আমাদের ছোট্ট একটি রাষ্ট্র নিদ্বিধায় স্বীকার করি তাঁর সঙ্গে সম্পদ ও অনেক অনেক কম। কিন্তু আরচ্যজনক হলেও সত্যি যে আইনের মারপ্যেচে অনেক অনেক সম্পদ নষ্ট হচ্ছে যা আমার নিকট কামনীয় নয়। আর এর জন্য অতি দ্রত আইন করে এইসমস্ত সম্পদ রক্ষা করা জরুরী।
আমাদের দেশে যে সমস্ত বাস, অটোরিকশা, রিক্সা, ট্রাক, ঠেলাগাড়ি, প্রাইভেট কার সহ অনেক ব্যক্তির সম্পত্তিই সামগ্রিকভাবে দেশের জাতীয় সম্পদ। একটি দেশের ব্যাক্তির সম্পদই দেশের সম্পদ।
আমি মনে করি ব্যাক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকেই মহল্লা, ইউনিয়ন ,থানা জেলা ও তদুপরি রাষ্ট্র।
এখানেই রাষ্ট্রের সম্পদ মানে সকল ব্যাক্তির সম্পদ। তাই পুলিশ যে সমস্ত গাড়ী রিকুইজিশন করে এবং কেইস শেষ না হওয়া পর্যন্ত এই সম্পদ গুলি পচে, মরিচিকা পরে নষ্ট হয় যা আমি মোটেও সমরথন করতে পারিনা। এই সম্পদ রক্ষা করার আশু প্রয়োজন বলে মনে করি।
রাজধানীর আগারগাওয়ে কয়কটি স্পটে দেখা যায় শ শ গাড়ী, রিক্সা, অটোরিকশা বাস ট্রাক ও অনান্য
ব্যাক্তি ও কোম্পানির সম্পদ নষ্ট হচ্ছে।
সরকারের উচিত এই ক্ষেত্রে আলাদা ভাবে আইন বা একটি আদালত করা হউক জাতে এই কেইস গুলি দ্রত সমাধান করে সম্পদ গুলি রক্ষা করা যায়।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অপচয়কারী কখনও কারো আত্মীয় নয় ।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন হেলাল ভাই
শিশির কনা
রক্ষক অনেক ক্ষেত্রেই ভক্ষক হয়ে যায় । অপচয়কারী শয়তানের ভাই । এরা শয়তান ।
মোঃ মজিবর রহমান
আপু এখানে রক্ষক বলে কিছু নাই, আইনের মার-প্যাচ। কেইস দ্রত সংশোধন হলেই যানবাহনের মালিক গাড়ী ফেরত পাবেন।
শুন্য শুন্যালয়
ভালো একটি পোষ্ট …সঠিক নিয়ম কানুন এদেশে নেই, থাকলেও মানা হয়না…সবার সচেতনটা প্রয়োজন…
মোঃ মজিবর রহমান
নিয়ম কানুনের চেয়ে বড় কথা নৈ তিকতা তানাহলে দরকার ফাটা কেস্তের ন্যায় হাঙ্গামা।
দিবি কি না বল?
আমার মন
কত আইন আসল গেল, কারও কিচুই হলো না!
জিনিসগুলো এফডিসিতে বিক্রি করে দিলেও পারে, সিনেমা শিল্পে কাজে লাগবে।
মোঃ মজিবর রহমান
আইনের দরকার ভাই এই জন্য যে স্বাভাবিক আদালতে তাদের কেইসের সমাধান করতে সময় পায় না,
এক্ষেত্রে শুধু বি আর টি সি এর অধীনে এই কেইস গুলি গাড়ী আটকের এক বা দুই মাসের মধ্যে কেইসের মিমাংসা করা বাধ্যতা করা হউক।
মা মাটি দেশ
মজিবর ভাই খুব সুন্দর হয়েছে তবে এ ধরনের অজহস্র সম্পদ রয়েছে প্রায় থানায় এছাড়াও যে অবৈধ মাদক আটক করে পরে তা কোথায় যায় বলতে পারেন তা আবার পুলিশ বিক্রয় করে নিদিষ্ট লোকের কাছে এই হচ্ছে সোনার বাংলা -{@ (y)
মোঃ মজিবর রহমান
ভাই সোনার বাংলার কোন দোষ নাই, দোষ আমার আপনার আমরা এতই স্বার্থপর যে আমাদের প্রয়োজনে আমরা নিচে নামতে দ্বিধা করি। যেমন এখন সব চেয়ে খারাপ রাজনীতিবিদরা কারন এরা সংশোধন হলে,
সকল ডিপার্টমেন্ট ভালো হতে বাধ্য। এটা আমি ১০০% ভাগ নিশ্চিত।
জিসান শা ইকরাম
আইনের বিভিন্ন মারপ্যাচে এমন হয়ে থাকে ।
ভালো বিষয় চোখে দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।
গুড পোস্ট ।
মোঃ মজিবর রহমান
বস আপনাকে অনেক ধন্যবাদ।
ভালথাকুন।
নীলকন্ঠ জয়
দারুণ দরকারি পোষ্ট মজিবর ভাই।
এদেশের সম্পদ এভাবেই নষ্ট হচ্ছে । চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন -{@
মোঃ মজিবর রহমান
জয় কি করা যায় কিছুই বুঝতেছিনা। অনেক পূর্বেই এটা নজরে পড়েছে কিন্তু এই ছোট পরিসরে প্রকাশ ছাড়া আর কিই বা করব।
শুভেচ্ছা অবিরত।
বনলতা সেন
অবহেলায় আমরা অনেক কিছুই নষ্ট করি ,
এটি তার একটি উদাহরন ।
মোঃ মজিবর রহমান
(y) তাই।
খসড়া
সরকার এই গাড়িগুলির জন্য অন্য ব্যবস্থা করার কথা ভাবতে পারে। আসলে আইনের মারপ্যাঁচ সদিচ্ছার অভাবেই ধ্বংস হয় সব। সবাই দেখে কেউ উদ্যগ নেয় না কেউ নিলে অন্যে তাকে বিপদে ফেলে তাই কি দরকার।:(
মোঃ মজিবর রহমান
খসড়া আসলেই ঠিক বলেছেন।
০১. জরিমানা করে মিমাংসা করতে পারে।
০২. বি আর টি সি করতিপক্ষ সরকারের মাধ্যমে একটি ভ্রাম্যমান আইনের মাধ্যমে এক সপ্তাহ বা মাসের মধ্যে মিমাংসার ব্যাবস্থা করতে পারে।
০৩. যদিও অসম্ভব নিলামে বিক্রয় করা তাঁর পরও দেশের সম্পদ রক্ষারতে অব্যশ্যই ব্যাবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি।
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন।
আমীন পরবাসী
দারুণ দরকারি পোষ্ট মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা অবিরত।