
একটি চুপ-করা প্রতীক্ষা থেকে
বলতে চাই, ফিরে যাও, ফিরিয়ে দাও
নিরাময়-মাটিতে একটুখানি সবুজ বেষ্টনী,
আর একটি বিস্তীর্ণ সৈকত, পা ভেজানোতে,
জীবন্ত-সুরের একটি বৌ-কথা-কও পাখি,
অচঞ্চল ঘন নিবিড় বনে;
প্রশান্তির স্পর্শ-ঠোঁটে বেজে ওঠে ‘সামা’
বিচ্ছেদ-সৌন্দর্যের অব্যক্ত অনুপস্থিতিতে,
আচম্বিতে জেগে ওঠা হৃদয়ের রক্ত-ফোয়ারা
ছটফটে জলকেলির কথা ভাবে;
ঘোর লাগা অরণ্যে জোনাকির বিকিকিনি
ভারসাম্য ভেঙ্গে।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া ভুল একখান পাইছি ‘ঠোঁট’। এই একটুখানি নিরাময় কবে ছুঁতে পারবো, উপভোগ করতে পারবো ? অপেক্ষার প্রহর বয়ে যায় , লম্বা হয়। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, দায়িত্ব ভুলে যান-নি। ভুল বানান-টি ঠিক করে দিয়েছি।
করে আমরা নিরাময় পাব আমরা তা আসলেই জানি না, শুধু অপেক্ষা করতে পারি।
ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
“একটি চুপ-করা প্রতীক্ষা থেকে
বলতে চাই, ফিরে যাও, ফিরিয়ে দাও
নিরাময়-মাটিতে একটুখানি সবুজ বেষ্টনী, “
যাক ভাই আমার করেনালাপ বাদ দিয়ে
সবুজ বেষ্টনী খুঁজে নিরাময় মাটিতে।
ভাইয়ের আশা পুর্ণ হোক।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের মঙ্গলে নিন এই আকাঙ্খাই আমতা শুধু রাখি।
ভাল থাকবেন ভাই।
প্রদীপ চক্রবর্তী
কঠিন অনুভব দাদা!
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ।
এস.জেড বাবু
করে আমরা নিরাময় পাব আমরা তা আসলেই জানি না,
কপি মারলাম।
যতদুর বুঝি- ভালো লেগেছে লিখা,
ছাইরাছ হেলাল
ফাঁকিবাজী করে আপনি অন্তত পার পাবেন মনে করি না।
ফাঁকিমুক্ত নিরাপদ জীবনের প্রত্যশা আপনার জন্য।
ধন্যবাদ।
এস.জেড বাবু
“ফাঁকিবাজী”
বাবা বলতেন- গত চার পুরুষে ছিলো না।
মা এখনো বলেন- একটু “ফাঁকিবাজী” শিখলে তোর দেহটা একটু সুখ পেত।
আমি বলি মা- “ফাঁকিবাজী” জানিনা বলেই হয়ত সুখী না হলেও দুঃখ কাকে বলে বুঝিনা।
আপনার প্রত্যাশা কবুল হউক আগামীর তরে।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
কত কী বলে রে!
লেখা দিচ্ছেন না কেন আগে তাই খোলসা করুন।
শুভেচ্ছা নববর্ষের।
সুরাইয়া পারভীন
হয়তো আসবে নিরাময়
হয়তো ততোক্ষণে নিজেরাই হয়ে যাবো নাই।
তবুও ফিরে আসুক কাঙ্ক্ষিত সেই দিন
চমৎকার লিখেছেন ভাইয়া
ছাইরাছ হেলাল
কিছুই নাই হয়ে যায় না, যাবেও না, আশাবাদী এ জীবনে।
আপনি ভাল থাকবেন অবশ্যই।
হালিম নজরুল
প্রশান্তির স্পর্শ বেজে উঠল আমার হৃদয়ে
ছাইরাছ হেলাল
এমন প্রশস্ত-প্রশান্ত হৃদয় কৈ পাই!
ভাল করে নিরাপদে থাকুন।
রেহানা বীথি
এমন করে চাইলে নিরাময় দূরে নয়।
সুন্দর কবিতাখানি।
ছাইরাছ হেলাল
নিরামইয় কাছে আসুক, কাছে থাকুক এ প্রত্যাশা অবশ্যই করি।
ধন্যবাদ, এমন বৈশাখে।
জিসান শা ইকরাম
ফেরার প্রতিক্ষা করি আমরা,
ছাইরাছ হেলাল
আশাই জীবন, নিরাশাও জীবন।
ফয়জুল মহী
নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকেও, নববর্ষের।
তৌহিদ
এখন শুধু অপেক্ষা! কবে নিরাময় পাব। করোনামুক্তি পৃথিবী চাই।
ছাইরাছ হেলাল
বিধাতার কাছে শুধুই ক্ষমা প্রার্থনা করি আমরা।
ধন্যবাদ।