আমি সেই নারী,

জিসান শা ইকরাম ১৬ জানুয়ারি ২০১৭, সোমবার, ১২:৫৫:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

picsart_01-16-12-45-26
শান্তা, আরজু, কনকচাপা, অরুন্ধতী নারীদের আলাদা আলাদা নাম। ভিন্ন ভিন্ন এদের পরিচয়, অস্তিত্ব, জীবন কাহিনী। এরা সমাজের বিভিন্ন স্তর, পরিবেশে বেড়ে উঠে স্ব স্ব স্থানে স্থীর হয়েছে। উচ্চতা, শরীরের বর্ন, রুচি, চিন্তা ভাবনা, শিক্ষাগত যোগ্যতা, আর্থীক অবস্থা এক থেকে অন্যের ভিন্ন হলেও তাদের একটি জায়গায় শতভাগ মিল, তারা সবাই নারী, হাজার বছর যাবৎ যে নারী পুরুষের অত্যাচার সহ্য করে আসছেন, সীতার আগুন বহন করে আনছেন সীতার কাছ থেকেই। এদের ইতিহাস ভিন্ন হলেও ইতিহাসের সারাংশ এক, বঞ্চনা।

প্রত্যেকের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে হিংশ্র পশুর থাবায়। এদের জীবনে পুরান সেই দৈত্য দানো নেমে এসেছিল।
*************************
আমাকে ঘিরে থাকা মানুষদের মাঝে এই নারীরাও আছেন। এদের জীবন, বঞ্চনার কাহিনী, স্বামী দ্বারা অত্যাচারিত হবার ইতিহাস বিভিন্ন সময়ে জানিয়েছেন আমাকে। এই সব নারীদের বাস্তব কাহিনীগুলো পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে প্রকাশ করবো সোনেলায়।
বলাবাহুল্য যে এদের নাম গুলো পালটে দেব, প্রথমে যে নাম গুলো লেখা হয়েছে সে নামই ব্যবহার করা হবে।
ভবিষ্যতে কোন একদিন হয়ত আসল নাম, অত্যাচারী পশু রুপী মানুষের নামও তখন প্রকাশ করে দেব।
নারীদের প্রতি এমন অত্যাচারের সত্যি কাহিনী কারো জানা থাকলে আমাকে ইনবক্স করতে পারেন।
এ বিষয়ে কারো কোন পরামর্শ থাকলে বলতে পারেন কমেন্টে। যুক্তিপুর্ন পরামর্শ অবশ্যই গ্রহন করা হবে।

৭৭৬জন ৭৭৬জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ