
একটু বৃষ্টির অপেক্ষা,
ঝুম বা ঝিরঝিরে সে যেটুকু যেভাবেই
আসুক-না-কেন;
এক-প্রান্তর ধূসর প্রতীক্ষা নিয়ে
পায়চারী করি, দাঁড়াই, বসি,
শুয়ে-ও থাকি, আস্তে-সুস্তে;
শীতল-পরশ সুদিনের অপেক্ষায়,
তারুণ্য-খচিত ভাবলেশহীনতায়,
জুড়াবে চক্ষুদ্বয়, জুড়াবে প্লাবন-হৃদয়;
জানালায় গলা বাড়িয়ে দিয়ে
চোখের পলকে তারস্বরে রটিয়ে
দিতে ইচ্ছে করে, উত্তেজক কিছু
সঙ্গ-যাত্রার গোপন-গভীর গল্প,
ঈষৎ সাজিয়ে-গুছিয়ে, ফুলিয়ে-ফাঁপিয়ে;
মঠ-বাসী সন্ন্যাসীর রঙ্গন-হৃদয়ে
আলগোছে ছুঁয়ে যায়,
মুঠোমুঠো সুঘ্রাণ শীতল-বৃষ্টি।
ছবি নেটের
২৮টি মন্তব্য
কামাল উদ্দিন
রোল নং ১ 😀
সুরাইয়া পারভীন
আমিই দুই নং
কামাল উদ্দিন
রোল ২ এর জন্য দুই কাপ☕☕
সুরাইয়া পারভীন
আহা!
কফি পেলে আর কিছু চাই না আমি
😋😋😋
বন্যা লিপি
নম্বর লইয়া টানাটানি।
বাফুরে বাফু!
কে জিতলেন কত নম্বরে জানাইয়েন। আফনেগো তরফ দিয়া আমি নিজেই ফুচকা পার্টি খাইয়া লমু😊😊
সুপর্ণা ফাল্গুনী
বন্যা আপু ফুসকা একলাই খাইবেন? এরা রোল নম্বর নিয়ে ভালোই স্কুলের মতন টানাহেঁচড়া করে।
বন্যা লিপি
ছোটদি, এই করোনাকালে ফুচকা একলাই খাওন লাগবো, আর যদি ভাগ চান তো অনলাইনে আসেন লাইভ কলে, দেখাইয়া দেখাইয়া খামুনে😜😜😜
সুপর্ণা ফাল্গুনী
তাহলে এক কাজ করেন এবারের ঈদের সালামি যেমন বিকাশ বা অন্যান্য এপস এর মাধ্যমে পাঠাইছে তেমনি ফুসকার বিলটাও পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ স্বরুপ ফুসকাসহ ছবি আপলোড করে দেবানি
বন্যা লিপি
ব্যাপার স্যাপার যা দেখতাছি দিভাই, এই মহারাজের সুঘ্রাণীয় বৃষ্টি আপনার আমার আড্ডা পোস্ট হয়া গেলো গা……জমাই দিলাম এক্কারে…. কি কন কনতো ছোটদি?
বিকাসবুকাসোর লস্বরখান আবার হাতরাইবো কেডায়…..? ফ্রি এম বি খুঁজবার লাগচি খাড়ন….. পাইলই😆😆😆
কামাল উদ্দিন
ফুসকার বিল কিন্তু আমাদের দিকেও কিছুটা পাঠাইয়েন বন্যা আপু 😀
বন্যা লিপি
কামাল ভাই, আমি দেখাইয়া দেখাইয়া আপনাগো ভাগেরটাও খাইয়ালামুনে😃 আপনারা দেইখা দেইখা পেট ভইরাইয়েন😃😃
সুপর্ণা ফাল্গুনী
বন্যা আপু ভালোই বলেছেন। দারুন লাগলো কিন্তু। এইতো খাঁটি বাঙালির পরিচয় তুলে ধরলেন। সবকিছুতেই ফ্রি খুঁজে। 🤣🤣
কামাল উদ্দিন
বৃষ্টি অনেক সময়ই আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবু যখনি বৃষ্টি আসে ঝিরঝিরে বা জুম আমি ভীষণ উপভোগ করি। এক কথায় বৃষ্টিকে আমি ভালোবাসি……শুভ সন্ধ্যা।
সুরাইয়া পারভীন
এক প্রান্তর ধূসর প্রতীক্ষার
অবসান ঘটিয়ে এলো সেই সুঘ্রাণ বৃষ্টি
ছুঁয়ে দিলো চক্ষুদ্বয় জুড়িয়ে দিলো হৃদয়
এ কী সেই বৃষ্টি
যা ভাসিয়ে নিয়ে যাচ্ছে কৃষকের সম্বল!!
ভেঙ্গে চুরমার করে দিচ্ছে ঘরবাড়ি
কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ
নাকি এ সুঘ্রাণ বৃষ্টি অন্য অন্যকিছু
মাহবুবুল আলম
এখনতো যুগপৎ বৃষ্টি ও কালবৈশাখীর কাল। তাই বৃষ্টি কখনো আর্শিব্বাদ অবার কখনো অভিশাপ হিসেবে দেখা দেয়। তবে প্রেমিক প্রেমিকাদের কাছে বৃষ্টি সবসময়ই রোমান্টিকতার বার্তা নিয়ে আসে।
কবিতা ভাল লাগলো হেলাল ভাই। সব সময়ের মতো ভাল। ভাল থাকবেন। শুভ কামনা।
বন্যা লিপি
এলো সেই সুঘ্রাণ বৃষ্টি!
মধ্যরাতে হঠাৎ আকাশচিড়ে বাজ বেজে ওঠে,
ওঠে নিনাদ ভাঙা স্বশব্দে তারস্বরে হুঙ্কার;
তারপর…..
ঝাঁপিয়ে নেমে আসে লক্ষ কোটি ফোটায়
আরাধ্য সুঘ্রাণ বৃষ্টি:
আলোর ঝলকানী চিড়ে ফেরে
নামিয়ে আনে অমিয় ধারার
ভেজা ভেজা পরশ;
জানালার গ্লাস টেনে দিয়ে
চুপচাপ বাড়িয়ে দেয়া চোখ মুখে জড়িয়ে নেই
অবাধ্য শীতলতার ছোঁয়া।
বৈরী সময়ের কাঁসরঘণ্টা থামেনা
বজ্রের স্বরব ধ্বনিতে
তবু বৃষ্টি থামায়না আবেগের মায়াজাল।
থামায়না মনেপড়াগুলো নিয়ে মার্বেল পাথরের
বুকে ছড়িয়ে থাকা গোপন গল্পেদের উপাখ্যান।
এমনই তো সুঘ্রাণীয় বৃষ্টির পরিচয়!
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেগেছে আপু। কি লিখলেন! আমিতো পুরাই থ। ভালো থাকবেন
বন্যা লিপি
সুপর্ণা ছোটদি, আমার মাথায় ক্যারা আছে কিঞ্চিৎ! কোনো কোনো লেখা দেখলে মাথা এমতেই দৌঁড়াইতে শুরু করে। এই লেখাটাও তেমন। গটগট করে কি লিখে গেলাম কে জানে! মহারাজ কবিরাজের কাছে নস্যিমার্কা শব্দের দুঃসাহস দেখানো।
আপনার ভালো লেগেছে দেখে আমি নিজেই থ😲😲😲।
আবার কিঞ্চিৎ ভালোও লাগছে…. আপনার ভালো লেগেছে💕💕
অনেক ভালবাসা ছোটদি আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
বন্যা আপু ভালোই বলেছেন। দারুন লাগলো কিন্তু। এইতো খাঁটি বাঙালির পরিচয় তুলে ধরলেন। সবকিছুতেই ফ্রি খুঁজে। 🤣🤣
সুপর্ণা ফাল্গুনী
এমন ক্যারা থাকা ভালো , যা ভালো কিছু প্রকাশ করে। মহারাজ তো মহারাজ। উনার কাছে এসব পান্তাভাত । আমি বা আমরা দুধভাত,🤣🤣🙂🙂
সুপায়ন বড়ুয়া
“শীতল-পরশ সুদিনের অপেক্ষায়,
তারুণ্য-খচিত ভাবলেশহীনতায়,
জুড়াবে চক্ষুদ্বয়, জুড়াবে প্লাবন-হৃদয়;”
শীতল বৃষ্টি জুড়াবে মোদের দেহ তনু মন
অভিসপ্ত করোনার বিদায় লগ্নের এই তো সময়
শুভ কামনা।
জিসান শা ইকরাম
এমন সুঘ্রাণ শীতল-বৃষ্টি স্থায়ী হয়না যে ,
শুভ কামনা।
ফয়জুল মহী
পড়ে বেশ ভালো লাগলো দাদা,
ভালো থাকবেন ,শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টি কখনো মধুর, কখনো বেদনা বিধূর, কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো কাছে, কখনো সে দূর বহুদূর । বৃষ্টির অনুভূতি আমার কাছে এমনি। বৃষ্টি সবার জন্য সুফল বয়ে আনবে এই প্রত্যাশা করি । ভালো থাকুন সুস্থ থাকুন
শামীম চৌধুরী
বর্ষার আগেই বৃষ্টি নিয়ে লেখা। দারুন লাগলো। শুভ কামনা রইলো ভাইজান।
হালিম নজরুল
কবির হৃদয় থেকে উৎসারিত বৃষ্টি ভিজিয়ে দিক সকল পাঠককূলের মনপ্রাণ।
সঞ্জয় মালাকার
শীতল-পরশ সুদিনের অপেক্ষায়,
তারুণ্য-খচিত ভাবলেশহীনতায়,
জুড়াবে চক্ষুদ্বয়, জুড়াবে প্লাবন-হৃদয়;
শুভ কামনা দাদা।
তৌহিদ
বর্ষা নিয়ে এবারের প্রথম কবিতা। আমিও আসছি ভাইজান।