একটু প্রার্থনা

ছাইরাছ হেলাল ২৯ মার্চ ২০২১, সোমবার, ০২:৪১:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

 

কল্পনা ও স্বপ্ন বাস্তবতার পথ বেয়ে
হারিয়ে যেও না,
হে আমার আত্মার সৌন্দর্য,
দাঁত চেপে লাজুক ভঙ্গিতে একটু অপেক্ষায় থেকো;
আশীর্বাদের দরজা খুলে অনুগ্রহের ফেরেশতা এলো বলে।

হে সুলতানুল সুলতান,
এ শব্দ জঞ্জালের দিকে চোখ রেখো-না,
বানিয়ে বলা না-বলা লেখা/কথার অন্তঃসার শূন্যতা
সে শুধু তুমি-ই জানো,
তুমি-ই জা্নো রসদ-পত্রের আতীব্র শূন্যতা;
অন্ধ মন/চোখ মেলে শুধু তোমার-ই সাহায্য চাই,
তোমার-ই করুণা ভিক্ষা করি, মাতাল ভিখারির বেশে;

অবাধে বিলিয়ে দিতে চাই,
নিস্তব্ধতার বিষাদ নিপীড়ন, নিস্তরঙ্গ নিঝুম নিশীথে,
অমরত্ব সে আমি চাই-না, চাই শর্তহীন আশীর্বাদ;
শুধু একবার গ্রহণ কর প্রভু, এ অসহায় আত্মসমর্পণ,
অপার অনুগ্রহে;

হে খোদা, হে আমার রব,
রাহমানুর রহিম, দ্বিরুক্তি-পুনরুক্তি করেই বলছি,
হিকমা (বাকারা/২৬৯)সে আমার চাই-ই।

১০৫৭জন ৮৯৭জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ