
বয়ে যাওয়া সময়-স্রোত শুধুই জেগে থাকে
স্মৃতিতে, অনড় একাকীত্বে, স্মৃতির সংরাগ/সংযোগে,
জোড়া বেঁধে গেঁথে আছে অবকাশে জেগে থাকা
স্মৃতির কল-কল্লোলে স্বপ্ন বাস্তবতার হাতছানিতে;
এ এক অদ্ভুত জোড়াতালি,
এতটা নদী-হীনতা কী করে কেমন করে এলো!
আকাশের নীল-বনে গা-সওয়া গায়ে-গায়ে লেগে থাকা
স্বপ্নদের উঁকিঝুঁকি বিদীর্ণ স্মৃতি ভেদ করে
ছায়া উধাও এ নিবিড় পৃথিবীতে।
নীলের সমুদ্রে ডুবছে এবার নাবালক স্মৃতি
কুল-উপকূল হারিয়ে,
জুড়ে থাকা ডুবে থাকা ছায়া-ভুতের তাণ্ডব
দিন ও রাত্রির একান্ত গভীরে;
প্রখর সূর্য কিরণে আবার ঢেউ উঠেছে/জেগেছে
ষোড়শীর মত উপকূল সমুদ্র সম্ভারে
তুলে ধরেছে বিদ্যুৎ ঠোঁট, রাতের আধারে।
ছবি নেটের।
২৫টি মন্তব্য
রেজওয়ানা কবির
প্রত্যেকটা লাইন যেন নিয়ে যাচ্ছে স্মৃতিতে।আপনার লেখায় কি একটা যেন আছে যেটা টানে খুব বেশী।শব্দচয়ন সুন্দর। শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
পড়ে সুন্দর করে প্রথমে বলার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ফেলে আসা দিন, সময় শুধুই স্মৃতিতে আনাগোনা করে হৃদয়টাকে ব্যাকুল করে তুলে। স্মৃতিরা বুঝি এভাবেই বেঁচে থাকে, জেগে থাকে একাকীত্বে!
তুলে ধরেছে বিদ্যুৎ ঠোঁট, রাতের আধারে- উপমাটা দারুন লাগলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা অহর্নিশি
ছাইরাছ হেলাল
স্মৃতি নির্ভর আমাদের জীবন, হাসি আনন্দ ও, অখণ্ড সত্যের মত তাড়া দেয়, হেসে হেসে পাশেও দাঁড়ায়।
ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“প্রখর সূর্য কিরণে আবার ঢেউ উঠেছে/জেগেছে
ষোড়শীর মত উপকূল সমুদ্র সম্ভারে
তুলে ধরেছে বিদ্যুৎ ঠোঁট, রাতের আধারে।”
ওয়াও ! কি বলিব তোমারে
কবি এখানে নীরব ভাষাহীন
এমন দৃষ্টি দাও ভগবান সবারে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনার দৃষ্টি তো আরো কড়া /তীক্ষ্ণ ও বটে , ভগবান দিয়েই রেখেছেন।
আপনার জন্য ও শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
নীলের সমুদ্রে ডুবছে এবার নাবালক স্মৃতি
কুল-উপকূল হারিয়ে,
জুড়ে থাকা ডুবে থাকা ছায়া-ভুতের তাণ্ডব
দিন ও রাত্রির একান্ত গভীরে;
সৃতি ডুবে যাক , আবার নাইবা যাক ক্ষনে ক্ষণে জাগান দেবে, বুকের মাঝে কিবা মাথায় চাড় দিয়ে উহু! আহ! শব্দে ঘুম ভাংবে বা জেগেয় চোখ বুঝে যাবেন…… সৃতির তলে ডুবে।
ছাইরাছ হেলাল
স্মৃতি খুব উপাদেয়, সাথে বয়ে বেড়াতে হয়.
ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
শুনেছি স্মৃতি থেকে কখনো মুক্তি মিলে না
তবুও যদি ভুল স্মৃতি ডুবে যায় নীলের গভীর সমুদ্রের অতল গহ্বরে তবে তা ভালোই তো। সুখের স্মৃতি না ডুবে আমৃত্যু কবিকে জড়িয়ে রাখুক সেই কামনা রইলো
ছাইরাছ হেলাল
স্মৃতি একমাত্র কঠিন/গভীর সত্য যা আমাদের চোখে চোখে রাখে।
আমরা আঁকড়ে ধরেই বাঁচতে চাই, আবার মরে যেতে ও চাই।
ধন্যবাদ দিচ্ছি।
প্রদীপ চক্রবর্তী
অতীতের ধূসর স্মৃতি ধূসর দর্পণে।
স্মৃতি কখনো ভুলে যাওয়া যায়না।
কখনো ইচ্ছে করলে ফিরে যাওয়া যায়না।
তবুও আমাদের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হয়।
.
ভালো লাগলো,দাদা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ।
আরজু মুক্তা
স্মৃতি বেশি বেশি রোমন্থন করলে ও তো আঁকড়িয়ে ধরবে। পালাবে না। সুখের স্মৃতি হলে কোন কথা নেই। অন্যটা কিন্তু জ্বালায় বড়।
ছাইরাছ হেলাল
খুব ই পাকা কথা বলে দিয়েছেন।
বেঁচে থাকার জন্য তা দরকার ভাল তে মন্দ তে।
ধন্যবাদ আপনাকে।
খাদিজাতুল কুবরা
স্মৃতি অতীতের দর্পণ। আয়নার সামনে যেমন খুঁত নিখুঁত পুরো অবয়ব স্পষ্ট হয়। আয়নার আমিও তো আমি। অনুশোচনায় নয় ভালোবাসায় পুষতে হয় অবাধ্য স্মৃতির পায়রা।
জ্বালিয়ে ছাড়বে তবুও তো আমার পোষ্য।
আপনার কবিতায় হারিয়ে যেতেই হয়।
খুব সুন্দর।
ছাইরাছ হেলাল
স্মৃতি একমাত্র সত্য, যা সময়ের সাক্ষী, আমরা তা নেড়েচেড়ে উল্টে পাল্টে দেখতে পারি,
হাসি-কান্না জড়িয়ে।
মনযোগী মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
রেহানা বীথি
স্মৃতিকাতরতা আমার একটা রোগ বলতে পারেন ভাইয়া। আমার যত স্মৃতি সব বলে বলে কন্যাদের কান ঝালাপালা করে দিই। আপনার কবিতা পড়ে রোগটা জেগে উঠছে। নাহ্, স্মৃতির আঙিনা থেকে তুলে এনে কিছু না লেখা পর্যন্ত শান্তি পাবো না মনে হচ্ছে!
কবিতায় মুগ্ধ ভাইয়া।
ছাইরাছ হেলাল
ভাল করে চালু করেন, স্মৃতির সাথে চলা, সাবধান!! বাদ-বুদ যেন না যায়।
বানিয়ে-টানিয়ে ও না। আমরা অপেক্ষায় আছি।
ভাল থাকুন, আর জলদি শুরু করে দিন।
বয়স্ক-শিশু হয়ে আমার ও স্রোতার আসন নিলাম।
সাবিনা ইয়াসমিন
সাবালক স্মৃতি 😉
স্মৃতি নেবে স্মৃতি?
ঝাঁক বাধা স্মৃতি গুলো খুব অল্প দামী,
নিতে পারো খুচরো দরে,
কিছু স্মৃতি স্বর্ণালী,
তবুও দিতে পারি যদি হও আগ্রহী;
লোনা-লোনা স্মৃতি! বড্ড তিতকুটে,
ওটা থাকুক এখানেই, মুখবন্ধে।
রঙ্গীন স্মৃতিদের ডানা ভীষণ চঞ্চল
উড়ে বেড়ায় এলোপাথাড়ি,
যদি জোরে আটকে রাখো মরেই যাবে,
মুঠো খুলতেই ফুরুৎ!
পানসে কিছু স্মৃতি আছে আনমনা হবে নিলে,
মরিচ/ লবন যাই মেশাবে, মিশবে না কিছুতেই ;
রোসো, আরেকটু বসো,
এই দ্যাখো এক চিলতে স্মৃতি, ঠিকঠাক রুপোলী,
পূর্ণ চাঁদের আলোয় ধরা এক গুচ্ছ পূর্ণিমা,
কি বলছো! দাঁগ আছে?
চাঁদের দাঁগে দাঁগ পেয়েছে আমি পেয়েছি জোছনা ;
স্মৃতি নেবে? স্মৃতি!
কিছু স্মৃতি প্রাণে আছে, থাকুক প্রানেই
অমুল্য সে স্মৃতি আমার, বিকাবো না কোন বিনিময়ে…
রেজওয়ানা কবির
আপু আপনার কমেন্ট পড়ে খুব খুব বেশী মুগ্ধ হই।অসাধারণ লেখেন আপনি,আপনার লেখায় এত আবেগ থাকে যে আমার ভিতরে শুধু আরও পড়ার আগ্রহ জন্মায়। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
ছাইরাছ হেলাল
এ লেখায় তো নাবালোক স্মৃতির কথা বলা হয়েছে,
আপনি সাবালক কোথায় কীভাবে পেলেন কে জানে!!
এত্ত কঠিন লেখার তো তরজমা লাগবে, অমূল্য বিষয়াষয় বলছেন যখন।
যক্ষের ধনের মতই আগলে রাখুন।
ভাল থেকে সহজ মন্তব্য দেবেন, বকেয়া সহ।
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
প্রখর সূর্য কিরণে আবার ঢেউ উঠেছে/জেগেছে
ষোড়শীর মত উপকূল সমুদ্র সম্ভারে
তুলে ধরেছে বিদ্যুৎ ঠোঁট, রাতের আধারে।
শুভ কামনা দাদা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তৌহিদ
নাবালক আর সাবালক, সুক্ষ্ম বা স্থুল, ছোট কিংবা বড় স্মৃতি থেকে নিস্তার নেই আমাদের। যেখানেই পদচারণ করবেন পিছু পিছু সেখানেই যাবে স্মৃতি।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
একদম সঠিক, স্মৃতি থেকে আমাদের নিস্তার নেই-ই, মানি বা না-মানি।
ভাল থাকবেন।