একদল গরু দৌড়াচ্ছে একটি গোয়ালের দিকে।
অনেকগুলো গাধা অপেক্ষমান সেখানে,
সাথে কিছু অনুগত আতংকিত হরিণ।
গরুগুলো দেখতে খুব নিরীহ,হৃষ্টপুষ্ট।
পেছনে ক্ষুধার্ত শৃগালের পাল—
হাসফাস ছুটছে তৃপ্তির আস্বাদে।
কি আশ্চর্য!ওরাও শিকারীর সম্মুখে অপেক্ষমান!
পেছনে দৃশ্যমান আরও কিছু শিকারী ও শিকার,
কিছু মাংশাসী বাঘ,হায়েনা,শকুন,……………….।
একটা বেয়াদব বানর চিৎকার করে বলে উঠলো—
আমিই এই লীলাদৃশ্যের প্রকৃত দর্শক,
আমিই হলপ করে বলতে পারি—
ওই কক্ষটাই দেবালয় ছিল একদিন।
ঈশ্বর ওখানেই থাকতেন,জাগতেন-ঘুমোতেন।
আর যেগুলো একে অপরকে খাদ্য বানিয়ে—
ছুটে যাচ্ছে ওই গৃহটির দিকে—
আমি নিশ্চিত-ওগুলো সব মানুষ ছিল একদিন।
বিশ্বাস করুন,ডারউইন সাক্ষী–
ওগুলো আমাদের পরবর্তী কোন এক প্রজন্ম;
ওগুলো ঈশ্বরসৃষ্ট মানুষই ছিল একদিন।
***——————————————***
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
বিশ্বে যা ঘটছে বর্তমানে তাই তুলে এনেছেন কবিতায়।
শুভ কামনা।
হালিম নজরুল
শুভকামনা অফুরান
সাবিনা ইয়াসমিন
বর্তমানে মানুষের মাঝে যেভাবে পশুত্ব ও পাশবিকতা দেখা যাচ্ছে, হয়তো আগামীতে বিলুপ্ত হয়ে যাবে মানবিক সব গুনাবলি। তখন পশুরাও নিজেদের অস্তিত্ব রক্ষায় নিজদের এভাবে আলাদা করে নিবে।
ভালো লাগলো লেখাটি।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
আপনার মন্তব্যে আমি ক্রমশঃ চমৎকৃত হচ্ছি।
ফয়জুল মহী
এক রাশ ভালো লাগার ভালোবাসা ।
হালিম নজরুল
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
রেহানা বীথি
দুর্দান্ত ভাবনা। একদিন হয়তো মুছে যাবে মানুষের পরিচয়টুকু।
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
ইঞ্জা
একটা বেয়াদব বানর চিৎকার করে বলে উঠলো—
আমিই এই লীলাদৃশ্যের প্রকৃত দর্শক,
আমিই হলপ করে বলতে পারি—
ওই কক্ষটাই দেবালয় ছিল একদিন।
দূর্দান্ত ভাবে মানুষরূপী হিংস্র পশুদের আপনার ক্ষুরধার লিখণী তুলে ধরলেন ভাই, সাবাস, সাবাস, সাব্বাস।
হালিম নজরুল
আপনাদের প্রেরণাদায়ক মন্তব্যই আমার শক্তি ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
সুপর্ণা ফাল্গুনী
এখানেই মানুষের ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও আমরা নিজেদেরকে চরম অমানবিক পরিচয়ে পরিচিত করেছি। আবার আমরাই অন্যকে পশু বলে গালিগালাজ করি। খুব ভালো লিখেছেন। ভালো থাকবেন সবসময়
হালিম নজরুল
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
সুপায়ন বড়ুয়া
“একটা বেয়াদব বানর চিৎকার করে বলে উঠলো—
আমিই এই লীলাদৃশ্যের প্রকৃত দর্শক,
আমিই হলপ করে বলতে পারি—
ওই কক্ষটাই দেবালয় ছিল একদিন।”
বাস্তবতা তুলে এনেছেন কবিতার মাঝে
মানুষ আর পশুত্বের মধ্যে আজ তফাৎ বুঝা দায়
কে কখন কাকে ফাঁসায় কাকে গিলে খায়।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা। আপনারাই আমার প্রেরণা।
ছাইরাছ হেলাল
শিকার ও শিকারীর ভাগ-দৌড় চিরন্তন,
তবে কে কখন কতটুকু মানুষ সেটাই ভাবনার বিষয়।
হালিম নজরুল
শুভকামনা ভাই।
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার রুপক কবিতা পাঠ করলাম কবি দা
অনেক শুভেচ্ছা রইল————-
হালিম নজরুল
আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই।