
*ওয়াজ মাহফিলের যে কোন বক্তার ওয়াজে নারী দেহ, নারীই যে জাহান্নামে যাবার প্রধান বস্তু, পর্দা হিজাব ব্যবহার না করে নারীরা পুরুষদের মনে কু চিন্তা আনয়ন করে এসব প্রসঙ্গ আনবেনই। ( ভদ্র ভাবে লিখলাম )
## শ্রোতারা চিৎকার দিয়ে একমত হন বক্তার সাথে। বেশ আরাম পান।
* মুক্ত মনারা হযরত মুহাম্মদ (দঃ) এর যৌন জীবন আনবেনই আনবেন। লেখায় আনেন এনারা। প্রকাশ্যে বলার সাহস নেই এদের। কারন এনারা জানেন- মাইর একটাও মাটিতে পড়বে না।
## এনাদের পাঠকরা এসব লেখা পড়ে আরাম পান।
** সিনেমায় ধর্ষন দৃশ্য খোলামেলা আর দীর্ঘ সময় ব্যাপী থাকলে সে সিনেমা হিট হয়।
## দর্শকরা এসব দেখে আরাম পান।
*ধার্মিক অধার্মিক আম পাবলিক সবাই যৌনতায় আরাম পায়, মজা নেয়।
*ধার্মিক আর অধার্মিক বাহিরে কেবল, ভিতরে সবার সমান কামনা………
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
সুনিপুণ ও বস্তুনিষ্ঠ লেখা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
*ধার্মিক আর অধার্মিক বাহিরে কেবল, ভিতরে সবার সমান কামনা….কবিতা আমি বুঝিনা, তবে এবার বুঝেছি ষোল আনা।
জিসান শা ইকরাম
আস্তিক, নাস্তিক, আম পাবলিকের বক্তব্যে সর্বাধিক গুরুত্ব পায় যৌনতা। এখানে সবার মিল আছে।
সাবিনা ইয়াসমিন
আমরা কি ভেবে নিবো এই পোস্ট লেখার পর লেখক শতভাগ আরামেই আছেন?
** লেখা-পড়া যার যেমন, প্রকাশে আসে কামনা, এটাই লেখক ধর্ম 😀😀
জিসান শা ইকরাম
জি লেখাটি লিখতে পেরে আরাম বোধ করছি।
ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি
মানব মনের অন্তনিহিত ভাবার্থ প্রকাশ।কিছুই বলার নেই এ আমাদের দ্বৈত চরিত্র তবে সমলিঙ্গ।
জিসান শা ইকরাম
হ্যা ঠিক বলেছেন মনির ভাই।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই ঠিক বলেছেন। ভিতরটা একই কামনা বসত করে। বহিঃপ্রকাশ কেউ করে কেউ করেনা । ভালো থাকুন
সুপায়ন বড়ুয়া
“ধার্মিক অধার্মিক আম পাবলিক সবাই যৌনতায় আরাম পায়, মজা নেয়।
*ধার্মিক আর অধার্মিক বাহিরে কেবল, ভিতরে সবার সমান কামনা………”
অসাধারন আপ্ত বাক্য গুলি সামনে এনেছেন
ধার্মিক আর অধার্মিক বাহিরে কেবল,
ভিতরে সবাই সমানে সমান ।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
মাদ্রাসায় ভর্তি হওয়া জরুরী হয়ে গেছে।
আলোর পথে ফিরে আসতে হবে।
বলেন, ঠিক না বে-ঠিক!
আরজু মুক্তা
কথা সত্য।
কামনার কথা বলে সবাই আরাম পায়।
নিতাই বাবু
যথার্থই বলেছেন! বাইরে যে যেমন মনেরই থাকুক-না-কেন, ভেতরের মনটা সব পুরুষের সমানে সমান! এটা একশো-তে-একশো নিশ্চিত! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
ত্রিস্তান
মুসলিম আর মুমিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ক্ষমা হলো স্রষ্টার গৌরবের বস্তু, চেয়ে নেওয়াটা মুমিনের কর্ম। যাই হোক যৌনতা সাময়িক আর চরিত্রের ফর্দটা চিরস্থায়ী। সে যেই হোক চাই ধার্মিক আর অধার্মিক।
মোঃ মজিবর রহমান
ধর্ম কে মানবে আর কে মানবেনা এটা ধার্মিক ও অধার্মিকের দুই পক্ষের ব্যাপার। ধর্ম নিয়ে বললেই ধার্মিক তাও ঠিক না। অনেক অধার্মিক আছে যারা ধর্ম মানেবা কিন্তু সততায় ভরা। আবার অনেক ধার্মিক আছে যারা নুচ্চামীতে ভরা। এই দুই দলের মাঝেও যারা ধর্ম করে ও বিধিনিষেধ মানে তারাই সকল সততার উদাহরণ।
দালান জাহান
একটা যৌক্তিক বিষয় তুলে আনলেন। আসলে তলে তলে কেউ কেউ খিস্তি খায়।
হালিম নজরুল
আমি আপনার লেখা পড়ে আরাম পাইলাম।
তৌহিদ
ঠিক এই একটি কারনেই আমরা উল্লেখিত প্রত্যেকটি কাজেই স্রোতাদের যৌন সুড়সুড়ি দিয়ে থাকি। তাড়াও জানে পাব্লিক কি খায়। আমজনতা না খেলে পকেট ভরবে কিভাবে? যৌনতা এখন একটি পন্যে পরিণত হয়েছে শুধুমাত্র আমাদের কারনেই।
সুন্দর একটি প্রসঙ্গ তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়ে উপস্থাপন করেছেন। ভালো লাগলো ভাইজান।
শুভকামনা সবসময়।