
লেখা-জন্মের নিষিদ্ধতা নিয়ে ভাবতে বসে কখন যে
ঢুকে পড়ি অজন্তা-ইলোরার অচেনা-অজানা গুহায়,
দেয়াল দেয়ালে ঝুলে আছে অসংখ্য লিখে রাখা ছাপ চিত্র,
অলিখিত অর্ধ-লিখিত-ও;
কথা না-রাখা(কবি) হৃদয়, শেষ ট্রেনের একমাত্র যাত্রীর মত
নিঃসঙ্গ বিষণ্ণ ক্লান্তির রাত/দিনের স্তূপ ঠেলে ফেলে
অতি-চেনা অচেনা লেখার ইশারা/হাতছানিতে,
সব প্রতিজ্ঞা ভুলে বের হয়ে এসেছে লেখা-অভিসারে;
কথা রাখেনি/রাখে-না(কবি) তা-ও,
বেলাজ-লেখা রমণীয় কটাক্ষে সব কিছু ভুলে
অযত্ন ভাব নিয়ে রিমিকঝিমিক জ্যোৎস্নার মত
হামলে পড়ে, আকণ্ঠ তৃষ্ণার অতৃপ্ত জ্বালা নিয়ে;
বরাবরের মত আবার-ও হারিয়ে যায় (কবি),
অচেনা-অজানা অজন্তা-ইলোরার গুহাচিত্রের লেখায়
নীল শরীরী নগ্ন অভিসার যাত্রায়।
ছবি নেটের।
১২টি মন্তব্য
আরজু মুক্তা
হারিয়ে কি যায়? না তার লেখাগুলোতে সরব হয়ে; না বলা কথা গুলো বুঝাতে চায়।
কথা দিয়ে কথা না রাখা। ঐ দূরে কোথাও বাজে, “আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে।”
ছাইরাছ হেলাল
হারিয়ে হয়ত যায় না, কিন্তু কখন যে ফিরে আসে তা না জানলে তাও প্রায় হারানোর মতই।
যদিও আমাদের অপেক্ষা থাকে সুন্দর কোন সময়ের জন্য।
ভাল থাকুন।
মনির হোসেন মমি
পড়ে গেলাম।
ছাইরাছ হেলাল
অবশ্যই আপনি পড়েন।
ইদের শুভেচ্ছা আপনাকে।
হালিমা আক্তার
সে হারিয়ে যায় না, মাঝে মাঝে হাওয়া বদল করতে বেরিয়ে আসে। আবার তো ফিরে আসে আপন ঠিকানা। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
হাওয়া খেতে গেলে সমস্যা নেই, ফিরে এলেই হয়।
ভাল থাকুন।
ঈদের শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
কবি যতোই লেখাকে নিষিদ্ধ করুক
সে কিন্তু কখনো কবিকে ছাড়ছে/ছাড়বে না
সে যে লাজলজ্জাহীন বেশরম রমণী
তাই তো কবির আকণ্ঠ তৃষ্ণা নিবারণের তরে
বার বার ছুটে আসে তৃপ্ততার আলোকবর্তিকা হাতে
কবিও বা কম যায় কি-সে
সেও তো হামলে পড়ে সর্বস্ব লুফে নিতে
তবে! কবিতা কেনো একা বেলাজ হবে?
ছাইরাছ হেলাল
ধুর!! এমুন কঠিন প্রশ্ন করলে হবে না।
দুজনে যখন দুজনার, কে আর কাকে এড়িয়ে থাকে;
ইদের শুভেচ্ছা। মা-মনিকেও।
সবাই ভাল থাকুক এ কামনা রাখি।
রিতু জাহান
লেখার অভিসার!!
কথাটা বেশ লেগেছে মনে। অনেক সুন্দর কবি
ছাইরাছ হেলাল
আপনি সব সময় ই মন দিয়ে পড়েন।
ভাল থাকবেন সবাইকে নিয়ে।
সুপর্ণা ফাল্গুনী
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আজন্ম লোভ। লেখার অভিসারে হারাতে চায় প্রতিটি লেখক , কবি। তাকে বেঁধে রাখার ক্ষমতা কারো নেই। তবে অভিসার শেষে স্বাভাবিক জীবনে আবারো ফিরে আসতে হয় সবাইকে। কি যে কঠিন লেখেন বার বার পড়তে হয়। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
ছাইরাছ হেলাল
দেরি করে আসলে একটু বেশি-ই কঠিন লাগবে।
লেখা আর লেখক একে অপরের অবিচ্ছেদ্য, কেউ ই কাউকে ছাড়ে না, ছাড় ও দেয় না।
সাবধানে থাকবেন। শুভেচ্ছা।