আপনার ফেসবুক এ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য জরুরী কিছু কথা! দয়া করে পুরো পোস্টটা পড়ুন!

ইদানিং একটা আশঙ্কাজনক প্যাটার্ন লক্ষ্য করছি ফেসবুকে! আমার যেসব ফেসবুক বন্ধু বিভিন্ন রকম এ্যাপের মাধ্যমে (যেমন: “What your picture tells about you”, “What your friends think about you”, “Your Friend Pictures” ইত্যাদি) বিভিন্ন পোস্ট দিচ্ছেন, বিশেষ করে যেসব এ্যাপ ফেসবুকের বিভিন্ন তথ্য, যেমনঃ ইমেইল, ফ্রেন্ডলিস্ট, ম্যাসেজিং পারমিশন চায়, তাদের অনেকেরই এাকাউন্ট হ্যাক হচ্ছে! সেসব হ্যাক হওয়া এাকাউন্ট থেকে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নানারকম আপত্তিকর, বিভ্রান্তিমূলক ও উষ্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে! আমার এক বন্ধুর কিশোরী কন্যার এাকাউন্ট হ্যাক করে ধর্ম নিয়ে প্রবল আপত্তিকর ও আক্রমনাত্মক পোস্ট দেয়া হয়েছে সে এ্যাকাউন্ট থেকে! সুতরাং, সবার প্রতি অনুরোধ থাকবে বিশ্বস্ত ও সুপরিচিত উৎস (এ্যাপ নির্মাতা) ছাড়া কোনো এ্যাপ ব্যবহার না করার জন্য! সবচেয়ে ভাল হয় কোনো এ্যাপ ব্যবহার না করলে! আপনার নিজের সম্পর্কে আপনার বন্ধুরা কি ভাবে বা আপনার ভাল বন্ধু কারা, তা জানার জন্য কোনো এ্যাপের প্রয়োজন নেই!

সতর্ক হোন, নিজের এাকাউন্ট নিরাপদ রাখুন! ধন্যবাদ!

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ