
হারিয়ে যাওয়ারা স্মৃতি হয়ে বেঁচে থাকে
স্মৃতি হয়ে উঁকি দেয় চুপিসারে,
জীবন হয় না;
ঋতুরা ফিরে আসে, ফিরে ফিরে আসে,
স্মৃতিরা বিস্মৃত হয়, পত্র পল্লব-হীন মরুময় প্রান্তরে;
চোখের রেখায় ধরা দেয় না;
ইদ আসে, নিয়ম করে, নিয়ম মেনে,
স্মৃতি হয়ে যাওয়া ক্যানভাসে আঁকা ইদ!! কৈ?
সে তো আসে না;
আকাঙ্ক্ষা দিয়ে ডাক পাঠাই,
ইদ ফিরে এসো, ফিরে এসো বলছি,
বৃষ্টির জমাট বাঁধা এই ইদের মিলনানন্দে।
ইদ শুভেচ্ছা, সোনেলার সোনাদের।
ছবি নেট থেকে।
৩০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“ইদ আসে, নিয়ম করে, নিয়ম মেনে,
স্মৃতি হয়ে যাওয়া ক্যানভাসে আঁকা ইদ!! কৈ?
সে তো আসে না;”
আবার আসবে ঈদ আনন্দে উৎসবে
ত্যাগের মহিমায় করোনা বিদায় হবে।
ঈদ মুবারক।
ছাইরাছ হেলাল
ইদের শুভেচ্ছা আপনাকে, ভাই।
ইদ আসুক ত্যাগ আর আনন্দের মহিমা নিয়ে সে অপেক্ষায় থাকি।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আবার মিলবে মিলনের ঈদ, আবার আসবে খুশীর ঈদ অপেক্ষায় আছি আমরা সেই দিনের। স্মৃতিরা ঋতুর মতো ফিরে এসে ধরা দেয় না শুধু অনুভবে, চোখের পর্দায় ভেসে রয় হৃদয়কে আবেগী করতে। বৃষ্টিস্নাত ঈদের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
কিছু আনন্দ-স্মৃতি আমাদের পিছু ডাকে, সামনে এগুনোর পথ ও দেখায়।
এমন সব স্মৃতি ঘিরেই আমদের আবেগী মন না-ছাড় হয়ে বেঁধে ফ্যালে।
আপনি ভাল থাকবেন অনেক, এমন সুন্দর মন্তব্য করে করে।
প্রদীপ চক্রবর্তী
ত্যাগের মহিমায় মহিমান্বিতা হোক সকলের ঈদ আনন্দ।
প্রার্থনা পৃথিবী সুস্থ হয়ে উঠুক।
শুভকামনা, দাদা।
ছাইরাছ হেলাল
সবার উজ্জ্বল সুখ আমাদের কাম্য ।
আপনিও ভাল থাকবেন।
ইঞ্জা
ঈদের শুভেচ্ছা ও শুভকামনা ভাইজান।
ঈদ মুবারক।
ছাইরাছ হেলাল
আপনাকেও ঈদের অকৃত্রিম শুভেচ্ছা ভাই।
সবাইকে নিয়ে ভাল থাকবেন।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন ভাইজান।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা অনেক।
মোঃ মজিবর রহমান
ঈদ আসে সময়ের আবর্তে, মনের আনন্দ ঈদের আনন্দে ভরপর।
ঈদ আনুক, অনাবিল আনন্দ। সোনেলার সকল সোনার জিবনে।
ছাইরাছ হেলাল
সোনেলার সোনাদের ঈদ আসুক উচ্ছল আনন্দ বন্যায়।
আমিও আপনার সাথে এই কামনায় রাখি।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
সকলের জিবনে থাক সুখ স্বাছন্দে।
ছাইরাছ হেলাল
আমিন, আমিন।
নিতাই বাবু
আপনার কবিতায় রেখে গেলাম, পবিত্র ঈদ-উল-আজহা’র প্রীতি ও শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনার জন্য।
ভাল থাকবেন আপনি।
সুরাইয়া পারভীন
স্মৃতি ফিরে ফিরে আসলেও
সেই বয়সের ফেলা আসা ইদের আনন্দ ফিরে আসে না
কতশত সুখময় সময় কেবল স্মৃতিতেই ফিরে আসে
ইদের অনেক অনেক শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
হ্যা ঠিক , কিছু আনন্দ আর ফিরে আসে না, তবুও কিছু আনন্দ আমাদের চাই ই।
ইদের শুভেচ্ছা আপনাকে ও ছোট্ট মা মনিকে।
ভাল থাকবেন আপনি।
সাদিয়া শারমীন
ঠিকই বলেছেন ভাইয়া।সেই শৈশবের স্মৃতি বিজরিত ঈদ তো আর ফিরে আসে না। যে ঈদের জন্য এক অন্য আমেজ কাজ করতো। কিন্তু তারপরও ঈদে এক অন্য আনন্দে ভাসি ।ভালো লাগে বাচ্চাদের জন্য ঈদের প্রস্তুতি নিতে। ভালো থাকবেন। ঈদ মুবারক।
ছাইরাছ হেলাল
ফিরে না আসা ইদ-আনন্দের জন্যই আমাদের আক্ষেপ। জানি সে ইদ আর আসবে না।
তবুও কী যেন এক আক্ষেপ অপেক্ষা আমাদের হৃদয়ে থেকেই যায়।
ইদের শুভেচ্ছা আপনাকে।
তৌহিদ
ভিন্ন বাস্তবতায় এবারের ঈদে আসলে বিগত দিনের সোনালি দিনের কথা ভেবে খারাপই লাগছে। আবার যে কবে ফিরে আসবে সেই দিন।
ভালো থাকুন ভাইজান। শুভকামনা রইলো। ঈদ মোবারক।
ছাইরাছ হেলাল
এমন এমন দিনে স্মৃতিকাতরতা থাকেই।
সোনালী ইদগুলো আবার ফিরে ফিরে আসবে অবশ্যই।
আপনাকেও শুভেচ্ছা ।
সাবিনা ইয়াসমিন
স্মৃতিরা জীবনের অংশ হয়ে যায়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবুও সম্পূর্ণ জীবন হতে পারে না। যতদিন বেঁঁচে থাকা একটা-একটা মুক্তা কুড়িয়ে রাখার মতো করে স্মৃতি গুলো জমতে থাকে। এক সময় কিছু মুক্তো যেমন খোলস ছেড়ে রঙ হারায়, তেমনি কিছু স্মৃতি ঝাপসা হয়ে যায়। এভাবেই চলে যায় দিন।
ঈদের শুভেচ্ছা রইলো মহারাজ।
ঈদ মুবারক 🌹🌹
ছাইরাছ হেলাল
কিছু স্মৃতি জ্বলজ্বলে থাকে সময় উৎরে, আমাদের বেঁচে থাকার রসদ জুগিয়ে।
যা হারিয়ে যাওয়ার তা হারিয়েই যাবে। যাক-না।
শুভেচ্ছা আপনাকে।
আলমগীর সরকার লিটন
হু সবই ভাল লাগল কিন্তু ঈদ – ইদ করেছেন জেনে ভাল লাগল না
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন
ছাইরাছ হেলাল
আল্লাহ্ এই ইদে ভালই রেখেছেন,
আপনিও ভাল থাকবেন।
সঞ্জয় মালাকার
ইদ আসে, নিয়ম করে, নিয়ম মেনে,
স্মৃতি হয়ে যাওয়া ক্যানভাসে আঁকা ইদ!! কৈ?
সে তো আসে না।
ঈদ মোবারক, দাদা ঈদের শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা
আরজু মুক্তা
তবুও ঈদ আসুক। একটু ঝর্ণা হয়ে
ছাইরাছ হেলাল
আসুক আসুক একটু দেরিতে হলেও।
এই আপনি যেমন এলেন!!
ভাল থাকবেন আপনি।