একটুখানি নিরাময়

ছাইরাছ হেলাল ১৩ এপ্রিল ২০২০, সোমবার, ০২:১২:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

একটি চুপ-করা প্রতীক্ষা থেকে
বলতে চাই, ফিরে যাও, ফিরিয়ে দাও
নিরাময়-মাটিতে একটুখানি সবুজ বেষ্টনী,
আর একটি বিস্তীর্ণ সৈকত, পা ভেজানোতে,
জীবন্ত-সুরের একটি বৌ-কথা-কও পাখি,
অচঞ্চল ঘন নিবিড় বনে;

প্রশান্তির স্পর্শ-ঠোঁটে বেজে ওঠে ‘সামা’
বিচ্ছেদ-সৌন্দর্যের অব্যক্ত অনুপস্থিতিতে,
আচম্বিতে জেগে ওঠা হৃদয়ের রক্ত-ফোয়ারা
ছটফটে জলকেলির কথা ভাবে;
ঘোর লাগা অরণ্যে জোনাকির বিকিকিনি
ভারসাম্য ভেঙ্গে।

৪৬৯জন ৩৬১জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ