এখনও ভোর হয়

সাদিয়া শারমীন ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:০২:৫৮অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

এখনও ভোর হয়,
কিশোরীর হাতের রাঙা আলতার মত
টকটকে সূর্যটা জানান দেয় নতুন দিনের।
পৃথিবী সাজে নব আলোয়।

এখনও ভোর হয়,
চপলা তরুণীর শাড়ীর ভাঁজে রোদ্দুরের খেলা।
ছুঁয়ে যায় তনু- মন।
পৃথিবী ভাসে অন্য আলোয়।

এখনও ভোর হয়,
কোনো এক গাঁয়ের বধূর রেশমি চুড়িতে
অথবা-
ব্যাস্ত কৃষাণির দিন শুরুতে,
রোদ্দুর সাজে,কখনও মিশে যায়
সুখ- দুঃখের রোজনামচায়।

এখনও ভোর হয়-
ঘোর অমানিশা দূর করে।
তরুণের চোখে,
নতুন দিনের স্বপ্ন ফিরে আসে।
পৃথিবী হাসে উৎসবের আলোয়।
কারণ,এখনও ভোর হয়।

৬৬৩জন ৫২৯জন

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ