
আকাশে জলভরা মেঘ, ফ্যাকাসে মলিন, তথাপি-তবুও
যথারীতি কবিত্ব-ফবিত্ব ছাড়াই তো শরৎ এসে গেল
স্পর্শ-বিভ্রম ও;
স্বপ্ন-ধুতরা কুট কুট করে খেয়ে নিচ্ছে ভূত-ভবিষ্যৎ,
একটু একটু করে,পরস্ত্রী-অন্ধকার প্রহেলিকার মত
বিলাপ প্রহরের নীল-কান্নার ভান চালিয়ে।
একটু তুখোড় চুমুর মতো ধ্রুব-শরৎ-ঝড় আমার চাই,
হেঁজিপেঁজি এবং হাঁপানি বিহীন স্বতঃপ্রণোদিত উচ্ছ্বাসে
অজস্রের সহস্র জীবন, সত্য সুন্দরে।
ক্ষিপ্র কল্পতার নিয়মতান্ত্রিক গ্যাঁড়াকলের জুজু সে তো দেখেছি অনেক,
শ্রান্ত-স্বপ্নের বোঝা চুপিসারে ঝুলে পড়ে প্রশ্নবিদ্ধ আচরণে
চমৎকার নিত্য সঙ্গীদের মত।
চকচকে চকমকে মুহুর্মুহু কবিতা তো চাইনি, চাই- ও-না,
ভেজা গন্ধমাখা কুহেলি-ও-না,
শুধু ভেসে আসা ঝিনুক-সঙ্কেতের অবিরত উন্মোচন, নির্জনে,
নৈশ-বস্ত্র খুলে রত্ন-গভীর লালের কৃষ্ণচূড়ার মত আহ্লাদিত
সুরে-স্বরে।
ছবি নেট থেকে।
১৪টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
তুখোড় চুমুর মতো ধ্রুব-শরৎ-ঝড় আমার চাই- উপমাটা চমৎকার হয়েছে। শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্যে উৎসাহিত বোধ করছি,
শুভেচ্ছা জানবেন।
আরজু মুক্তা
মুক্তার মতো ঝকঝকে আহ্লাদী আহবানে লাল কৃষ্ণচূড়ার মতো নির্জনে না বলা কথার মতো শরৎ আসুক গুটি গুটি পায়ে সাদা শুভ্র কাশফুলে। বাকিটা হাতে হাত রেখেই বলুক
ছাইরাছ হেলাল
পাঠক আপনার বলা দেখতে-শুনতে চায়!! গুটি গুটি না, রণ পায়ে!!
শুভেচ্ছা।
রিতু জাহান
কবিতা চান না বলেই তো কবিতারা জড়ো হয় গুনগুন গুঞ্জরণে,
শরতের টিপটপ কুয়াশা নাচে নুপূর নাচে।
যদি সাগরের মতো গভীর কিছু হয়!
ঠোঁট তবে কেঁপে উঠুক সে গভীরতায়, ঝিনুক আপন মনে খুলুক,,, নিজেই বিলাক মুক্তা।
শরৎ! সে তো এসেই গেলো,,,,,
ছাইরাছ হেলাল
এতে তো হবে/হচ্ছে না, পরেরটুকু কৈ!!
শুভেচ্ছা।
রিতু জাহান
আসবে আসবে কবি,,,
রিতু ফিরেছে তার সেই স্বরূপে,,,, গুরুজি এতো তাড়া দিলে রিতুর সাধ্য কি আর বসে থাকে!!
ছাইরাছ হেলাল
তথাস্তু, অপেক্ষা এবং অপেক্ষা।
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতির নিয়ম কে আটকাতে পারে? আপনি লিখুন আর না লিখুন প্রকৃতি তার নিয়ম অনুযায়ী আপনার দ্বারে কড়া নাড়বেই। শরৎ ঝড় ছুঁয়ে যাক সবার অন্তরে, কৃপণের মতো একাই উপভোগ করলে চলবে না তাই শরৎ নিয়ে বন্দনা চালু থাকুক। অবিরাম শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
কৃপণ তো আপনি, কিছুই আমাদের লিখে দিচ্ছেন না।
আপনার শরৎ বন্দনার, শরৎ কিন্তু এসেই গেছে;
ভাল থাকবেন।
হালিমা আক্তার
শরৎ আসতেই চমৎকার কবিতার আগমন। কাশফুলের সাদা শুভ্রতায় ছুঁয়ে যাক কবিতার আঙিনা। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
ছুঁয়ে যাক সবার হৃদয় সাদা সাদা ফুলে।
শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
অতুলণীয় উপমার সম্ভার
যা সজীব অনুভূতিকে করে দিয়েছে সমৃদ্ধ।
অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম চিরন্তন।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন সব সময়।
ধন্যবাদ।