কবিতাকে খুঁজি
————–
কবিতা, ওই কবিতা,
তোমাকে নিয়ে করতে গবেষণা হয়েছি আমি নি:স্ব
কোথা হতে সৃষ্টি তোমার
আদি-অন্ত-উৎপত্তি, খুঁজে ফিরছি বিশ্ব।
হেডস্যার বলতেন- গদ্য হাটে, পদ্য উঁড়ে আকাশে,
শুনে সেকথা মুখখানি আমার হয়েছিলো কেমন ফ্যাকাশে।
পদ্য যে উঁড়ে তা খুঁজতে আকাশে হারিয়েছি দৃষ্টি,
পাইনি পদ্য, তবে পেয়েছি অনেক নিত্য-নতুন সৃষ্টি।
হায়রে কবিতা,
কারো মুখে তুমি খই ফোঁটাও, পাঠকে দাও একাগ্রতা।
বোমা ফাঁটালেও আমার পেট থেকে
বের হতে চাওনা তুমি, এ তোমার কেমন রসিকতা!
কাউরে দেখি কাধে থলে ঝুলিয়ে কাঁশবনে খুঁজে তোমায়,
আমিও খুঁজি দাওনা ঠিকানা এসএমএস করে আমায়।
১২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কাউকে দেখি কাধে থলে ঝুলিয়ে কাঁশবনে খুঁজে তোমায়,
আমিও খুঁজি দাওনা ঠিকানা এসএমএস করে আমায়।
sms ভাল আইডিয়া।আপনি পেলে আমাকেও ফরওয়ার্ড করবেন। -{@
চাটিগাঁ থেকে বাহার
ঠিক আছে ভাইয়া পেলে জানাবো। তবে এ জনমে পাবো সে আশা করি না… :=
ছাইরাছ হেলাল
খোঁজা চালু রাখেন, তবে টাইম লাগবে,
আর বেজায়গায় খুঁজলে সব থেকে ভাল,
হাতে-নাতেই পাবেন,
তবে বানানের দিকেও চোখ ফেলতে হবে আগে-ভাগে।
চাটিগাঁ থেকে বাহার
বানানগুলো যদি ধরিয়ে দিতেন কৃতার্থ হতাম। -{@
নীহারিকা
মজা তো! কবিতাকে কেউ এভাবে খুঁজে বেড়ায় জানতামই না। আমিতো কবিতা দেখলে দৌড়ে পালাই।
চাটিগাঁ থেকে বাহার
কেউ দেখলে দৌড়ে পালা্য় আবার কেউ ধরতে চাইলে কবিতা পালায়!
মহা মুস্কিল দেখছি…………… ^:^
নীলাঞ্জনা নীলা
কবিতা খুঁজে পেলে জানাবেন কিন্তু! আমিও খুঁজছি।
চাটিগাঁ থেকে বাহার
আসেন দু’জনে কাশবনে বসে বসে কান্দি…….. ;( ;(
শুন্য শুন্যালয়
ছন্দে একটু গরমিল হলেও পড়তে বেশ মজা লেগেছে। কবিতা তো আমিও খুঁজতেছি, কিন্তু পাই কই? আকাশে স্যাটেলাইট বসাতে হবে দেখি 🙂
চাটিগাঁ থেকে বাহার
তাতেও যদি কাজ হয়!
ধন্যবাদ আপনাকে। -{@
জিসান শা ইকরাম
আমি খুঁজি না, কারণ কবিতাকে আমি পাব না 🙂
লেখা ভাল হয়েছে।
নীরা সাদীয়া
প্রতিদিন কত কথা কত কবিতা যে হারিয়ে যায়। কে রাখে তার খোঁজ?