উত্তরপুরুষ

হালিম নজরুল ৩ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৪১:০০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

একদল গরু দৌড়াচ্ছে একটি গোয়ালের দিকে।
অনেকগুলো গাধা অপেক্ষমান সেখানে,
সাথে কিছু অনুগত আতংকিত হরিণ।
গরুগুলো দেখতে খুব নিরীহ,হৃষ্টপুষ্ট।
পেছনে ক্ষুধার্ত শৃগালের পাল—
হাসফাস ছুটছে তৃপ্তির আস্বাদে।
কি আশ্চর্য!ওরাও শিকারীর সম্মুখে অপেক্ষমান!
পেছনে দৃশ্যমান আরও কিছু শিকারী ও শিকার,
কিছু মাংশাসী বাঘ,হায়েনা,শকুন,……………….।
একটা বেয়াদব বানর চিৎকার করে বলে উঠলো—
আমিই এই লীলাদৃশ্যের প্রকৃত দর্শক,
আমিই হলপ করে বলতে পারি—
ওই কক্ষটাই দেবালয় ছিল একদিন।
ঈশ্বর ওখানেই থাকতেন,জাগতেন-ঘুমোতেন।
আর যেগুলো একে অপরকে খাদ্য বানিয়ে—
ছুটে যাচ্ছে ওই গৃহটির দিকে—
আমি নিশ্চিত-ওগুলো সব মানুষ ছিল একদিন।
বিশ্বাস করুন,ডারউইন সাক্ষী–
ওগুলো আমাদের পরবর্তী কোন এক প্রজন্ম;
ওগুলো ঈশ্বরসৃষ্ট মানুষই ছিল একদিন।

***——————————————***

৫০৮জন ৩৯৭জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ