
শহুরে জনহীন রাস্তায় একটি লিকলিকে ভয়
পিছু নিচ্ছে, প্রতি মাঝ-রাত্তিরে,
ভাগ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাহুগ্রস্তের মত
দোষে নিচ্ছি-না কাউকে; নালিশ-ও না;
এ-এক আচ্ছন্ন বিহ্বলতা করোনাকালে।
নৈরাশ্যের নিরীহ নিঃস্পৃহ স্পন্দনে কেটে যায়
রাত্রির পর রাত্রি, আজন্ম অহেতুক অভ্যাসের মত,
সরীসৃপের মত জড়িয়ে থাকা একরাশ কবিতা
জোরালোর কণ্ঠস্বরে সারাক্ষণ চালু রাখে
প্রাণের শেষ স্পন্দন;
নিজেকে প্রবোধ দেই, রূপকথার যাদুতে,
স্বপ্ন-জীবনের বাঁকে দাঁড়িয়ে ভাবি
এ-ও-এক নদী-হীনতা।
ছবি……নেট থেকে।
৩৪টি মন্তব্য
তৌহিদ
কবিতাই আপনাকে বাঁচিয়ে রেখেছে দেখছি। এই করোনাকালে ভাগ্যে যা আছে তাই হোক। আমাদের জন্য প্রতিদিন একটি করে কবিতা লিখবেন দেখবেন আপনার সকল করোনাভয় কেটে গিয়েছে। আয়ু বাড়বে তাতে।
ছাইরাছ হেলাল
প্রথমের ধন্যবাদ প্রথমেই দিচ্ছি।
কে কাকে বাঁচায় জানি না, আমার ভয় কাটুক তা যেমন চাই তেমনি আপনি/আপনারা
সবাই ভাল থাকবেন, নিরাপদে থেকে, এ প্রত্যাশাও রাখি।
ভাল থাকুন, আবার বলছি।
তৌহিদ
ধন্যবাদের জন্য আপনাকেও ধন্যবাদ।আপনিও ভালো থাকুন ভাইজান।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সহায় হবেন।
সুপর্ণা ফাল্গুনী
এ এমন কঠিন বাস্তবতা কেউ কাউকে দোষারোপ, নালিশ করতে পারছেনা। রাশি রাশি কবিতা যদি চালু থাকে ,থেমে গেলে চলবে না। নদী-হীনতায় আপনার কবিতাই পারে উজ্জীবিত করতে বেঁচে থাকার লড়াইটা। ভালো থাকুন
ছাইরাছ হেলাল
আপনার/আপনাদের দেখাদেখি লেখার চেষ্টা করছি নিয়মিত,
যেভাবে যা মনে চায়, কী হবে কি না-হবে কে জানে!
প্রবাহহীনতা আমাদের বেঁধে ফেলতে চাচ্ছে প্রতিনিয়ত।
আপনি ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
এই যদি হয় আপনার যেমন খুশী তেমন লেখা তাতেও সবার অনুবাদ করা কঠিন হয়ে যায়।
ছাইরাছ হেলাল
শেষে আপনিও কী না এমুন কতা কইতে পারলেন!
কামাল উদ্দিন
রোল নং ৩
ছাইরাছ হেলাল
ব্যাপার না কুন!
সুপায়ন বড়ুয়া
এতো হতাশ হলে কি চলে বন্ধু ?
চালিয়ে যান কলম দ্বিগুন উৎসাহে
আমরা আছি সাথে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি যখন অভয় দিচ্ছেন চলবে কলম দিনে-রাতে!!
অবশ্যই সাথে থাকবেন, নিরাপদেও থাকবেন।
ইঞ্জা
নৈরাশ্যের নিরীহ নিঃস্পৃহ স্পন্দনে কেটে যায়
রাত্রির পর রাত্রি, আজন্ম অহেতুক অভ্যাসের মত,
সরীসৃপের মত জড়িয়ে থাকা একরাশ কবিতা
জোরালোর কণ্ঠস্বরে সারাক্ষণ চালু রাখে
প্রাণের শেষ স্পন্দন;
অনবদ্য।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।
ভাল থাকবেন ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা ভাইজান।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
আরজু মুক্তা
মনের জোরি বড়। চলুক কবিতা।
করোনা নিয়ে চিন্তা করলে আরও হতাশা বাড়বে।
ছাইরাছ হেলাল
আচ্ছা চলিবে, সীমিত চিন্তায়।
ভাল থাকবেন।
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
শেষ স্পন্দন জিয়ে রাখার জন্য
সঞ্জীবনী হিসেবে পাচ্ছেন রাশি রাশি কবিতা গুচ্ছ
এ সময় এর চেয়ে ভালো থাকার আর কোনো উপায় নেই
এই রাশি রাশি কবিতা দিয়ে লিকলিকে ভয়কে জয় করতে হবে।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
আচ্ছা আচ্ছা,
লিকলিকে ভয় কে করবো জয়
কবিতা-স্রোতে।
আপনি ভাল থাকবেন।
মাহবুবুল আলম
কবিতার শব্দচয়ন, নির্মাণ কাঠামো খুব সুন্দর।
শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
সময় করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
নিরাপদে থাকবেন।
কামাল উদ্দিন
আমার কথা হইল মধ্য রাইতে আপনে রাস্তায় ঘুরেন ক্যান এই করোনার সময়ে। ভয় লিকলিকে হোক কিংবা মেদবহুল হোক ঘরে থাকলেই তো সেটা থেকে দূরে থাকা যায়।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। দারুন অ-মন্তব্য।
ছাইরাছ হেলাল
ভাইয়ারা সব সুম ঠিকঠাক কথাই বলে!
ছাইরাছ হেলাল
আরে এ তো সীমিত ঘুরাঘুরি! তাও ছুঁড়ে ফেলতে বলছেন!
আচ্ছা তথাস্তু।
ভাল থাকুন।
কামাল উদ্দিন
শুধু এই সময়ের জন্যি বলা ভাইজান
ছাইরাছ হেলাল
সে আপনি ঠিক বলেছেন।
হালিম নজরুল
নৈরাশ্যের নিরীহ নিঃস্পৃহ স্পন্দনে কেটে যায়
রাত্রির পর রাত্রি, আজন্ম অহেতুক অভ্যাসের মত,
সরীসৃপের মত জড়িয়ে থাকা একরাশ কবিতা
জোরালোর কণ্ঠস্বরে সারাক্ষণ চালু রাখে
প্রাণের শেষ স্পন্দন;
————আমি নৈরাশ্যবাদীদের দলের লোক নই। সকালের সূর্যের প্রতীক্ষায় পাহারা দেই রাত।
ছাইরাছ হেলাল
পাহারা দিয়েই তো নৈরাশ্যকে আগলে রাখতে হয়।
বলা তো যায় না, পথ হারানোর ভান করে কৈ না কৈ যায়!
ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
নৈরাশ্যের নিরীহ নিঃস্পৃহ স্পন্দনে কেটে যায়
রাত্রির পর রাত্রি, আজন্ম অহেতুক অভ্যাসের মত,
সরীসৃপের মত জড়িয়ে থাকা একরাশ কবিতা
জোরালোর কণ্ঠস্বরে সারাক্ষণ চালু রাখে
প্রাণের শেষ স্পন্দন;
ভালো থাকবেন নিরাপদে থাকবেন সব সময়।
ছাইরাছ হেলাল
আপনি ও নিরাপদে থাকবেন।
ধন্যবাদ।