এবেলার ভালোবাসা

ইয়াগনিন সুলতানা ৩১ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ০৭:১০:২৩অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

বিকেলের চায়ের কাঁপটা আজ ছন্নছাড়াই বলতে পারিস

কাউকে হয়তো খুঁজে ফিরে

সঙ্গী করবে বলে।

তোর  বসার জায়গাটা আজ ফাঁকাই আছে

তোর পাঞ্জাবীর ছেঁড়া বোতাম ও রেখে দিয়েছি খুব যতনে।

ফিরবিনা জানি,তবু প্রতিদিন তাকিয়ে থাকি,

বিষন্ন ঐ রাস্তা পানে হয়তো এই ইচ্ছা রেখে

যদি মনে পড়ে কখনো,

যদি রাস্তা ভুল করে ফিরিস আমার কাছে।

তোর শার্টের বুক পকেটে আজও

একটা করে চিঠি রাখি

আবার দিন শেষে তা নিজহাতে ছিঁড়ে

ছুঁড়ে ফেলি ডাস্টবিনে।

বলতে পারিস কেন এমন হয়?

কেন তোকে খুঁজে ফিরি ঘরময়?

কেন তোর শার্ট গায়ে চাঁপিয়ে

তোর শরীরের গন্ধ খুঁজে পেতে চায়?

বলতে পারিস কেন,আমি এতোটা তোকে চায়?

 

৫৫৩জন ৫৫৩জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ