আপনার ফেসবুক এ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য জরুরী কিছু কথা! দয়া করে পুরো পোস্টটা পড়ুন!
ইদানিং একটা আশঙ্কাজনক প্যাটার্ন লক্ষ্য করছি ফেসবুকে! আমার যেসব ফেসবুক বন্ধু বিভিন্ন রকম এ্যাপের মাধ্যমে (যেমন: “What your picture tells about you”, “What your friends think about you”, “Your Friend Pictures” ইত্যাদি) বিভিন্ন পোস্ট দিচ্ছেন, বিশেষ করে যেসব এ্যাপ ফেসবুকের বিভিন্ন তথ্য, যেমনঃ ইমেইল, ফ্রেন্ডলিস্ট, ম্যাসেজিং পারমিশন চায়, তাদের অনেকেরই এাকাউন্ট হ্যাক হচ্ছে! সেসব হ্যাক হওয়া এাকাউন্ট থেকে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নানারকম আপত্তিকর, বিভ্রান্তিমূলক ও উষ্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে! আমার এক বন্ধুর কিশোরী কন্যার এাকাউন্ট হ্যাক করে ধর্ম নিয়ে প্রবল আপত্তিকর ও আক্রমনাত্মক পোস্ট দেয়া হয়েছে সে এ্যাকাউন্ট থেকে! সুতরাং, সবার প্রতি অনুরোধ থাকবে বিশ্বস্ত ও সুপরিচিত উৎস (এ্যাপ নির্মাতা) ছাড়া কোনো এ্যাপ ব্যবহার না করার জন্য! সবচেয়ে ভাল হয় কোনো এ্যাপ ব্যবহার না করলে! আপনার নিজের সম্পর্কে আপনার বন্ধুরা কি ভাবে বা আপনার ভাল বন্ধু কারা, তা জানার জন্য কোনো এ্যাপের প্রয়োজন নেই!
সতর্ক হোন, নিজের এাকাউন্ট নিরাপদ রাখুন! ধন্যবাদ!
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
বর্তমান বিবেচনায় অত্যন্ত গুরুত্ব পুর্ন একটি পোষ্ট
এপ্লিকেশনগুলো ব্যবহার না করাই ভালো
এপ্লিকেশন ব্যবহার আর নিজের আইডিকে অন্যকে দিয়ে দেয়া একই কথা।
ধন্যবাদ এমন পোষ্ট দেয়ার জন্য
বোকা মানুষ
ধন্যবাদ ভাই! সোনেলা পরিবারের সদস্যরা এ লেখায় উপকৃত হলে লেখার উদ্দেশ্য সার্থক মনে করবো!
অরুনি মায়া
ধন্যবাদ ভাই উপকারী একটা পোস্ট এর জন্য 🙂
বোকা মানুষ
লেখা পড়ার জন্য কৃতজ্ঞতা!
ছাইরাছ হেলাল
আমাদের সতর্ক থাকাই উচিৎ।
ধন্যবাদ, এভাবে মনে করিয়ে দেয়ার জন্য।
বোকা মানুষ
স্বাগতম ভাই!
শুন্য শুন্যালয়
হুম এগুলো পরিহার করে চলি সবসময়। সবাই মজা পেতে ঢুকেও পড়ে, ক্ষতিটা অজান্তেই হয়ে যায়।
ধন্যবাদ মনে করিয়ে দিলেন ভাইয়া। কবিতা কই?
বোকা মানুষ
কবিতা পালিয়ে বেড়াচ্ছে! 🙁
রিমি রুম্মান
জানলাম। জানাটা জরুরি ছিল। অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। -{@
বোকা মানুষ
শুভকামনা আপনার জন্যও! 🙂
ব্লগার সজীব
জানলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
বোকা মানুষ
স্বাগতম!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
(y) -{@
বোকা মানুষ
-{@