকো সুস্থ থেকো নিরন্তর। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
আলমগীর সরকার লিটন
চমৎকার এক নতুনত্ব সৃষ্টি কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা ও শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
মনির হোসেন মমি
যা স্বরণীয় তা গত-গতকে উপেক্ষা করা কারো সাধ্য নেই। চমৎকার সব নামীদামী কবিদের কবিতায় ফুটিয়ে তুললেন। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার জন্য ও অসীম শুভকামনা ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন সতত
ফয়জুল মহী
অতুলনীয় ভাবনায় নিখুঁত প্রকাশ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
শামীনুল হক হীরা
চমৎকার একটা থিম নির্ধারন করে অসাধারণ লিখলেন প্রিয়।।
আর কিছু বলার নেই। শুভকামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মোঃ মজিবর রহমান
বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিগণের শ্রেষ্ঠ কবিতার উদ্ধৃতি চমৎকার ভাবে তুলে এনেছেন দিদ্মনি। শুভেচ্ছা অফুরন্ত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ উপমা তুলে ধরে ছেন
শুভকামনা রইল সতত
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
রোকসানা খন্দকার রুকু
বাহ্ এক কথায় অসাধারণ দিদিভাই।
শুভ কামনা রইলো।❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। 💓💓 ভালোবাসা অবিরাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
যুগে যুগে কবিতা তাদের কবিতাকেই করেছে মনের ভাব প্রকাশের মাধ্যম। এটিও সেরকমই একটি লেখা।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন লাগলো কথাটা । অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বন্যা লিপি
আজো…..এখনো……..তখনও…..সামনেও…..রেখে যাওয়া অবিস্মরণীয় পঙক্তি মালা রয়ে যাবে যুগান্তরের দৃষ্টান্ত হয়।।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
এসব পঙ্ক্তিমালা চিরন্তন, কালজয়ী হয়ে যুগ যুগ ধরে রয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা অবিরাম 💓🌹। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
কান্ত রায়
কি সুন্দর কবিতা দিদিভাই 😍
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থেকো সুস্থ থেকো নিরন্তর শুভকামনা। শুভ সকাল
ছাইরাছ হেলাল
বলছি-না এভাবেই নিয়মিত হবে, তবে লিখতে পারলে মন্দ হবে না।
এখন যৌবন যার লিখতে পারার তার শ্রেষ্ঠ সময়!!
সুপর্ণা ফাল্গুনী
হুম সেটাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
সুরাইয়া নার্গিস
চমৎকার একটা কবিতা পড়লাম দিদি ভাই।
প্রিয় সব কবিদের,প্রিয় সব চরণ, আর আপনার সুন্দর লিখুনিতে আরো মুগ্ধ হয়ে পড়লাম।
ভালো লেগেছে দিদি ভাই।
ভালো থাকবেন, শুভ কামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। 💓💓💓💓 অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন।
আরজু মুক্তা
কবিতা কবিতার কথা বলে।
অনন্য উপস্থাপন।
শুভকামনা দিদি
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল