
(আমার)কোন তাড়া নেই, ভালোবাসার!
ভালোবাসা দেয়া-নেয়ার, মরে যাওয়ার-ও,
উত্তেজনা নেই, দেখিয়ে দেয়ার, দেখে নেয়ার;
জরুরী দুয়েকটা কাজ হেলা-ফেলায় ফেলে রেখে
রুদ্রতা ঢেকে স্ত্রৈণ হবো, দারুণ লজ্জা-অভিমানী
ছোট ছোট নূতন নূতন দ্বিধার ঝিনুক কুড়বো,
অন্ধকারের দু-পায়ে পা-রেখে এন্তার গল্প শুনবো;
এক হরিয়ালী দুপুরে এই আলপথ বেয়ে কেউ একজন
হেঁটে হেঁটে ফিরেছিল আবৃত্তির সহযাত্রী হয়ে,
রোদ-ঘাম আর বৃষ্টিতে ভিজতে ভিজতে
মরু প্রবণতায় দাঁড়িয়ে থাকতে মন্দ লাগে না;
একদম তাড়া নেই।
অনুসরণীয় অনুকরণে হঠাৎ হঠাৎ অনন্যোপায়তার
ভাব নিয়ে, শরীরী রেখায় হাওয়া লাগিয়ে একফোঁটা
বৃষ্টি ছুড়বো, বিদ্যুৎ মেঘের আড়াল নিয়ে;
এই অনিশ্চিত-নিশ্চিত মন্দায় কোন-ই তাড়া নেই।
২৬টি মন্তব্য
মাহবুবুল আলম
হেলাল ছাই!
কবিতা অনেক ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
সাবধানে ও নিরাপদে থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনি পড়ছেন দেখে ভাল লাগলো।
আপনিও নিরাপদে থেকে ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আমাদের করোরি আজ আর কোন তাড়া নেই। এমন করেই সময় কাটুক , ভাবুক সবাই এই ক্রান্তিলগ্নে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
তাড়াহুড়ো করা ঠিক না, আস্তে ধীরে হলেই ভাল।
আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
স্ত্রৈণ!! এতো অভিমান করা ঠিক হবে মহারাজ?
ছাইরাছ হেলাল
এ স্ত্রৈণ সেই স্ত্রৈণ নয়, একটু ভাবুন।
এ সময়ে স্থিরতার কাছে আত্মসমর্পণ। আবার একটু পড়ুন।
সাবিনা ইয়াসমিন
পড়েছিতো! করোনার সাথে সন্ধি করতে চাইছেন। তাতে হবেটা কি? করোনা কি কবিতা পড়ে? স্ত্রৈণের মানে বোঝে?
ছাইরাছ হেলাল
যেহেতু মরে যাওয়ার ও তারা নেই, বাঁচার ইচ্ছে, বিধাতার কাছে প্রার্থনা আর স্বাস্থ বিধি মেনে, স্থির হয়ে।
করোনা এখনকার পৃথিবীর শ্রেষ্ঠ ধ্রুপদ কবি, যার কবিতার কাছে সমগ্র পৃথিবীর কবিকুল(তাবৎ বিজ্ঞানী) নতজানু,
অসহায় আত্মসমর্পন, করোনা কবিদের কবি, প্রমানিত।
সাবিনা ইয়াসমিন
হু, বুঝলাম 🙂
ছাইরাছ হেলাল
জি, আচ্ছা।
ফয়জুল মহী
ভালো লাগলো । সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ ।
ছাইরাছ হেলাল
আপনিও নিরাপদে থাকুন।
সুপায়ন বড়ুয়া
“আমার)কোন তাড়া নেই, ভালোবাসার!
ভালোবাসা দেয়া-নেয়ার, মরে যাওয়ার-ও,
উত্তেজনা নেই, দেখিয়ে দেয়ার, দেখে নেয়ার;”
মন আজ উদাস হয়ে যায়
করোনার এই বিপন্নতায়।
ভাল থাকবেন। শুভ কামনায়।
ছাইরাছ হেলাল
আমরা আজ সত্যি-ই বড়ই অসহায়, বিপন্ন।
আপনিও ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
স্ত্রৈণ হবেন হন সমস্যা নেই
তা বলে করোনার পায়ে পা….
এটা কিন্তু ঠিক নয়।
ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
আপদ বিপদে কোথায় কে কখন পা রাখে তার ততো কোন ঠিক ঠিকানা থাকে না।
আপনি কিন্তু ভাল থাকবেন।
কামাল উদ্দিন
হরিয়ালী দুপুর, বিকেল বা সকাল গুলো সত্যিই অসাধারণ হয়, আমার বাড়ির পাশেই ছোট্ট একটা বট বৃক্ষ আছে। বটের সবুজ ফলগুলো যখন লাল হয় তখন হরিয়ালদের আনাগোনা আমু মুগ্ধ চোখে দেখি। ভীষণ চমৎকার দেখতে এই হরিয়ালগুলো, কিন্তু ক্রমান্বয়ে গাছটা ছোট হচ্ছে, আমি শংকিত যে বিলুপ্ত প্রায় হরিয়ালদের একদিন হয়তো আর দেখাই মিলবে না।
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি সত্যি-ই ভাগ্যবান, সুন্দর দুপুরগুলো খেয়ে নিচ্ছেন।
সব সুন্দর ই আজ বিপন্নতার মুখে।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
যা হবার হয়ে নিন, তবে তাড়াহুড়া ভালো না।
ছাইরাছ হেলাল
তাড়াহুড়োর কোন মানেই হয় না।
হালিম নজরুল
“জরুরী দুয়েকটা কাজ হেলা-ফেলায় ফেলে রেখে
রুদ্রতা ঢেকে স্ত্রৈণ হবো, দারুণ লজ্জা-অভিমানী
ছোট ছোট নূতন নূতন দ্বিধার ঝিনুক কুড়বো,
অন্ধকারের দু-পায়ে পা-রেখে এন্তার গল্প শুনবো;”
————-দারুণ শৈল্পিক চিত্রায়ন
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, মন দিয়ে নিয়মিত পড়ার জন্য।
তৌহিদ
আমাদের কোন তাড়া নেই। ঘরবন্দি যায় দিন যাচ্ছে চলে অবস্থায় তাড়াহুড়োর দরকার কি বলুন। সময়ে ঠিক হয়ে যাবে সবকিছু।
ছাইরাছ হেলাল
সব কিছু সময়ানুযায়ী ঠিক হয়ে যাবে এমন আশাই একমাত্র ভরসা।
সাবধানে থাকবেন।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, মানছি আপনার কোনো তাড়া নেই। এযাবৎ যা লিখেছেন সেগুলো পড়ে পড়েই করোনাকাল কাটিয়ে দিতে চাচ্ছেন। তাই বলে আমরা এসব মানবো কেন? হুয়াই? ৫৫০ নাম্বার পোস্ট দিয়ে আমাদের উদ্ধার করে দিয়েছেন বুঝি? নিন অভিনন্দন দিলাম 👏👏
এখন ঝটপট লিখতে বসুন। জুন মাসের মধ্যে আপনার ৬০০ শত পোস্ট দেখতে চাই।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
তা জুন মাস পর্যন্ত লাগবে কেন!
যা সামান্য বাকী আছে এক্ষুণি দিয়ে দেই!
ল্যাহা বুঝি আজকাল গাছে ধরে!
শুকনা-ফুকনা অভিনন্দন দিলেন! অবশ্য করোনাকালে ইহাই কুটি-কুটির সমান।
নিরাপদে থাকবেন আপনি। লকডাউনে।